বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ পর্ব-২ //by ripon40

in hive-129948 •  4 months ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ
  • ২৩, আগস্ট ,২০২৪
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1724419005490.jpg

তাহলে চলুন গল্পটি শুরু করি


গত পরশুদিন দারুন একটি মুহূর্ত কাটিয়েছিলাম। যেটা উপভোগ করার জন্য প্রতিবছর অপেক্ষায় থাকি। আসলে বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো সব সময় অনেক সুন্দর হয়। যেখানেই যায় না কেন তাদের সাথে বিভিন্ন ভাবে আড্ডা দেওয়ার মাধ্যমে সুন্দর মুহূর্ত কাটাই। স্কুল লাইফ থেকে তাদের সাথে এভাবে সুন্দর মুহূর্ত উপভোগ করে চলেছি ।সময় যত যাচ্ছে বন্ধুদের সাথে এভাবে কাটানো মুহূর্তগুলো যেন হারিয়ে যাচ্ছে। জীবনের সোনালী মুহূর্ত গুলো এভাবে হারিয়ে যাবে কখনো ভাবি নি জীবনটাই এরকম ছোট্ট থেকে শুরু করে জীবনের বিভিন্ন মুহূর্তগুলো সাক্ষী হয়ে থাকবে। সময়টি এখন বর্ষাকাল নদীতে পানি ভরপুর। বিকেল হলেই নদীর পাড়ে গিয়ে দারুন সময় কাটানো হয়। কিন্তু নৌকায় করে এভাবে এই বছর তেমন ঘুরাঘুরি করা হয়নি গতবছর অনেক ঘুরাঘুরি করেছিলাম। নৌকায় এবার প্রথম বন্ধুদের সাথেই নৌকায় ঘোরাঘুরি।

IMG_20240816_164053-01.jpeg

IMG_20240816_164058-01.jpeg

IMG_20240816_164633-01.jpeg

IMG_20240816_164746-01.jpeg

IMG_20240816_164748-01.jpeg


Device : Redmi Note 11
নদীর অপরূপ সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



**বর্ষাকাল আসলেই নতুন এক সৌন্দর্য দেখতে পাই। চারিদিকে সবুজ শ্যামল পরিবেশ আকাশের সৌন্দর্য নদীতে পানি থৈ থৈ করছে এরকম সৌন্দর্য যেটা এই সময়ের অনেক বড় একটি প্রাপ্তি। প্রতিবছর এই সময় আমাদের স্কুল বন্ধুদের গ্রুপে নৌকায় ঘুরাঘুরি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হ ই। একটি সুন্দর দিন ঠিক করে ঘুরতে যাই । বর্তমান সবাই অনেক ব্যস্ত অনেকের সময় দেওয়ার মতো সুযোগ থাকে না। এই ব্যস্ততার কারণে চাইলে সবাই একত্রিত হতে পারি না। এর আগের পোস্টে নৌকায় ঘোরাঘুরির দারুন কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মুহূর্ত কখনোই ভুলবার নয়। আবার দ্বিতীয় পর্বে আরো কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করার চেষ্টা করছি।

IMG_20240816_164926-01.jpeg

IMG_20240816_165702-01.jpeg

IMG_20240816_180119-01.jpeg

IMG_20240816_180918-01.jpeg


Device : Redmi Note 11
বন্ধুদের সাথে ক্যামেরাবন্দি হলাম
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা নৌকায় ঘোরাঘুরি করার মাধ্যমে দারুন কিছু মুহূর্ত উপভোগ করে থাকি। গত বছর বন্ধুদের সাথে ঘুরাঘুরি করার মাধ্যমে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই দৌড় প্রতিযোগিতায় বন্ধু আক্তার ফার্স্ট হয়েছিল আমি সেকেন্ড হয়েছিলাম । এবার পানি বেশি হওয়ায় সেই রকম পরিবেশ ছিল না বিধায় আমরা সাথে ফুটবল নিয়ে গিয়েছিলাম। মাঠের কোন উঁচু জায়গায় যেখানে ফাঁকা স্থান সবাই মিলে ফুটবল খেলার মাধ্যমে দারুন সময় পার করবো। মাঠের ওই দিকে গিয়ে দেখি কোথাও সেরকম পরিবেশ নেই। সেখানকার কিছু মানুষের সাথে দেখা হল তারা বলল সামনে উঁচু জায়গা রয়েছে কিন্তু হাঁটু সমান পানি আছে সেটা পার দিয়ে যেতে হবে। আমরা তবুও যাওয়ার চেষ্টা করলাম। অনেকদিন পর বন্ধুরা একত্রিত হয়েছি ফুটবল খেলার মাধ্যমে অনেক সুন্দর মুহূর্ত কাটবে। আমাদের মধ্যে কয়েকজন ভালই ফুটবল খেলতো স্কুল লাইফে। এখন তারা একদমই ভালো ফুটবল খেলতে পারে না কারণ খেলাধুলার ধারাবাহিকতা ধরে না রাখলে নষ্ট হয়ে যায়।

IMG_20240816_182510-01.jpeg

IMG_20240816_182551-01.jpeg

IMG_20240816_182635-01.jpeg

IMG_20240816_182642-01.jpeg


Device : Redmi Note 11
বন্ধুদের আনন্দ উল্লাস
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সেখানে আধা ঘন্টা আমরা ফুটবল খেলেছিলাম। সামান্য দৌড়াদৌড়ি করার মাধ্যমে সবাই ক্লান্ত হয়ে পড়ি। কেউ আর ফুটবল নিয়ে দৌড়ানোর মত পরিবেশ ছিল না। তখন আমরা খেলা বাদ দিয়ে আবার নৌকায় উঠে পড়ি। বাহাদুরপুর হেনা পার্কের সামনে ঘাট বাধা আছে সেখানে গিয়ে সবাই গোসল করব। আমার আবার নদীতে গোসল করা নিষেধ। ঠান্ডা জনিত সমস্যার কারণে সব সময় সাবধানতা অবলম্বন করে চলি। তারা নদীতে গোসল করছিল আর আমার দায়িত্ব ফটোগ্রাফি করার। এগুলো সব সময় স্মৃতি হয়ে থাকবে। সেজন্যই সবাই গোসল করার মাধ্যমে অনেক আনন্দ উল্লাস করছিল। বিকেল মুহূর্তে সেখানে প্রচুর মানুষ সমাগম হয় তারা আমাদের সুন্দর মুহূর্ত দেখে অনেক হাসাহাসি করছিল। বন্ধু রাজু সে আমাকে নদীর পানিতে গোসল করানোর খুব চেষ্টা চালিয়ে যাচ্ছিল ।আমি তাকে অনুরোধ করেছিলাম যে আমার সমস্যা কিন্তু নাচের বান্দা কোন ভাবেই মেনে নিতে রাজি নয় । আমাকে গোসল করানোর প্ল্যানটা জসিম সাজিয়েছিল। আমার কাছ থেকে মোবাইলটা জসিম নিয়ে সেই সময় রাজু আমাকে জড়িয়ে পানির মধ্যে ফেলে দেয়। এটাই ছিল শেষ মুহূর্তের ঘটনা।অনেকদিন পর বন্ধুদের সাথে দারুন সময় কাটাতে পেরে আনন্দিত ছিলাম। আশা করি আপনাদের কাছে সেই মুহূর্তের দৃশ্য ভালো লাগবে।

পোস্ট বিবরণ

শ্রেণীবন্ধুদের সাথে নৌকা ভ্রমণ
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনKushtia

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

এইটা তো হয় না আমরা সবাই গোসল করব আর তুমি গোসল করবে না। এইজন্য সবাই প্লানিং করে তোমাকে গোসল করানোর ব্যবস্থা করেছিলাম। যাই হোক সুন্দর সময় পার করেছি এমন সময় বারবার ফিরে আসুক।

আপনাদের বন্ধুদের নৌকা ভ্রমণের প্রথম পর্ব টা দেখেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব টা দেখে খুব ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে বেশ এনজয় করেছেন প্রত্যেকটা মুহূর্ত। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন সেখানে। মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনি দেখতেছি বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ করেছেন। স্কুল জীবনের বন্ধুদের সাথে অনেক স্মৃতি নিয়ে জড়িয়ে থাকে। আপনারা নৌকা ভ্রমণ করতে গিয়ে আধাঘন্টা ফুটবল খেলেছেন। আসলে কোন জায়গাতে ভ্রমন করলে তখন মন চায় অনেক খেলাধুলা করতে। সুন্দর করে নৌকা ভ্রমণ দ্বিতীয় পর্বটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

বন্ধুদের সাথে সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ পর্ব-২ দেখে ভীষণ ভালো লাগলো। এধরনের সময় গুলো এক সময় স্মৃতি হয়ে থাকবে। আপনাদের আনন্দ দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে ভাই।

সত্যি কথা বলতে ভাই সবারই একই অবস্থা এখন, বন্ধুবান্ধবদের সবসময় কাছে পাওয়া যায় না। সবাই আসলে যে যার কাজে ব্যস্ত। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে এবং পোস্ট পড়ে যতটা বুঝতে পারলাম যে, আপনারা সত্যিই অনেক সুন্দর সময় কাটিয়েছেন নৌকা ভ্রমন করতে গিয়ে। তাছাড়া সবাই মিলে ফুটবল খেলার যে ব্যাপারটা, সেটা দারুন ছিল।