"আমার চিত্র অংকন "একটি মেয়ের সুন্দর মুহূর্তের দৃশ্য ||(১০% লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • আমার চিত্র অংকন
  • ৬,অক্টোবর , ২০২১
  • বুধবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি একটি আর্ট করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।


আজ আমি একটি আর্ট করেছি। এটা আমার প্রথম আর্ট। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।

IMG_20211004_111904-02.jpeg


আমার আর্ট
Device: A20s

অবস্থান :https://w3w.co/leers.brazenness.lean


প্রয়োজনীয় উপকরণ:

  • একটি সাদা কাগজ
  • একটি পেন্সিল
  • একটি স্কেল

ধাপ-১

IMG_20211004_101657-02.jpeg

  • প্রথমে একটি সাদা কাগজের উপর পেন্সিল ও কম্পাস দিয়ে বৃত্ত একে নিয়েছি।

ধাপ-২

IMG_20211004_103022-02.jpeg

  • তারপর একটি গাছের আকৃতি দিয়েছি

ধাপ-৩

IMG_20211004_103258-01.jpeg

  • পেন্সিল দিয়ে একটু গাড়ো করে নিলাম।

ধাপ-৪

IMG_20211004_103918-01.jpeg

  • একটি মেয়ের আকৃতি দিয়েছি।

ধাপ-৫

IMG_20211004_105151-02.jpeg

  • মেয়েটির হাতের উপর কিছু প্রজাপতি আকার চেষ্টা করেছি।

ধাপ-৬

IMG_20211004_105528-02.jpeg

  • পেন্সিল দিয়ে একটু সৌন্দর্য বৃদ্ধি করলাম।

ধাপ-৭

IMG_20211004_111852-02.jpeg

  • গাছ ও মেয়েটির সৌন্দর্য বৃদ্ধির জন্য গাড়ো করে নিলাম।

আমি এই প্রথম আর্ট করলাম।এর আগে কখনো আর্ট করা হয়নি।আমি চেষ্টা করেছি ভালো করে আর্ট করার।আমার আর্ট সমন্ধে আপনাদের গঠন মূলক মতামত জানতে পারবো আশাকরি।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর হয়েছে ভাই আপনার চিত্রটি।ধাপে ধাপে উপস্থাপনা এবং চিত্রের বর্ণানাও ছিল চমৎকার।শুভকামনা রইলো আপনার জন্য।

সুমতামতের জন্য ধন্যবাদ আপনাকে।

আপনি খুবই সুন্দর করে মেয়েটির চিত্র অঙ্কন করেছেন আপনার চিত্র দেখতে অসাধারণ লাগছে বলতেই হবে তা আপনার হাতে জাদু আছে।

গঠন মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ভাই অনেক সুন্দর চিত্র অংকন করেছেন দেখছি অনেক ভালো লেগেছে ভাই।

ছবিটা কি আমি নিতে পারি ভাই????

অবশ্যই নিতে পারেন।মতামত এর জন্য ধন্যবাদ।

আপনি খুবই সুন্দর করে মেয়েটির চিত্র অঙ্কন করেছেন। সুন্দর করে তা ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন। শুভেচ্ছা রইল ভাইয়া আপনার জন‍্য।

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

অসাধারন হয়েছে ভাই। আপনার আর্টের দক্ষতা দেখে প্রশংসা না করে পারলাম না।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

আপনিতো খুব সুন্দর একটি চিত্রাংকন করেছেন। আপনি চিত্রাঙ্কন টি খুবি সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা।

সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ আপু।

আপনার আর্ট অসাধারণ হয়েছে । অনেক ভালো আর্ট করেন আপনি।

ধন্যবাদ।

Hi, @ripon40,

Your post has been supported by @sm-shagor from the Steem Greeter Team.