আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- খরস্রোতা পদ্মা নদীর বেহাল দশা
- ১১, মার্চ ,২০২৪
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি খরস্রোতা পদ্মা নদীর বেহাল দশা দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন গল্পটি শুরু করি |
---|
আজ আমি পদ্মা নদীর বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে চাই। আমি আপনাদের সাথে মাঝে মাঝেই পদ্মা নদীর পাড়ে কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করে থাকি । যেটা আমার খুবই প্রিয় জায়গা। সেখানে গেলে আসলেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারলেই মন ভালো হয়ে যায়। বাংলাদেশ নদীমাতৃক দেশ । যে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নদী নালা রয়েছে। একসময় নদী মানুষের জীবন জীবিকা নির্বাহের অনেক বড় একটি জায়গা ছিল। যেটা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গিয়েছে। পদ্মা নদী বাংলাদেশের বৃহত্তম নদী যে নদীর অববাহিকা পুরো বাংলাদেশ জুড়ে। সেই নদী এখন বেহাল দশা। পদ্মা নদীর দিকে তাকালে অতীতের সেই গর্জন নদীর ডাক সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমি নিজ চোখে দেখেছি নদীর ভয়ংকর রূপ যার সাক্ষী আজীবন হয়ে থাকবো। এই পোষ্টের মাধ্যমে সেই সময়ের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
Device : Redmi Note 11
বালুর উপর আমার লেখনি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
আমার বাসা কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী অঞ্চলে। তার পাশেই রাজবাড়ী জেলা। তারই তীর ঘেঁষে চলেছে পদ্মা নদী। সেজন্য পদ্মা নদীর সম্পর্কে জীবনে অনেক কিছুই দেখার অভিজ্ঞতা হয়েছে। আমার মামার বাড়ি রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর গ্রামে আমাদের বাসা থেকে ৬ কিলো দূরে। আমি যখন ছোট্ট সেই সময় দেখেছি পদ্মা নদীর গর্জন কিভাবে নদী ভাঙ্গন হয়ে মানুষের জীবনে ভয়াবহ পরিস্থিতির স্বীকার হয়। পাংশা থানার বাহাদুরপুর গ্রামে জন্ম আবু হেনা সাহেবের যিনি বাংলাদেশের নির্বাচন কমিশনার ছিলেন। আমি যখন মামার বাড়িতে বেড়াতে যেতাম মামাদের বাসা থেকে নদীর দূরত্ব ছিল দেড় কিলো মিটার। কিছু পাকা এবং কাঁচা রাস্তা ছিল সেই সময় নদীতে ভরপুর পানি নদীর এপারে রাজবাড়ী জেলা ওপারে পাবনা এপার থেকে তাকালে ওপার কিছুই দেখা যেত না শুধু কুয়াশাচ্ছন্ন। নদীর যে স্রোত দেখলেই ভয় লাগতো সেই সময় শুরু হয় নদী ভাঙ্গন। আমি দেখতে গেলাম নদী ভাঙ্গনে মানুষের কান্না আহাজারির দৃশ্য । অনেকে বাড়িঘর খুব দ্রুত ভেঙে ফেলছে নদীতে তার পৈত্রিক ভূমি ভেঙে যাচ্ছে বলে এদিকে মহিলারা কান্নাকাটি করছে।
Device : Redmi Note 11
নদীর দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
আবার শুনতে পেলাম নদীর পাড়ের কৃষি জমি যেখানে কৃষকেরা আখ চাষ করেছে সেই চাষাবাদ জমির ফসল নদীতে ভেঙে যাচ্ছে । সেখানে সেই দৃশ্য দেখতে গিয়ে মানুষের আর্তনাদ কতটা কষ্টের সেটা ভালই উপলব্ধি করতে পেরেছিলাম। কোথায় আছে নদীর একুল ভাঙ্গে ওকুল গড়ে। আবার যেখানে আমি দাঁড়িয়ে ছিলাম বাড়ি ঘর ভেঙ্গে নিয়ে যাচ্ছে সেই জায়গায় এসে দেখি সেই জায়গাটি আর নেই ভেঙে নদীতে চলে গিয়েছে। সেই নদী ভাঙ্গনের ফলে সেই অঞ্চলের মানুষ কোথায় ছন্নছাড়া হয়ে গেল। যাদের এখন কোন খোঁজ নেই। যারা একসঙ্গে বসবাস করত তারা এখন বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। মামাদের বাঁশ বাগানে এসে অনেকে অবস্থা নিয়েছিল কারণ তাদের যাওয়ার জায়গা ছিল না। সেই নদী ভাঙতে ভাঙতে আমার নানুর বাড়ির খুব সন্নিকটে চলে এসেছিল। এখন মামাদের বাসা থেকে এক মিনিটের পথ হেঁটে গেলেই নদী। তাহলে বুঝুন পদ্মা নদীর ভয়ংকর রূপটা কেমন ছিল যে নদীর আজ বেহাল দশা। যে জায়গাগুলো ভেঙে গিয়েছিল সেখানে অনেক বড় চড় জেগেছে তার পাশেই ছোট্ট কোল।
Device : Redmi Note 11
বালুর উত্তোলনের পাইপ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
পদ্মা নদীর তীরে গেলেই সেই দিনের স্মৃতিগুলো ভেসে ওঠে ।কি ভয়ঙ্কর রূপের পদ্মা নদী আজ কোন অবস্থায় আছে ।পানি শুকিয়ে পুরো নদীতে বালুরচর লেগেছে। আবু হেনা সাহেবের কারণেই সেই বাহাদুরপুর অঞ্চল নদী ভাঙ্গনের পরে বাঁধ করে দেয়া হয়েছে। ব্লক দিয়ে খুব সুন্দর ভাবে নদীর তীর শক্ত করে বেঁধে দেয়া হয়েছে। গতকাল পদ্মার পাড়ে গিয়ে এই বেহাল অবস্থা দেখে শুধু ভাবছি। সময়ের সাথে সাথে প্রকৃতির এই পরিবর্তন আসলেই আমাদের বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। যেখানে হালকা পানি প্রবাহিত হচ্ছে সেই জায়গাটিতে সরকারি প্রজেক্ট এর মাধ্যমে বালু উত্তোলন করে নদীর গভীরতা বাড়ানো হচ্ছে। যেখানে প্রকৃতি প্রকৃতির নিয়মে চলার কথা। নদী পথ যেটা নিজের গতিতে চলবে কেউ সেটা থামাতে পারেনা কিন্তু পার্শ্ববর্তী দেশে ফারাক্কা বাঁধের কারণে আজকের এই পরিস্থিতি। আমি এবং বড় ভাই সাগর দুজন সেই বিষয়ে অনেক কথা বলছিলাম । এভাবে যদি নদীর সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাহলে একসময় কৃষি জমির উপর বিরুপ প্রভাব পড়বে । অলরেডি অনেক কিছু জমি পানির অভাবে চাষাবাদ করতে পারছে না।
Device : Redmi Note 11
মরুভূমি হয়ে আছে পদ্মা নদী
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
পদ্মা নদীর মাঝ দিয়ে হাল্কা পানি প্রবাহিত হচ্ছে সেখানে ৫ ফুট ৬ ফিট গভীরতা সেই জায়গাগুলো সরকারি প্রজেক্ট তারা বালু কেটে সেখানকার গভীরতা বানানো হচ্ছে। এভাবে কখনো একটি নদীর প্রবাহ চলমান রাখা যায় না। কি আর করার নদীর পানির গতিপথ ঠিক রাখার জন্য এটা করা হচ্ছে । তাও আবার যেখানে বালুর চর জেগেছে সেই জায়গাতেই বালু উত্তোলন করে রাখা হচ্ছে । সে দৃশ্যগুলো দেখে ভাবনার জগতে হারিয়ে গিয়েছিলাম। আমরা দুজন মিলে সেই জায়গাটি পরিদর্শন করলাম। যেখানে বালু উত্তোলন করা হচ্ছে সেই জায়গায় গিয়ে দেখলাম অনেক বড় পাইপ যার মধ্য দিয়ে পানি প্রবাহের মাধ্যমে বালু উঠানো হয়। সেই পাইপের মধ্য দিয়ে একটি চিতল মাছ যেটা উঠে পড়ে নদী থেকে তারা রেখে দিয়েছে। আবার অনেক জায়গা মরা গরুর হাড় পড়ে আছে সেটাও ফটোগ্রাফি করলাম ।আপনাদের সাথে শেয়ার করার জন্য কি দৃশ্য শুধু আমি একা উপভোগ করব কেন আপনারাও যাতে উপভোগ করতে পারেন। আপনাদের সাথেও শেয়ার করে নিলাম।
পোস্ট বিবরণ
শ্রেণী | পদ্মা নদীর দৃশ্য |
---|---|
ডিভাইস | Redmi note 11 |
ফটোগ্রাফার | @ripon40 |
লোকেশন | Kushtia |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
আপনি ঠিকই বলেছেন না পদ্মা নদীর পারে গেলে অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। আসলে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে এই পদ্মা নদীর সাথে। খরশ্রোতা পদ্মা নদীর বেহালদশা আপনি আমাদের মাঝে সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আসলেই একটা সময় ছিল যখন নদী ভাঙ্গনের কবলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতো। এখন নদীতে শুষ্ক মৌসুমে পানি থাকে না বললেই চলে। আপনার মামার বাড়ির নদী ভাঙ্গনের গল্পটি পড়ে বেশ ভালো লাগলো। নদীর এই বেহালদশা তুলে ধরার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পদ্মা নদীর বেহাল দশা নদীতে পানি নেই বালচিকাময় পরিবেশ। সত্যিই যেটা ছোটবেলা এরকম পরিবেশ কখনো দেখিনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ এই নদী ভাঙ্গনের দৃশ্যটা আমিও দেখেছি, নিজের চোখের সামনে হাবাসপুরের একটি প্রাইমারি স্কুল নদীগর্ভে বিলীন হয়ে যেতে দেখেছি। মূলত সেই সময়ে নদীর তীব্র স্রোতের কারণে নদী ভাঙ্গনের সৃষ্টি হতো। এখন নদীর সেই ভয়ংকর রূপ অনেকটাই বদলে গিয়েছে সেই সাথে নদী ভাঙ্গনের পরিমাণ ও কমে গিয়েছে। মূলত দীর্ঘ বালুচরের কারণে নদী ভাঙ্গন থেকে পদ্মা পাড়ের মানুষ মুক্তি পেয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নদী ভাঙ্গনের সেই দৃশ্যগুলো মনে পড়লে এখনো গা শিহরে ওঠে। সেই নদীর এখন বেহাল দশা ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে নদী এরকমই একদিকে ভাঙে আর একদিকে গড়ে।
তবে আমাদের পদ্মার বর্তমানে খুবই বেহাল দশা বর্ষাকালে একটু পানি আসে আর তাছাড়া প্রায় বেশিরভাগ সময়েই চড় লেগে থাকে।
আসলে নদীর অববাহিকা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে যাচ্ছে।
আপনি পদ্মা নদীর পারে দারুন একটি সময় অতিবাহিত করেছেন সেই সাথে ফটোগ্রাফি গুলোতো জাস্ট অসাধারণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পদ্মা নদীর যদি এই অবস্থা হয় তাহলে বাংলাদেশের অন্যান্য শাখা নদী গুলো বিলুপ্ত হয়ে যাবে। যেটা আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট করবে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/mahmudrr_r/status/1767472064259309673?t=DVGYFhHKGVM0NKB2Hwaw9Q&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit