আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- চাম্পিয়ানস লীগ ম্যানসিটির বেঁচে ফেরা
- ৩০, জানুয়ারি ,২০২৫
- বৃহস্পতিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবিঃ Kirar tv থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
ম্যাচের পরিসংখ্যান:
ম্যানসিটি | ক্লাব ব্রুজ |
---|---|
মোট শট-১৭ | মোট শট-১২। |
টার্গেটের শট-০৬ | টার্গেটের শট-০৫। |
দৈর্ঘ্য | ৯০ মিনিট । |
বল পজিশন -৭৪% | বল পজিশন -২৬% |
পাস করে -৮১৫ | পাস করে -২৯২ |
পাস নির্ভুলতা-৯৫% | পাস নির্ভুলতা-৮৫% |
ফাউল-০২ | ফাউল-০৩ |
---|---|
হলুদ কার্ড- ০০ | হলুদ কার্ড - ০০ |
রেড কার্ড- ০০ | রেড কার্ড-০১ |
অফসাইডস-০১ | অফসাইডস-০১ |
কোণ-০২ | কোণ- ০৫ |
সময়কাল রাত ২.০০ টায় | ৩০.০১.২০২৫ইং |
ফলাফল : | ম্যানসিটি-০৩ ব্রুজ-০১ |
ম্যাচের সারসংক্ষেপ
আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।
দীর্ঘদিন ক্লাব ফুটবল বিরতি শেষে আবার খেলা শুরু হতে চলেছে। এই সময় ক্লাবের ফুটবল খেলা বিরতি থাকে দলের খেলা শুরু হয়ে যায়। কোপা আমেরিকা ইউরো কাপ আরো অন্যান্য উপমহাদেশীয় খেলা হয়ে থাকে। যে খেলা গুলো আমরা সবাই উপভোগ করেছি বিশেষ করে ইউরো কাপ এবং কোপা আমেরিকা এই দুটো আসর দর্শকের কাছে সবচেয়ে আকর্ষণীয় হয়ে থাকে। এবার ইউরো কাপ সবচেয়ে বেশি উপভোগ করেছি কারণ ইউরোপ প্রতিটা দল খুবই শক্তিশালী কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় সেজন্য খেলা দেখে অনেক মজা হয়। কোপা আমেরিকা অনেকগুলো ভালো দল রয়েছে কিন্তু ইউরোর দল থেকে তুলনামূলকভাবে কম শক্তিশালী।
আজকে আপনাদের সাথে আবার চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ রিভিউ নিয়ে চলে আসলাম। আসলে যারা অনেকদিন যাবত ক্লাবের খেলা গুলো দেখেন না বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ বর্তমান তারা যদি খেলা দেখে অনেক ভিন্নতা উপলক্ষিত হবে। বিশেষ করে সিস্টেম একদমই চেঞ্জ করে ফেলা হয়েছে। যেটা বুঝতে অনেক সময় লাগে আমি প্রথমে ভালোভাবে বুঝতে পারছিলাম না। লীগের খেলার মাঝে কিছুদিন বিরতি গিয়েছে জাতীয় দলের খেলা যেগুলো দেখেছি আবার চ্যাম্পিয়নস লিগ শুরু হয়ে গেছে। পয়েন্ট টেবিলের খেলা এর আগের দিন অনেকগুলো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল যেখানে বড় দলগুলোর পারফরমেন্স ভালোই ছিল। গতকাল রাতে রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুলের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়।
আবারো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুমের খেলা শুরু হয়ে গেল। বিগত চ্যাম্পিয়ন্স লিগে দেখতাম গ্রুপ পর্বের মাধ্যমে খেলা গুলো শুরু হতো। এবার ভিন্ন ধরনের তালিকাভিত্তিক খেলা শুরু হয়েছে। আপনি যদি সেটা ভালোভাবে না বুঝে থাকেন কিভাবে দলগুলোকে সাজানো হয়েছে। যেটা আমার কাছে অনেক কঠিন লেগেছিল বুঝতে কারণ এই ধরনের প্লানিং ফুটবল হয়তো অনেকেরই পছন্দ হবে না। যেটা আমার কাছে অনেক পছন্দ হয়নি । শুধু আমার কাছে নয় অনেক ফুটবলার যারা চ্যাম্পিয়নস লিগে খেলছে তাদেরও পছন্দ হয়নি। এই নিয়ম ফুটবলের ইতিহাসে অনেক ধরনের নিয়ম যুগের পরিবর্তনের মাধ্যমে দেখতে পেয়েছি। এবার আসলেই অনেকটা ভিন্ন প্লানে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে চলেছে।
যাইহোক, এবার খেলার কথায় ফিরে আসি গতকাল রাত দুইটায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। এবার চ্যাম্পিয়ন্স লিগের নিয়ম পুরোপুরি আলাদা। নতুন নিয়মের অনেকগুলো বড় দল বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। যেমন ম্যানসিটি পিএসজি বায়ান মিউনিখ তারা পয়েন্ট তালিকায় অনেক পিছিয়ে রয়েছে ।গতকাল রাতে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই বছর এমনিতেই ম্যানসিটির পারফরম্যান্স খুবই বাজে লীগের পারফরমেন্সে চতুর্থ নাম্বারে রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগের টেবিলে তারা ২৫ নাম্বারে ছিল যেখানে ৮ দল সরাসরি খেলতে পারবে বাকি ১৬ দল প্লে অফ খেলে যেতে পারবে। সেজন্য গত কালকের ম্যাচ ম্যানসিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।
যদিও দুর্বল প্রতিপক্ষের সাথে খেলা ছিল তবুও ম্যানসিটির জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটি জিততে না পারলে চ্যাম্পিয়ন্স লীগের পয়েন্ট তালিকা থেকেই তাদের বিদায় নিতে হবে খেলার শুরুতে ম্যানসিটি আক্রমণের তো ফুটবল খেলা শুরু করে আমি আশা করেছিলাম এই ম্যাচটি খুব সহজেই ম্যানসিটি জিতে যাবে কিন্তু তাদের মধ্যে সেই আগের গোল করার অনীহা নেই। ক্লাব বুরুজ তারা অসাধারণ ফুটবল খেলে প্রথমার্ধের খেলা শেষের দিকে ৪৫ মিনিটের মাথায় ম্যান সিটি এক শূন্য গোলে পিছিয়ে পড়ে। তখন বুঝে ফেলেছিলাম এই ম্যাচটি ম্যানসিটির জেতা খুবই কঠিন হবে। নির্দিষ্ট টাইমের বিরতি শেষে আবার খেলা শুরু হয়।
ম্যানসিটি গোল পরিষদের জন্য মরিয়া হয়েছে দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হওয়ার ৫৩ মিনিটের মাথায় ম্যান সিটি দারুন একটি গোল করে দলকে সমতায় ফেরান। মাটির বদলি প্লেয়ার সাবিনহো নাম্বার সাথে সাথে দলের আক্রমণ বেড়ে যায় তার অ্যাসিস্ট্যান্ট কোবাসিস গোল করে । তখন বুঝিনি ম্যানসিটি আরো গোল করবে। আবারো ম্যান সিটি ৬২ মিনিটের মাথায় গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যায়। সাবিনহো মাঠে নামার পর থেকে আক্রমণ ভাগ শক্তিশালী হয় তখনই ম্যানসিটি ম্যাচটি জিতে নেয়। আবারো ৭৭ মিনিটের মাথায় সাবিনহো আরেকটি গোল করে দলের জয় সুনিশ্চিত করে ফেলে। যেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচটি জেতায় আমি খুশি কারণ বড় দল আগেই বাদ হয়ে গেলে খেলার মজা থাকে না। আশা করি আপনাদের কাছে রিভিউ পড়ে ভালো লাগবে।
ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/mahmudrr_r/status/1885003728723513353?t=5QAJTotze0ba_Dcy-yEC5w&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও কয়েকদিন থেকে শুনতেছি এবার গ্রুপ পর্বের বাছাই এর মধ্যে নতুন রুলস নিয়ে এসেছে। যা চ্যাম্পিয়ন লিগ খেলা অনেক খেলোয়াড়েরই পছন্দ হয়নি। যাই হোক বুরুজ এবং ম্যানসিটির দারুন একটি ম্যাচের রিভিউ করেছেন। যেখানে ম্যানসিটি মরিয়া হয়ে লড়ছিলো। যদিও বা বুরুজ প্রথমেই গোল করে এগিয়েছিলো। কিন্তু ম্যানসিটি পরে সাবিনহোর কৃতিত্বে ২১ গোলে জিতে যায়। আসলেই ম্যানসিটির মত বড় টিম আগে থেকেই বাদ গেলে খেলা দেখার মজাটাই হারিয়ে যেতো। দারুন রিভিউ করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শুরুতেই যখন ম্যানসিটি গোল খেয়ে পিছিয়ে গেল আমি তো ভাবলাম গেল এবার গেল। কিন্তু তারপর যে ক্যামব্যাক টা দিয়েছে সেটা সত্যি দারুণ। তবে ম্যানসিটির খেলা এবার রিয়াল মাদ্রিদের সাথে। কী হবে জানি না তবে দারুণ একটা ম্যাচ হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit