DIY-(এসো নিজে করি) ||জিরাফের চিত্র অংকন (১০% লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • জিরাফের চিত্র অংকন
  • ৬,নভেম্বর , ২০২১
  • শনিবার


আপনার সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি জিরাফের চিত্র অংকন করেছি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



IMG_20211101_014224-01.jpeg


জিরাফের চিত্র অংকন
Device: A20s

অবস্থান :https://w3w.co/hassles.aviary.leanness


প্রয়োজনীয় উপকরণ:

  • সাদা কাগজ।
  • একটি পেন্সিল ও রাবার।
  • একটি স্কেল।
  • রঙিন পেন্সিল।

IMG_20211101_014537-01.jpeg



ধাপ-১

IMG_20211101_002611-01.jpeg

  • প্রথমে সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে একটি গাছের চিত্র অংকন করে নিয়েছি।

ধাপ-২

IMG_20211101_004342-01.jpeg

  • তারপর জিরাফের চিত্র অংকন করে নিয়েছি।

ধাপ-৩

IMG_20211101_004844-01.jpeg

  • গাছটির রঙিন পেন্সিল দিয়ে রং করতে শুরু করলাম।

ধাপ-৪

IMG_20211101_005330-01.jpeg

  • গাছের সবুজ অংশ রং করে নিয়েছি।

ধাপ-৫

IMG_20211101_005558-01.jpeg

  • তারপর জিরাফের চিত্র অংকন এর পর রং করতে শুরু করলাম।

ধাপ-৬

IMG_20211101_010351-01.jpeg

  • হলুদ রং এর পেন্সিল দিয়ে জিরাফের পা ও মুখের অংশ রঙিন করে নিয়েছি।

ধাপ-৭

IMG_20211101_010357-01.jpeg

  • জিরাফের হলুদ রং এর কাজ শেষ করলাম।

ধাপ-৮

IMG_20211101_011515-01.jpeg

  • জিরাফের গায়ের গোল অংশ রঙিন করে নিয়েছি।

ধাপ-৯

IMG_20211101_012316-01.jpeg

  • এভাবেই জিরাফের সমস্ত অংশ রঙিন করে নিয়েছি।

ধাপ-১০

IMG_20211101_012553-01.jpeg

  • জিরাফের চারপাশের সবুজ অংশ রঙিন পেন্সিল দিয়ে আকতে শুরু করলাম।

ধাপ-১১

IMG_20211101_013344-01.jpeg

  • সবুজ অংশের রঙিন কাজ শেষ হলে আকাশের দৃশ্য পটভূমি আকতে শুরু করলাম।

ধাপ-১২

IMG_20211106_151724-01.jpeg

  • এইভাবেই জিরাফ অংকনের মাধ্যমে চারপাশে রঙিন পেন্সিল দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করেছি। চেষ্টা করি ভালো কিছু আঁকতে।আমার জিরাফ অংকন আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুব সুন্দর জিরাফ এর চিত্র অঙ্কন করেছেন। কালারটিও দারুণভাবে করেছেন ।প্রতিটি ধাপ এত সুন্দর করে দেখিয়েছেন যে সহজে বোঝা যাচ্ছে আপনি কিভাবে জিরাফটিকে এঁকেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু। ❤️❤️

উপরে নীল আকাশ নীচে সবুজ পরিবেশ। চিত্র দেখে মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলে একটি জিরাফ ঘুরে বেড়াচ্ছে। আসলেই আপনার দক্ষতার প্রসংসা করতে হবে। আপনার জন্য প্রাণ ঢালা শুভেচ্ছা রইল।

বাস্তবতা স্বরুপ কমেন্ট করার জন্য ধন্যবাদ। 😍😍

পরিবেশ এবং কি জিরাফের চিত্রটি অনেক সুন্দর করে অঙ্কন করেছেন আপনি। অনেক সাজিয়ে-গুছিয়ে লিখেছ। এবং ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার এত সৌন্দর্যের অফ এর চিত্র অঙ্কনের জন্য শুভকামনা রইলো ভাইয়া।

সুমতামতের জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও শুভকামনা রইল। 😍

আপনার জিরাফ অংকন সত্যি অনেক সুন্দর হয়েছে। আমিতো দেখে অনেক মুগ্ধ। প্রথমে ভাবছিলাম পিক।
ধাপ গুলো সুন্দর করে উপস্থাপন করেছে।
শুভকামনা রইল

সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ আপনাকে ভাই। 😍😍

জিরাফের অংকনটি অসাধারণ হয়েছে। আপনি জিরাফের অংকনের প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাই। 😍😍

অনেক সুন্দর হবে জিরাফ এর চিত্র অংকন করলেন। প্রত্যেকটা ধাপ আমাদের খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি জিরাফ অংকন শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু। 😍

জিরাফের চিত্র অংকনটি খুবই সুন্দরভাবে আপনি অঙ্কন করেছেন। যার কারণে এটি আমার খুবই ভালো লেগেছে। আপনার সুন্দর উপস্থাপন আমার আরো বেশি ভাল লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে ভাই। 😍😍

বাহ অসাধারণ মনোমুগ্ধকর একটি জিরাফ অংকন করেছেন দেখছি। প্রতিটা ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। জিরাফ এর গায়ের রং টা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে আপনাদের জিরাফের ছবি অংকন। কারণ সরু গলা থাকাকালে জিরাফ দেখতে অনেক সুন্দর লাগে। আপনি জিরাফ টা দেখতে মনে হচ্ছে সত্যি কারের জিরাফের মতো। অনেক ভালো লাগলো আপনার এই হাতের কাজ থেকে। আপনার জন্য অনেক শুভকামনা রইল

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু। ❤️

আপনি দারুন আর্ট করেন ভাই, খুব সুন্দর ছিলো, প্রতিটা ধাপ সহজ করে বুঝিয়ে দিয়েছেন আসলে মনোমুগ্ধ কর। পরবর্তীতে আরও ভালো কিছু নিয়ে আসবেন আশা করি। শুভ কামনা রইলো আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। 😍😍

ভাইয়া খুব খুব সুন্দর হয়েছে ছবি অংকন টি। রঙ করার জন্য আরো ফুটে উঠেছে ছবিটি। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনার জন্যও শুভকামনা। ❤️❤️

জিরাফের চিত্র অংকন করেছেন ভাই অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইলো

ধন্যবাদ আপনাকে। 😍

আপনার জিরাফ আর্ট অনেক সুন্দর হয়েছে ।আপনি ধাপে ধাপে সুন্দরভাবে আর্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু। ❤️❤️

join #club5050 #club75 and #club100tag and receive extra vote from steemcurator01, steemcurator02 ' @steemcurator07.

Your post up-vote from country representatives Bangladesh @sm-shagor..

Always follow @steemitblog.