বন্ধুদের সাথে ঈদ উদযাপন || @shy-fox 10% beneficiary

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • বন্ধুদের সাথে ঈদ উদযাপন
  • ১৫, জুলাই ,২০২২
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি বন্ধুদের সাথে ঈদ উদযাপন গল্প শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



GridArt_20220715_120818388.jpg


Device : A20s
বন্ধুদের সাথে ঈদ উদযাপন
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্ধুদের সাথে দারুন মুহুর্ত অতিবাহিত করেছিলাম। যেটা সত্যি উপভোগ্য ছিল। বন্ধুদের সাথে অনেকদিন পর এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে কে না পছন্দ করে। এরা সবাই আমার স্কুল ফ্রেন্ড তাদের সাথে আমার স্কুল জীবনের মধুর সম্পর্কের সৃষ্টি হয়। বর্তমানে সবাই বিভিন্ন জায়গায় লেখাপড়া করে সেজন্য একত্রিত হওয়া সম্ভব হয় না। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি।

20220711_152539-01.jpeg

20220711_152508-01.jpeg


Device : A20s
বন্ধুদের সাথে সেলফি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সকল বন্ধু একত্রিত হওয়ার বড় একটি কারণ হচ্ছে, আমার এক স্কুল ফ্রেন্ড অনেক আগেই প্রেম করে বিয়ে করেছিল । তার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমাদেরকে দাওয়াত দিয়েছিল। সেজন্যই আমরা সবাই একত্রিত হতে পেরেছি হয়তো ঈদের সময় সবাই ব্যস্ত থাকে। সবারই কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে। যাইহোক, আমরা অনেক আগে সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের বাড়িতে খাওয়া-দাওয়া শেষে আমরা সবাই একত্রিত হয়ে কোথাও ঘুরতে যাব। সবাই সম্মত পোষণ করে ঈদের পরের দিন সবাই দাওয়াত খেয়ে একত্রিত হই। খুবই মজা আড্ডা বিভিন্ন বিনোদনে সম্পৃক্ত হই। আসলেই বন্ধুদের সাথে স্বাধীনভাবে কথাবার্তা এবং ঘোরাফেরা করা যায় অন্য কারো সাথে তেমন একটা হয় না।

20220711_152717-01.jpeg

20220711_164225-01.jpeg


Device : A20s
বন্ধুদের সাথে ক্যামেরাবন্দি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



স্কুল বন্ধুদের সাথে একত্রিত হতে পেরে খুবই ভালো লাগছিল ।অনেকদিন পর অনেকের সাথে দেখা হয়েছে যেটা সত্যিই ঈদের অন্যতম একটি আনন্দঘন মুহূর্ত। যাইহোক, সবাই মজা করার জন্য আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম কোথাও ঘুরতে যেতে হবে। সেজন্য আমরা একটি সুন্দর স্থানের জন্য সবাইকে বলতে থাকি কোথায় যাওয়া যায়। তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম নদীর ধারে ঘুরতে যাব। সেখানে সুন্দর পরিবেশ এবং অনেক মানুষ এখানে ঘুরতে আসে সেখানে আমি প্রায়ই যেতাম। বিকেল মুহূর্তে সেখানে যেতে খুবই ভালো লাগতো কিন্তু দুপুর টাইমে বন্ধুদের সাথে একটি নদীর পাড়ে গিয়েছিলাম যেটা পদ্মা নদীর শাখা নদী সেখানে প্রচুর পর্যটক আসে ঘুরতে। তাদের সুন্দর মুহূর্ত অতিবাহিত করে থাকে ।সত্যিই এই সুন্দর জায়গায় সুন্দর মুহূর্ত অতিবাহিত করতে কেনা পছন্দ করে।

20220711_164640-01.jpeg

20220711_164920-01.jpeg


Device : A20s
নদীর তীরে গিয়ে কাটানো সুন্দর মুহূর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাদের সাথে এতদিন পর দেখা ক্যামেরা বন্দি তো হতেই হবে ।সবাই সম্মিলিতভাবে ছবি তুলে নিয়েছি। সবাই একই ড্রেস পাঞ্জাবি পরে এসেছিলাম কিন্তু দুজন ভিন্নভাবে টি শার্ট পড়ে এসেছিল। যাইহোক, সবাইকে একসাথে এভাবে দেখতে পেলে খুবই ভালো লাগছে কারণ আবার কবে এভাবে একত্রিত হতে পারব জানিনা। তারপরে নদীর ধারে গিয়ে আমরা কিছু সেলফি নিয়ে নদীর দৃশ্যভূমি কিছু সময় আড্ডা দিয়ে আড্ডা দেওয়ার পর আমি সবার সাথে সম্মিলিতভাবে ছবি তোলার চেষ্টা করি। সবাই ছবি তুলে নদীর ধারে সুন্দর মুহূর্ত অতিবাহিত করার পাশাপাশি অনেক লোকের সমাগম হয়েছে খুবই ভালো লাগছিল। ঈদুল আযহা উপলক্ষে সবাই একত্রিত হতে পেরে খুবই আনন্দবোধ করেছি। আসলেই বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো সেরা মুহূর্ত হয়ে থাকে। যেটা ঈদুল আযহা উপলক্ষে আমার সেরা মুহূর্ত। আশা করি আপনাদের কাছে আমার কাটানো মুহূর্তটি ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

সাপোর্ট দিয়ে চলেছেন যেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া এভাবে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন সেটা কামনা করি ভালো লাগে।

এমন একটা সময় হয়তো আমার জীবনেও আসবে যখন বছরে দুই ঈদ ছাড়া আর সব বন্ধু একএিত হতে পারব না। বন্ধুদের সঙ্গে ঈদটা দারুণ উৎযাপন করেছেন ভাই। আপনার বন্ধুত্ব অটুট থাকুক সারাজীবন।।

হ্যাঁ এক সময়ে আসবে সে সময় বন্ধুত্বের বন্ধন কি জিনিস সেটা বুঝতে পারবে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার এই পোস্ট দেখে বোঝা যাচ্ছে বন্ধুদের সঙ্গে অনেক চমৎকার ভাবে আপনি ঈদ উদযাপন করেছেন সেই সাথে কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে খুবই ভালো লাগলো। নদীর পাড়ের সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

হ্যাঁ আপনি ঠিকই দেখেছেন বন্ধুদের সাথে সুন্দর মুহূর্ত পাঠিয়েছি যেটা কাটাতে খুবই পছন্দ করি ধন্যবাদ।

বন্ধুদের সাথে সময় কাটানো আসলে অনেক মজার, আর সেটি ঈদের সময় হলে তো কথাই নেই। জমজমাট একটি সময় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য।

অনেকদিন পর বন্ধুদের সাথে ঈদের সময়েত করতে পেরে খুবই আনন্দবোধ করেছি সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

বন্ধুবান্ধবদের সঙ্গ ফেলে এরকম আনন্দ হওয়ারই কথা। ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।

অনেক ভালো লাগলো আপনার ঈদ উদ্যাপন এর পোষ্ট পড়ে, এরকম দাওয়াত পরলে আসলেই সবাই একজায়গায় হওয়া যায়। এতে আনন্দ বেরে যায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে

ঈদ মানেই আনন্দ ঈদ মানে খুশি তাই বন্ধুদের সাথে দারুন করেছিলাম সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আসলেই জীবনের শ্রেষ্ঠ সময় কাটে যখন স্কুল লাইফের বন্ধু গুলো সবাই একসাথে হওয়া যায় তখন। ঈদ উপলক্ষে বন্ধুদের সাথে একসাথে ঘুরাঘুরি করার পাশাপাশি খাওয়া-দাওয়া করে বেশ ভালোই ঈদের মুহূর্ত গুলো পার করেছেন। আপনার কাটানো সব সুন্দর মুহূর্ত গুলো তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ইস্কুল বন্ধু লাইফের বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো সেরা মুহূর্ত হয়ে থাকে।

আসলে ভাই স্কুল জীবনের বন্ধুরাই হচ্ছে প্রকৃত বন্ধু ।সুখে-দুখে সব সময় এরা পাশে থাকে ঈদ উপলক্ষে আপনি তাদের সাথে এক জায়গায় একত্রিত হয়েছেন। মুহূর্তগুলো অনেক সুন্দর লাগছে ।ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ইস্কুল জীবনের বন্ধুরাই প্রকৃত বন্ধু যাদের সাথে দারুন অতিবাহিত করতে পেরে খুবই আনন্দঘন করলাম।