🃏 আখের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া🌝 ||১০% লাজুক খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • আখের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া
  • ০৭, ফেব্রুয়ারি ,২০২২
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি শীতের মৌসুমে আখের রস থেকে গুড় তৈরির পদ্ধতি তুলে ধরছি ।আশাকরি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।



GridArt_20220207_130825822-01.jpeg


Device : A20s
আখের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়া
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রচুর আখ চাষ করতে দেখা যায়। যেটা খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে। আমাদের এলাকায় ফসলি জমিতে আখ চাষ করা হয় ।অন্যান্য ফসলের তুলনায় আখ চাষের পরিমাণটা একটু বেশি থাকে। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত আখের রস এর মাধ্যমে গুড় তৈরি প্রক্রিয়া চলমান থাকে আমার কাছে আখের রস খুবই ভালো লাগে।

IMG_20220117_120137-01.jpeg

IMG_20220117_120121-01.jpeg


Device : A20s
আখের গায়ে উচ্ছিষ্ট মরা পাতা পরিষ্কার
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..


কৃষকেরা বছর ধরে ফসল ফলানোর কাজে ব্যস্ত থাকে। তারা এভাবে মাঠে মাঠে বিভিন্ন ধরনের ফসল ফলায়। বিভিন্ন মৌসুমের সাথে সাথে বিভিন্ন ফসলের আগমন ঘটে। শীতের মৌসুমে নতুন ফসলের আগমন শীতের মুহূর্তের সৌন্দর্যতা বৃদ্ধি করে। চারিদিকে সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য ধারা ভরপুর থাকে। এই সময়ে কৃষকরা তাদের জমিতে উপযোগী ফসল ফলায়। ঋতুবৈচিত্র্যময় দেশের প্রকৃতির সৌন্দর্যের লীলা খেলা চারিদিকে দেখতে পাওয়া যায়। আখের রস থেকে গুড় তৈরি প্রক্রিয়ার বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। কৃষকেরা এক বছর পরিশ্রম করে আখ চাষ করে থাকে সেটা 10 থেকে 12 ফুট লম্বা হয় । শীতের শুরুতে এটি অনেক বড় হয়ে যায় কেটে ফেলার উপযোগী হলে তারা এটা চাষাবাদ জমি থেকে কেটে নিয়ে গুড় তৈরি প্রক্রিয়া কাজ চলমান । একটি নির্দিষ্ট স্থানে কেটে নিয়ে এসে আখের গায়ের মরা পাতাগুলো পরিষ্কার করে রেখে দেয়া হয়।

IMG_20220117_115924-01.jpeg

IMG_20220117_120041-01.jpeg


Device : A20s
আখ থেকে রস মাড়াই
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..


আখের প্রথম থেকে শেষের দিকের অংশ পরিষ্কার করে মাড়াই করার কাজের জন্য উপযোগী করা হয়। আর সবুজ অংশটুকু গরুর ঘাস হিসেবে তারা রেখে দেয়। আখের অংশগুলো মাড়াই করার যন্ত্রের মধ্যে দিয়ে রস বের করা হয়। উচ্ছিষ্ট অংশ গুড় তৈরীর কাজে শুকিয়ে ব্যবহার করা হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে এক গ্লাস আখের রস খেলে পরান টা জুড়িয়ে যায়।
আমি প্রায়ই এটা খেতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি ছোটবেলা থেকেই এভাবে আখ মাড়াই করার রস তৈরি পদ্ধতি দেখে আশা হচ্ছে। আমার কাছে ছোটবেলার অনুভূতিগুলো বেশি মনে পড়ে ।

IMG_20220117_120515-01.jpeg

IMG_20220117_113821-01.jpeg


Device : A20s
আখের রস জ্বাল দেয়া মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..


গুড় তৈরি করতে হলে আখের রস জ্বালাতে হবে। সেইজন্য কৃষকেরা বড় ধরনের কড়াই উপর রেখে জাল দিয়ে থাকে। লম্বালম্বিভাবে অনেক বড় চুল কেটে নিয়েছে ।সেখানে বড় ধরনের একটি কড়াই বসিয়ে দিয়েছে। তারপর রস সেই করার উপর ঢেলে ভরপুর হলে আখের উচ্ছিষ্ট মরা পাতা দিয়ে জ্বাল দেয়া শুরু করে। আখের রস থেকে গুড় তৈরীর জন্য কৃষকের অনেক পরিশ্রম করতে হয়। আমরা বাড়িতে যেমন রান্না করে খাওয়া হয় তার থেকেও বেশি সময় লাগে। এই রস থেকে গুড় তৈরি করায়।

IMG_20220117_113931-01.jpeg

20220118_131031-01.jpeg


Device : A20s
গুড় তৈরি হাওয়া মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..


এইভাবে রস দিয়ে তাদের দুই থেকে তিন ঘন্টা জ্বাল দিতে হয়। বিভিন্ন সময় রসের উচ্ছিষ্ট অংশ ফেলে দিতে হয়। জ্বাল দেয়ার বিভিন্ন কায়দায় রয়েছে তাদের জ্বাল দেয়ার দৃশ্য দেখেই বুঝতে পারলাম। আমার কাছে এই গুড় তৈরি আখের রসের সুগন্ধি খুবই ভালো লাগে। গরম গুড়ের মিঠা মিঠা মুগ্ধ করে।

20220118_131029-01.jpeg

IMG_20220117_114319-01.jpeg


Device : A20s
গুড় নামানোর পর
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..


এভাবেই অনেক প্রক্রিয়ার মাধ্যমে তারা আখের রস থেকে তৈরি করে। আমার কাছে গরম গরম ও মুড়ি দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। যেটা প্রতিবছরই এই সময়ে খাওয়া হয় ।আখের রস ও গুড় খেতে কি যে সুস্বাদু লাগে না খেলে বোঝা যায় না ।আমি প্রতি বছরই এই সময়ে গরম গরম গুড় ও সকালের মুহূর্তে ঠান্ডা এক গ্লাস আখের রস খেতে খুবই স্বাচ্ছন্দ্যবোধ করি। তারপর গুড় নামিয়ে ফেলা হয় মাটি তৈরি কুলা জাতীয় পাত্রের মধ্যে রেখে দেয়া হয়। এভাবেই তারা একটি দিনে দুবার আখের গুড় তৈরি করার সময় পেয়ে থাকে। গুড়ের কালার দেখে আমার কাছে খুবই ভালো লাগছে । হয়তো আখের রস থেকে গুড় তৈরি দৃশ্য দেখতে অনেকেই পরিচিত। আবার অনেকে নাও দেখতে পারে। সেই অনুভূতি থেকে আপনাদের সাথে শেয়ার করলাম।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গ্রাম বাংলার প্রচলিত উপায়ে আখ থেকে গুর বানানর ধাপ।এগুলো এখন বিলুপ্ত প্রায় আপনি বেশ গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো

ধন্যবাদ আপনাকে ভাই।

ভাইয়া খুব সুন্দর একটি পোস্ট করেছেন। আখের রস থেকে যে গুড় এভাবে তৈরি করা হয় আগে জানতাম নাহ। আজকে আখের রস থেকে গুড় তৈরি প্রক্রিয়াটি দেখে খুবেই ভালো লাগলো। আখের রসের গুড় খাইতে আমার বেশ ভালো লাগে। ভাইয়া আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

এভাবেই আখের রস থেকে গুড় তৈরির কাজ সম্পন্ন করে ধন্যবাদ।

আপনি খুব সুন্দর একটি পোস্ট করেছেন অনেক কিছু জানতে পারলাম এই পোস্ট থেকে আখের রস থেকে কিভাবে গুড় তৈরি করা হয় তার পুরো প্রক্রিয়া আপনি সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমি আগে কখনো এই প্রক্রিয়া দেখিনি তবে খুব দেখতে ইচ্ছা করছিলো আপনি দেখাইলেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এতো সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপু।

খেজুরের রস দিয়ে গুড় তৈরি করতে দেখেছি কিন্তু আখের রস দিয়ে কখনো তৈরি করতে দেখিনি। আপনি একেবারে ক্ষেত থেকে আখ তোলা থেকে শুরু করে প্রতিটি স্টেপ খুব সুন্দরভাবে দেখিয়েছেন ।ভালো লাগলো দেখে।

দেখার জন্য ধন্যবাদ আপু।

এটা খুবই চমৎকার প্রক্রিয়া ভাই। আমিও বেশ কয়েকদিন আগে এই বিষয় সর্ম্পকে একটা পোস্ট করেছিলাম।

আসলেই গ্রামে না বেড়াতে গেলে এসকল অসাধারণ দৃশ্য গুলো দেখা যায় না। পুরো পর্যায়গুলো এবং আখ থেকে গুড় তৈরি করার প্রতিটি পর্যায়ে অসাধারণ ভাবে তুলে ধরেছেন।

আন্তরিক ধন্যবাদ সময় দিয়ে শেয়ার করার জন্য

গ্রাম্য পরিবেশের এসব দেখতে ও খেতে খুবই ভালো লাগে ধন্যবাদ।

এটা অনেক সুস্বাদু একটা জিনিস। চাইলে আপনিও পেতে পারেন। সময় স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করা হয়।

একসময় আমাদের এলাকায় প্রচুর আখের চাষ হতো। তখন দেখেছি আখ থেকে গুর বানানোর প্রক্রিয়া কিন্তু এখন কেন যেন আর কেউই আখচাষ করে না। আপনার পোস্টটি দেখে পুরনো দিনের কথা মনে পড়ে গেল। সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

বর্তমান আখ চাষের পরিমাণ কমে গিয়েছে ধন্যবাদ আপু।

আখের রস থেকে গুড় তৈরির প্রক্রিয়াটি জাষ্ট ওয়াও। আখের রস খেতে আমার খুব ভালো লাগে তবে বাসি পেটে গেলে অনেক উপকারিতা পাওয়া যায় আখের রসে আখের গুড় তৈরিতে দেখতে খুব সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে গরম গরম গুড় খেয়ে ফেলি ধন্যবাদ আপনাকে ইউনিট একটি পোস্ট শেয়ার করার জন্য

ধন্যবাদ আপনাকে ভাই।

আমি খেজুরের রস দিয়ে গুড় তৈরি করতে দেখেছি, কিন্তু আখের রস দিয়ে কখনো তৈরি করতে দেখিনি। আপনার মাধ্যমে তা দেখার সুযোগ হলো। আপনি একেবারে ক্ষেত থেকে আখ তোলা থেকে শুরু করে প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে দেখিয়েছেন যা আমার কাছে খুবই ভালো লাগলো দেখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ।

আখের রস থেকে গুড় তৈরির পদ্ধতি আমি আগেই দেখেছিলাম ছোট বেলায়।খুব ভালো আপনার পোস্টটি দেখে। খুব সুন্দর করে বর্ণনা করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাই।

অসাধারন একটি পোস্ট তৈরী করেছেন।আমি এই প্রথমবার দেখলাম কিভাবে আখের গুড় তৈরি করে। এই মুহূর্তটা দেখার খুবই ইচ্ছা ছিল। আপনার পোস্টের মাধ্যমে দেখার সৌভাগ্য হল। অসাধারণ অসাধারণ লেগেছে আমার কাছে।আর আখের গুড় খেতেও খুব ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

প্রথমবার দেখার জন্য ধন্যবাদ আপু।

বাহ দারুন একটি যিনি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে। আখের রস থেকে দূর করার প্রক্রিয়া এর আগে আমি কখনও দেখিনি এই প্রথম দেখার সৌভাগ্য হলো। ধন্যবাদ আপনাকে পুরো প্রক্রিয়াটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।

আপনাকে ধন্যবাদ ভাই দেখার জন্য।