🌷আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-১০|| শীতের বিকেলে কাটানো দৃশ্য পটভূমি (১০%লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • শীতের বিকেলে কাটানো দৃশ্য পটভূমি
  • 26, নভেম্বর ,২০২১
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব দশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।


ফটোগ্রাফি আমার শখ আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। প্রতিদিন বিকেলে বাজারে বেশি সময় কাটানো হয়। আজকের বিকেল মুহূর্তটা মাঠে কাটানোর ইচ্ছে পোষণ হলো।বাড়ির পাশে শাখা নদী আছে সেখানে বর্ষাকালীন সময়ে প্রচুড় পানি হয়।এখন শীতের মৌসুম বর্ষার সময় শেষ হয়ে গিয়েছে তাই হেঁটে মাঠে যাওয়া যায়। একা একা ঘুরতে ভালো লাগে না তাই এলাকার ছোট ভাইকে নিয়ে মাঠের উদ্দেশ্য রওনা দিয়েছি।পরিকল্পনা ছিল মাঠের সুন্দর মুহূর্তের কিছু ফটোগ্রাফি করবো।সেই লক্ষ্য নিয়ে মাঠের দিকে রওনা হই। এখন মূল লক্ষ্যের দিকে যাওয়া যাক।


#১

IMG_20211126_160255-01.jpeg

IMG_20211126_160311-01.jpeg


কচুরি ফুল
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


  • মাঠে যেতেই শাখা নদী হেঁটে পার হতে হবে। যেটা বর্ষার মৌসুম শেষে একদম শুকিয়ে যায়। শাখা নদী পার হওয়ার মুহুর্তে ঝর্ণা বহমান পানির উপর কচুরিপানার ফুল ফুটেছে।কচুরিপানার ফুল গুলো শুকিয়ে যাওয়া নদীর সৌন্দর্য বৃদ্ধি করেছে। যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। সেগুলো ফটোবন্দি করে শেয়ার করার চেষ্টা করলাম।

#২

IMG_20211126_161000-01.jpeg

IMG_20211126_161018-01.jpeg


সরিষা ফুল
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


  • শীতকালীন মৌসুমের অন্যতম প্রধান ক্ষেত হলো সরিষা।এটি অল্প সময়ে চাষাবাদ করে অধিক লাভবান হওয়া যায়। এর সৌন্দর্যতা প্রতিটি মানুষের মুগ্ধ করে। মৌমাছি সরিষা ফুল থেকে প্রচুড় মধু সংগ্রহ করে। অন্যান্য সময়ের থেকে সরিষা ফুলের মধু বেশি ভালো লাগে। নদী পার হয়ে সরিষা ক্ষেত চোখে পড়ে তার সৌন্দর্য উপভোগ করছিলাম। মাঠের চারিদিকে সরিষা ক্ষেত থাকেলও সেগুলো এখনো বড় হয়নি।তাই পুরো মাঠের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারলাম নাহ।

#৩

IMG_20211126_163545-01.jpeg

IMG_20211126_164400-01.jpeg


শাখা নদীর পানি বিলীন হওয়ার পথে
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


  • এটি শাখা নদীর মাঝের অংশ। এখানে বর্ষাকালীন সময়ে প্রচুড় পানি থাকে সেই সময় চারিদিকে পানি ছাড়া আর কিছু চোখে পড়ে নাহ।এখন উচু স্থান থেকে পানি নিচু দিকে বহমান রয়েছে। জেলেরা জাল পোকড়া ঘিরে মাছ ধরছে।নদীর কুলের মানুষের বর্ষার সময় যাতায়াত এর প্রধান মাধ্যম নৌকা। এখন পানি শুকিয়ে যাওয়ায় সব নৌকা একসাথে জমায়েত রয়েছে।

#৪

IMG_20211126_162639-01.jpeg

IMG_20211126_162725-01.jpeg


সূর্যাস্তের মুহুর্ত
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


  • সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। এই দুই মুহুর্তে ভিন্ন ভাবে রুপ নেয়। যেটা উপভোগ করতে প্রকৃতিপ্রেমীরা অপেক্ষায় থাকে। সূর্যাস্ত এর সময় সূর্য লালচে বর্ণ ধারণ করে। সূর্যের তাপমাত্রা খুব কম থাকে সেজন্যই সৌন্দর্যতা ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। আমার সাথে যাওয়া ছোট ভাইয়ের সূর্যের মধ্যে মাথার উজ্জ্বলতা বৃদ্ধি করেছি।

#৫

IMG_20211126_163136-01.jpeg

IMG_20211126_163138-01.jpeg


দিনমজুর মানুষের ঘরে ফেরা
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


  • সমাজে বিভিন্ন শ্রমজীবী মানুষের বসবাস। তাদের মধ্যে এক শ্রেণীর শ্রমজীবী মানুষ দিন আনে দিন খায়।কঠোর পরিশ্রম করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে।সকাল ভোরে কাজে বের হয় আর সূর্যাস্তের সময় বাড়ি ফেরে।এভাবেই তারা জীবন সংগ্রাম চালিয়ে যায়। তাদের কথা ভাবতে ভাবতে আমিও বাড়ির উদ্দেশ্য রওনা হই।আজ বিকেলে খোলা মেলা আকাশের নিচে সুন্দর মুহূর্ত উপভোগ করেছি।আশাকরি আমার কাটানো মুহূর্ত এর সৌন্দর্য আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



logo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রতিটা ফটোগ্রাফি খুবি সুন্দর লাগছে। আপনার কচুরি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি খুবই সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ হয়েছে। আপনার প্রতি অনেক ভালোবাসা রইলো।

সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ ভাই। 😍😍

বাহ।!!আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।সবগুলোই অনেক সুন্দর হয়েছে কিন্তু তিন নাম্বার ফটোগ্রাফি কি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে।শুভকামনা আপনার জন্য♥♥

আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপু। 😍😍

আমাদের বাংলার বুকে যে অপার সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সৌন্দর্য দেখলে যে কোনো মানুষেরই ফটোগ্রাফি করার ইচ্ছা হবে। এই সৌন্দর্যের কারণে আমরা অনেকে প্রাকৃতিক প্রতি আকুল হয়ে ফটোগ্রাফি তুলে নিজের কাছে রেখে দেই।ভাইয়া, তেমনি আপনি প্রাকৃতিক সৌন্দর্য গুলো আপনার মোবাইলে ফটোগ্রাফি করে রেখেছেন আর আমাদের মাঝে শেয়ার করেছেন। অসাধারন ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো হয়েছে।আপনার ফটোগ্রাফি মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে সর্ষে ফুল গুলো দেখে।আসলে ভাইয়া গ্রামবাংলার এই সৌন্দর্য গুলো এখন আর তেমন দেখা যায়না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া,এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।

ঋতু বৈষম্যের কারণে কিছু ফসল এখন আর চাষাবাদ হয় না। তাই আমরা দেখতে পাই না সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে আপু। 😍😍

অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাই। প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। কচুরিপানার ফুল, সরিষা ক্ষেত নদীর দৃশ্য এবং গোধূলি সন্ধ্যার সৌন্দর্য সবকিছু খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার ফটোগ্রাফিতে। ধন্যবাদ আপনাকে।

সবকিছু খুব সুন্দরভাবে উপভোগ করেছি ধন্যবাদ। 😍😍

ঠিকই বলেছেন ভাই শীতের বিকেল বেলা একটু মাঠে-ঘাটে হাঁটতে মনে হয় ভালই লাগে। আমরা যখন ছোট বেলায় আমাদের গ্রামের বাড়িতে যেতাম তখন এই দৃশ্যগুলো খুব উপভোগ করতাম। কচুরিপানা ফুল গুলো আমার কাছে চমৎকার লাগে আপনি খুব সুন্দর ভাবে ফুলগুলোর ছবিটা তুলেছে অসম্ভব সুন্দর লাগছে। আর সরিষা ক্ষেতের কথা কি আর বলব দূর থেকে আমার কাছে দেখতে এতো ভালো লাগে।আমরা তো শরিষা ফুল দেখলেই ক্ষেতের ভিতর চলে যেতাম ছবি তোলার জন্য।আপনার প্রত্যেকটি ছবি অনেক সুন্দর হয়েছে।

সরিষা ফুলের সৌন্দর্য প্রতিটি মানুষকে মুগ্ধ করে। সুমতামতের জন্য ধন্যবাদ আপু। ❤️

প্রতিটা ফটোগ্রাফি ছিল খুবই সুন্দর আপনার আহতে যাদু আছে বলতে হবে।আমার কাছে খুবই ভাল লেগেছে আর খুব গুছিয়ে উপস্থাপন করেছেন।।শুভ কামনা

সুগঠিত মতামত এর জন্য ধন্যবাদ ভাই। 😍😍

ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। বেশ ভালো ফটোগ্রাফি করেন আপনি ভাই। আমার কাছে সরিষা খেতের ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ভালো ছিল পোস্ট টা।

26 নভেম্বর ২০২১

এটাতে আপনি বাংলা ইংরেজি এর মধ্যে গুলিয়ে ফেলেছেন। যেকোনো এক ভাষায় লিখলে আমার মনে হয় ভালো হতো।

কিছু মনে করবেন না ভাই।।

এটা মিস্টেক ছিল ধন্যবাদ। 😍

🙂🙂🙂

শীতকালে প্রকৃতির আলাদা একটা সৌন্দর্য থাকে যা আপনি খুব সুন্দরভাবে ক্যামেরাবন্দী করেছে।আপনার সবগুলো ছবিই চমৎকার ছিল
এবং তারসাথে বর্ণনার জন্য পোস্টটি আরো দারুণ লাগছে।

আপনি অনেক সুন্দর মন্তব্য করেছেন ধন্যবাদ। 😍😍

ওয়াও দারুন ছিলো ভাই। এমন অপরুপ দৃশ্য বহুদিন পর দেখলাম। সরিষার ক্ষেত, নদী,গোধুলী। সব মিলিয়ে অতীতের দিনগুলো ভাবছি। আহ কি সুখের সোনালি দিন ছিল সেই গ্রামে কাটান সময়গুলো। অসংখ্য ধন্যবাদ ভাই এমন সুন্দর কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য।

ভাইয়া প্রতিটি ছবি কথা বলে আমার কাছে সরিষা ফুলের ছবিগুলা মারাত্নক লেগেছে ভাইয়া, এই রকম ফটোগ্রাফি পোস্ট আরো দেখতে চাই ভাই💓💓💓

চেষ্টা ভালো ফটোগ্রাফি করার ধন্যবাদ। 😍😍