আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচ (ব্রাজিল ^ভেনিজুয়েলা)
- ১৫, নভেম্বর ,২০২৪
- শুক্রবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবিঃ Krira TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
ম্যাচের পরিসংখ্যান:
ব্রাজিল | ভেনেজুয়েলা |
---|---|
মোট শট-১৩ | মোট শট-১২। |
টার্গেটের শট-০৩ | টার্গেটের শট-০৫। |
দৈর্ঘ্য | ৯০ মিনিট । |
বল পজিশন -৬৭% | বল পজিশন -৩৩% |
পাস করে -৪৩৮ | পাস করে -২১৩ |
পাস নির্ভুলতা-৮৩% | পাস নির্ভুলতা-৭৭% |
ফাউল-১২ | ফাউল-১৪ |
---|---|
হলুদ কার্ড- ০২ | হলুদ কার্ড - ০৪ |
রেড কার্ড- ০০ | রেড কার্ড-০১ |
অফসাইডস-০২ | অফসাইডস-০৫ |
কোণ-০৯ | কোণ- ০৩ |
সময়কাল রাত ৩.০০ টায় | ১৫.১১.২০২৪ইং |
ফলাফল : | ব্রাজিল-০১ ভেনেজুয়েলার -০১ |
ম্যাচের সারসংক্ষেপ
আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।
দীর্ঘদিন ক্লাব ফুটবল বিরতি শেষে আবার জাতীয় দলের খেলা শুরু হতে চলেছে। এই সময় ক্লাবের ফুটবল খেলা বিরতি থাকে দলের খেলা শুরু হয়ে যায়। ক্লাব মৌসুমীর কয়েক মাস পর পর বিরতি হয়। তার মধ্যে জাতীয় দলের খেলা শুরু হয়ে যায় ইউরোপের নেশনস লীগ ল্যাটিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের খেলা চলমান রয়েছে। ২০২৬ সালের বিশ্বকাপ শুরু হতে আর মাত্র এক বছর বাকি ।মনে হলো সেদিন বিশ্বকাপ শেষ হলো। দেখতে দেখতে ২০২৬ সালের বিশ্বকাপের সময় চলে আসছে এর মধ্যে জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা চলমান রয়েছে গতকাল অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজকে সকাল ছয়টায় ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ছিল।
ফুটবল এমন একটি খেলা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা যে খেলাটি দেখার জন্য সকল মানুষ মুখিয়ে থাকে। আমিও অনেক বড় ফুটবল ভক্ত রাত জেগে ফুটবল খেলা দেখার অভ্যাস এখনো রয়েছে বর্তমানে ইউরো কোপা বড় দলের সবগুলো খেলায় দেখা হয়েছে। এবারের ইউরো কাপে কয়েকটি দল সবচেয়ে বেশি ভালো ফুটবল খেলেছে ।স্পেন জার্মানি ফ্রান্স ইংল্যান্ড তাদের মধ্যে বেটার ফুটবল খেলেছে। 2022 সালের বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের পারফরমেন্স খুবই খারাপের দিকে রয়েছে দুর্বল প্রতিপক্ষের সাথে হেরে যাওয়া এভাবেই তাদের খেলা চলছে। ব্রাজিলের আগের যে ছন্দময় খেলা সেটা আর দেখতে পারি না। আসলে সব সময় একটি দলের সুসময়ে যাবে সেটাও নয় খারাপ সময়ের মধ্যেই ভালো সময় খুঁজে পাওয়া যায়। যেমনটা গত বিশ্বকাপে আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে বিশ্বকাপ জেতার মাধ্যমে। নিজেদের আত্মবিশ্বাসী তাদেরকে বড় সহায়তা করেছে।
রাত তিনটায় ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়। বর্তমান ব্রাজিলের অনেকগুলো প্লেয়ার ক্লাবে ভালো ফর্মে রয়েছে সেজন্য আশা করছি এই ম্যাচটি স্বাভাবিকভাবে ব্রাজিল জিতে নেবে। আসলে একটি দলে ভালো প্লেয়ার থাকলে হয়না সেই প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশন ভালো থাকতে হবে। এরকম অনেকগুলো দল রয়েছে যাদের ভ্যালুয়েবল প্লেয়ার থাকা সত্ত্বেও তারা ভালো পারফরম্যান্স করতে পারছে না। বিশেষ করে ২০২২ সালের বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের অবস্থা একদমই বাজে । যেটা এর আগে কখনো দেখিনি। বিশ্বকাপ বাছাই পর্বে তাদের পারফরমেন্স সত্যিই হতাশা জনক অলরেডি দুইজন কোচ পরিবর্তন করা হয়েছে। আশা করি এই বর্তমান কোচের অধীনে ব্রাজিল দলের সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই কম কখনো হার বিশেষ করে বেশিরভাগ ম্যাচ হার এবং ডর্্ মাধ্যমেই পার করছে ব্রাজিল।
বর্তমান ল্যাটিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পর্বের টেবিলে তিন নাম্বারে রয়েছে। ব্রাজিল কয়েকটি ম্যাচ জেতার মাধ্যমে তাদের অবস্থান ভালো একটা অবস্থায় চলে এসেছে। এই ম্যাচটি জিততে পারলে নিজের অবস্থান দ্বিতীয়তে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো কিন্তু খেলার প্রথমে দারুন আক্রমাত্মক ফুটবল খেলা শুরু করে যদিও ভেনেজুয়েলার ঘরের মাঠে খেলা জেতা একটু কঠিন তবুও আশাবাদী ছিলাম ম্যাচটি জিতে যাবে খেলার প্রথমার্ধে অনেকগুলো সহজ সুযোগ মিস করে। প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে সেই মুহূর্তে ডি বক্সের বাইরে একটি ফ্রি কিক পায় ব্রাজিলের উইঙ্গার রাফিনহা দারুন একটি ফ্রি কিকের মাধ্যমে গোল করে। প্রথমার্ধের খেলার শুরুতে এগিয়ে থাকলে গোল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে যাই হোক আশাবাদী ছিলাম আরো গোল বাড়বে। কিন্তু দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হওয়ার সাথে সাথেই ব্রাজিল গোল হজম করে বসে।
আগের ব্রাজিল আর বর্তমান ব্রাজিলের মধ্যে এটাই পার্থক্য গোল হজম করার প্রবণতা একদমই কম ছিল। কিন্তু বর্তমান তাদের গোল দেওয়ার থেকে হজম করার সংখ্যা বেশি হয়ে গিয়েছে। নিজেদের ডিফেন্স লাইন শক্তিশালী করে খেলার বিষয়টি হারিয়ে গিয়েছে। বিশেষ করে একটি দলের মিডফিল্ড খেলা কে নিয়ন্ত্রণ করে সেই মিডফিল্ডের প্রাণ যেন খুঁজেই পাওয়া যায় না ব্রাজিল দলে। সেজন্য ব্রাজিলের খেলা দেখতে মোটেও ভালো লাগেনা তাদের ছন্দময় খেলা দেখে মুগ্ধ হতাম সেটা একদমই পায় না দেখতে অন্যান্য দলের থেকে যে পার্থক্যটা ছিল বর্তমান তাদের মধ্যে তার সিটে ফুটাও খুঁজে পাওয়া যায় না। ব্রাজিলের এই পারফরম্যান্স তাদের সমর্থকদের হতাশা করে আশা করি বিশ্বকাপের আগে তাদের আগের পারফরমেন্স নিয়ে ফিরে আসবে। যেটা একজন সমর্থক হিসেবে খুবই প্রত্যাশা করি।
যাইহোক, অন্যান্য ম্যাচগুলোর তুলনায় এই ম্যাচটি ভিন্ন ছিল একটি বিষয় ভাল লেগেছে আক্রমণাত্মক ফুটবল খেলার যে প্রবণতা সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল । পেলেয়ারদের আক্রমণ করার যে বিষয়টি পরিলক্ষিত সেটা প্রমাণিত হয়েছে সুন্দর কম্বিনেশন হলে আশা করি ব্রাজিল দল আরও সামনে ভালো খেলবে। ভেনেজুয়েলার খেলা আমার কাছে খুবই ভালো লেগেছে তারাও অনেকগুলো সহজ সুযোগ মিস করেছিল দুই দল সহজ সুযোগ মিস না করলে গোলের সংখ্যা আরো বাড়তো ম্যাচটি যে কোন ভাবে ফলাফল পরিবর্তন নিয়ে আসতো যাইহোক স্বস্তির জায়গা হল হেরে যাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে ব্রাজিল সামনে আরেকটি ম্যাচ রয়েছে উরুগুয়ের এর সাথে যেটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ম্যাচটিতে ভালো কিছু দেখতে পাবো।
ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভেনেজুয়েলার মত দলের সাথে ব্রাজিল দল ড্র করেছে এটা খুবই দুঃখজনক ব্যাপার। আগের ব্রাজিল দল আর এখনকার ব্রাজিল দলের ভেতরে অনেক পার্থক্য রয়েছে। ব্রাজিল দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল বন্ধু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছ বন্ধু, ব্রাজিলের বেহাল অবস্থা যেটা কোনভাবেই কাম্যনয় । আশা করি আবার কাম ব্যাক করবে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বলতে ব্রাজিল খেলোয়ার রা জাতীয় দলে আসলে আর সেই সিরিয়াসনেস টা থাকে আমার ধারণা। গতদিন যে সুযোগ গুলো মিস করেছে সেগুলো বলার বাইরে। বিশেষ করে ভিনিসিয়াসের পেনাল্টি মিস টা বেশি খারাপ লেগেছে আমার কাছে। যাইহোক দেখা যাক পরবর্তী ম্যাচ উরুগুয়ের সাথে কী করে ব্রাজিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক গুরুত্বপূর্ণ একটি ম্যাচে পেনাল্টি মিস যেটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। দলের মধ্যে ঐক্য নেই যেটা খেলা দেখার মাধ্যমে ভালোই বুঝতে পেরেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit