"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১৮ || আমার পছন্দের পারফিউম || ( ১০%লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • পছন্দের পারফিউম
  • ০৮, জুন ,২০২২
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি পছন্দের পারফিউম ব্যবহারের গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



আমি মনে করি গল্প মানেই কোন বাস্তব চরিত্র বা ঘটনার সাথে পরিচিত হওয়া।জীবনের ইতি হয়ে যাবে কিন্তু থেকে যাবে স্মৃতি বিজরিত অতীত বা জীবনের গল্প। বেশিরভাগ মানুষ জীবনের বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করে নাহ।আমি গল্প পড়তে পছন্দ করি কারণ বাস্তবতার সাথে নিজেকে বিলিয়ে দিতে পারি।জীবনে লুকিয়ে থাকা ঐতিহাসিক বড় ঘটনা গুলোই হলো অনেক বড় গল্প।বাস্তব জীবনের সাথে জড়িত জীবন চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো।

20220605_223357-01.jpeg

গল্প - পছন্দের পারফিউম ব্যবহারের অনুভূতি



তাহলে চলুন গল্পটি শুরু করি


আমার বাংলা ব্লগ কমিউনিটিতে গত সপ্তাহে পারফিউম ব্যবহারের অনুভূতির গল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এত সুন্দর ভিন্ন ধর্মীয় অনুভূতির গল্প যেটা সবাই কমবেশি শেয়ার করার চেষ্টা করেছে। সেজন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই @hafizullah ভাইকে এত সুন্দর একটি প্রতিযোগিতা আমাদের মাঝে নিয়ে আসার জন্য। প্রতিটি মানুষের জীবনে অনেক স্মৃতি বিজড়িত গল্প লুকায়িত থাকে। সেটা অবস্থানভেদে বিভিন্ন ধরনের গল্প কাহিনী হয়ে থাকে। সেগুলো স্মৃতি হিসেবে রয়ে যায় কখনো স্মরণ করা হয় না ।সেই ক্ষেত্রে আমার বাংলা ব্লগ কমিউনিটি এই প্রতিযোগিতার উদ্যোগের মাধ্যমে মানুষের জীবনে ঘটে যাওয়া অনেক স্মৃতি বিজড়িত গল্প জানতে পেরেছি। যেটা থেকে অনেক কিছু শিখার আছে।

20220605_223403-01.jpeg



আমি প্রথমেই বলতে চাই আমার প্রিয় পারফিউম হল ফগ। বর্তমান আধুনিক যুগে ভিন্ন ভিন্ন ধরনের পারফিউম রয়েছে যেগুলো মানুষের পছন্দ মতো ব্যবহার করে থাকে। এই পারফিউম ব্যবহারের ক্ষেত্রে যেমন অনেকের স্মৃতিবিজড়িত গল্প রয়েছে যেগুলো পড়ে জানতে পেরেছি তেমনি আমারও একটি ছোট্ট স্মৃতিবিজড়িত গল্প রয়েছে। মানুষ একটা জিনিস কখন ব্যবহার করে এবং উপভোগ করে যখন জিনিসটির জনপ্রিয়তা অধিক থাকে ব্যাপকভাবে প্রচার হয়। যাইহোক, স্কুল লাইফ থেকেই পারফিউম ব্যবহার করে থাকি যেটা সবাই কমবেশি করে থাকে। বন্ধুবান্ধবের সাথে পারফিউম নিয়ে অনেক কথা রয়েছে সেই কথাগুলো বলব। স্কুল জীবন থেকেই অনেক বন্ধু-বান্ধবের সাথে চলাফেরা প্রাইমারি লেবেল পার করে যখন হাই স্কুল লেভেলে চলে যাই তখন অনেক নতুন বন্ধুবান্ধবের সাথে পরিচিত হতে থাকি। আমি যখন ক্লাস এইটে পড়ি সেই সময়ের একটি গল্প আমার একটি বন্ধুর সাথে আস্তে আস্তে খুবই গভীর সম্পর্কের সৃষ্টি হল তাছাড়া বাড়ির পাশে অনেকেই ছিল তারা ছোটবেলা থেকে তো অনেক কাছের ছিল সেটা বলার অপেক্ষা রাখে না।

20220605_223158-01.jpeg



সবাই যুবক বয়সে একটু বিলাসিতা এবং মর্ডান এবং নিজেকে স্মার্ট ভাবে চলাফেরা করতে বেশি পছন্দ করে ।কারণ তখন মেয়েদের প্রতি একটা ভালবাসা ভালোলাগার অনুভূতি কাজ করে। সেজন্য কি করলে তাদের আকর্ষণ বা নিজেকে একটু প্রাউড ফিল করানো যায় সেই ধরনের চিন্তা ভাবনা কাজ করতো ।যেই বন্ধুর সাথে নতুন ভালো পরিচিত হলো সেদিন আমাকে তাদের বাড়িতে দাওয়াত দিয়েছে। সে তার জীবনের অনেক গল্পই আমার সাথে শেয়ার করেছে। সে তার জীবনে কোনগুলো পছন্দ করে কোন গুলো পছন্দ করে না সেগুলো আমার কাছে বলেতো। সে আবার পারফিউম ইউজ করতে খুবই পছন্দ করতো। তখন আমি পারফিউম ইউজ করিনি সে পারফিউম ইউজ করে স্কুলে আসলে তার সুগন্ধি সবাইকেই সারাজাগাতো সবাই তাকে নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করে থাকতো। তবুও এসবের আমি কান না দিয়ে তার সাথে ভালো মানের বন্ধুত্বের সৃষ্টি হয়। সেজন্য সে আমাকে তাদের বাড়িতে দাওয়াত দেয় একদিন আমাকে ডেকে নিয়ে গিয়ে নাস্তা করার পর তার ফেভারিট জিনিস গুলো আমাকে দেখাতে শুরু করে। যেহেতু স্কুল জীবনে বা স্কুলে গেলেই তার পারফিউম নিয়ে অনেক সমালোচনা হতো সেটা নিয়ে আমার শরীরের স্প্রে করে দিয়েছে। যেটা আমি নিতে চাইনি তবুও জোর করে আমার গায়ে দিয়েছে কিন্তু সুগন্ধি টা আমার খুব পছন্দ হয়েছিল।

20220605_223350-01.jpeg



সেখান থেকেই তার সাথে ভালো বন্ধুত্বের সৃষ্টি হয়। যেকোনো কাজে যেকোন জায়গায় যেতে সে আমাকে সাথে করে নিয়ে যায় ।আমিও তাকে নিয়ে যেকোন জায়গায় যেতে খুবই পছন্দ করি ।আসলে মনের মিল মানুষের সবচেয়ে বড় মিল যেটা সেদিন বুঝতে পেরেছিলাম । হঠাৎ একদিন সে আমাকে বলে তুইও এই পারফিউম ব্যবহার করবি যেটা আমি করে থাকি। আমি তখন পারফিউম ব্যবহারের প্রতি তেমনটা আগ্রহ পোষণ করিনি কিন্তু মনে মনে আগ্রহ ছিল। এই ধরনের পারফিউম ব্যবহার করব এরকম কিছু দিন গেলে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নিই ।যেহেতু পারফিউমটি আমার খুবই পছন্দ হয়েছে তাহলে ব্যবহার করলে দোষ কি! সে আমাকে সাথে নিয়ে কসমেটিকসের দোকান থেকে পছন্দ করে পারফিউম কিনে দেয় সেও একটা কিনে নিয়েছে। সেখান থেকেই এই পারফিউম ব্যবহার করে থাকি। বর্তমান ভিন্ন ভিন্ন সুগন্ধি পারফিউম পাওয়া যায় যেগুলো তেমন একটা আমি ব্যবহার করিনি কারণ যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাই আমি ব্যবহার করি। ভিন্ন ধরনের কিছু ব্যবহারের আগ্রহ পোষণ করিনি। এটাই ছিল আমার লাইফে পারফিউমের অনুভূতির গল্প। আশা করি আমার পারফিউম ব্যবহারের গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পছন্দের পারফিউমের কথা শুনে বেশ ভালো লাগলো। বর্তমানে ফগ পারফিউম টি অনেকেই ইউজ করছে। মনে হয় এই পারফিউমের স্মেল অনেক সুন্দর। তাছাড়া পারফিউম নিয়ে আপনার অভিজ্ঞতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ আপু বর্তমান ফগ পারফিউম ইউজ করে থাকে আমার কাছে অনেক ভালো লাগে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

image.png

আপনি প্রতিনিয়ত ও ক্ষুদ্রতম সাপোর্ট দিয়ে চলেছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া এভাবেই পাশে থাকবেন ধন্যবাদ

আপনি খুবই সুন্দর একটি পারফিউমের পোস্ট শেয়ার করেছেন। এই পারফিউম টি আমি আগে নিজেও ব্যবহার করতাম কিন্তু এখন আর করা হয় না। ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ এই পারফিউমটি অনেকেরই প্রিয় আপনার প্রিয় জানতে পারলাম ভাই।

অসাধারণ ছিল আপনার অনুভূতি গুলো। আর হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মানুষের জীবনের সাথে গল্পের বাস্তব চরিত্র জড়িত থাকে। অসাধারণ লিখেছেন, আর আপনার প্রিয় পারফিউম ফগ সেটা জেনে আরো বেশী ভাল লাগলো। কারণ মানুষের চাহিদার শেষ নাই এবং এই ভিন্ন রকম চাহিদা ভিন্ন রকম মানুষ। আমাদের সাথে আপনার পারফিউমের অনুভূতি শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

হ্যাঁ ভাই জীবনের অনেক গল্পই রয়েছে যেগুলো শুধু স্মৃতি আরতির তাই শেয়ার করার চেষ্টা করেছি।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন। আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। আসলে আমাদের যৌবনে সকলেরই একই রকম অনুভূতি হয়। আপনি খুব চমৎকার করে আপনার অনুভূতি গুলো বর্ণনা করেছেন। আর আপনার সেই বন্ধুটি মানুষ হিসাবে অনেক ভালো আমার কাছে মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ভাই ঠিকই বলেছেন জৈবনে রকম অনুভূতি হয় আসলে তখনকার অন্যরকম ফিলিংস থাকে।

আসলেই ভাই জীবনের ইতি হয়ে গেলেও কিন্তু কিছু স্মৃতি থেকে যায় এবং অতীতে অনেক জীবনের গল্প থেকে যায় আর জীবনের বাস্তবতা উপলব্ধি করা যায় তাহলে কিন্তু গল্প পড়তে ভালো লাগে। আপনি খুব সুন্দর করে আপনার পারফিউমের ব্যবহার অনুভূতি শেয়ার করেছেন অনেক ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ভাই জীবনের ইতি হয়ে যাবে রয়ে যাবে শুধু স্মৃতিগুলো আর ফিরে পাওয়া যাবে না সুন্দর একটি মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার লেখা পারফিউমের গল্পটা পড়ে বেশ ভালো লাগলো ।খুবই সুন্দর ভাবে আপনি প্রতিটা লাইন লিখেছেন যা আমার কাছে বেশ ভালো লাগলো ।শুভকামনা রইল আপনার জন্য।

আমার লেখা পারফিউম গল্প পড়ে আপনাদের ভাল লেগেছে জেনে খুশি হলাম চেষ্টা করেছি স্মৃতিবিজড়িত গল্প তুলে ধরা।

জি ভাই আপনার পারফিউমের গল্পটি আসলে খুব ভালো লেগেছে। তার মানে আপনি বুঝাতে চেয়েছেন আপনার পারফিউম এর ব্যবহার এর শুরুটা হয়েছে আপনার সেই বন্ধুর হাত ধরে, যে কিনা আপনার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল যাকে কিনা আপনি সবসময় কোন জায়গায় সাথে করে নিয়ে যান। তার সাথে আপনার মনের মিল। বাহ ভালই তো তবে আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কি সে বন্ধুর সাথে এখনো যোগাযোগ আছে কি?

হ্যাঁ ভাইয়া স্কুল জীবন থেকেই পারফিউম ব্যবহার এর বিষয়টা সম্পর্কে অবগত হয়েছি পোস্ট পড়ার জন্য ধন্যবাদ

চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন পছন্দের পারফিউমের অনেক সুন্দর একটি পোষ্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। ফগ আমার অনেক পছন্দের একটি পারফিউম আপনি এটা পছন্দ করেন যেন খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

চেষ্টা করেছি কিছু স্মৃতি বিজরিত কাহিনী গল্প আকারে তুলে ধরার যেটা আপনার কাছে অনেক ভাল লেগেছে ধন্যবাদ।

আপনার পছন্দের পারফিউম ফগ জানতে পেরে খুবই ভালো লাগলো আপনার সুন্দর অনুভূতি গুলো শেয়ার করেছেন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শুভকামনা থাকলো আপনার জন্য

হ্যাঁ ভাই চেষ্টা করেছে অনুভূতি গুলো ভালো ভাবে তুলে ধরার ধন্যবাদ।

ঠিক বলেছেন যুবক বয়সে সবাই একটু স্মার্ট ভাবে চলাচল করতে পছন্দ করে। ফগ পারফিউম আমার ও খুব ভালো লাগে।

হ্যাঁ ভাই সবাই চেষ্টা করে যুবক বয়সে একটু ভালো স্মার্ট ভাবে চলাফেরা করার ধন্যবাদ।

আপনার পছন্দের পারফিউমটি দেখে অনেক ভাল লাগলো। আসলেই পারফিউম আমাদের সবারই অনেক পছন্দের ।আজ আপনি এই প্রতিযোগিতায় অংশ করে পারফিউম নিয়ে আপনার আবেগ অনুভূতি সব কিছু এখানে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো।

হ্যাঁ পারফিউম সবারই অনেক পছন্দের যেটা নিয়ে অনেক স্মৃতি গল্প কাহিনী শুনতে পেয়েছি যেটা আমিও শেয়ার করেছি ধন্যবাদ।

প্রথমেই আপনাকে আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ১৮ আমার পছন্দের পারফিউম প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আপনার পারফিউম ব্যবহার করার গল্পটি শুনে বেশ ভালো লাগলো। আপনার বন্ধু যে পারফিউমটি ব্যবহার করে আপনিও ঠিক সেই পারফিউমটি তার কথা অনুসারে ব্যবহার শুরু করেছেন বিষয়টি জানতে পেরে খুবই ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন, অত্যন্ত পছন্দের জিনিসটি ব্যবহার করতে দোষের কিছুই নেই। আর তাই আপনি খুবই পছন্দনীয় একটি পারফিউম ফগ ব্যবহার করা শুরু করেছেন। পারফিউম নিয়ে প্রতিযোগিতায় আপনি যেন সফল হন এই প্রত্যাশা করছি। ধন্যবাদ

হ্যাঁ ভাই আমার পারফিউম গল্পের অনুভূতি আপনাদের সাথে শেয়ার করেছি আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যেটা আমার অনেক বড় পাওয়া ছিল।