একটু ঘোরাঘুরি (ইউটিউব ভিলেজ) || ( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40 by ripon40

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • একটু ঘোরাঘুরি
  • ০৪, মে ,২০২৩
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটু ঘোরাঘুরি মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1683214923763-01.jpeg


Device : Redmi Note 11
ইউটিউব ভিলেজ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


কিছুদিন আগের ঘটনা বিকেল মুহূর্তে কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে ঘুরাঘুরি করার জন্য। কোথায় যাব সেটা ঠিক করতে পারছিলাম না। আমরা এমনিতেই এলোমেলো ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করি মন যেখানে চায় সেখানে চলে যাই। বিকেল মুহূর্তে গ্রাম্য পরিবেশে ঘোরাঘুরি করার মজাই আলাদা। আমাদের বাসা থেকে ইউটিউব ভিলেজ ৮ কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় সেখানে যাওয়া হয় তাছাড়া ইউটিউব ভিলেজর পাশে কয়েকটি সুন্দর গ্রাম রয়েছে সেখানেও অনেকবার গিয়েছি। যে গ্রামকে কেন্দ্র করে ইউটিউবে ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরা হয়। সেখানে আপনারা অনেকে দেখতে পারেন অসহায় মানুষের তাছাড়া গ্রামের মানুষের মধ্যে খাবার বিলিয়ে দেওয়ার দৃশ্য।

IMG_20230215_170242-01.jpeg

IMG_20230215_170235-01.jpeg

IMG_20230215_170259-01.jpeg

IMG_20230215_170501-01.jpeg


Device : Redmi Note 11
দারুণ একটা মুহুর্ত
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



যিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি অনেক বড় মনের মানুষ। তিনি প্রতি সপ্তাহে একবার এভাবে অসহায় মানুষের খাবার রান্না করে খাওয়ায়ে থাকেন। আমি ইউটিউবে এই দৃশ্যগুলো অনেক দেখেছি কিন্তু কখনো নিজ চোখে দেখা হয়নি। কয়েকজন চাচা রয়েছে তারা অনেক বয়স্ক খুব সুন্দর করে তারা রান্না করে তাদের আঞ্চলিক ভাষায় রান্না করার দৃশ্যগুলো কথোপকথনের মাধ্যমে বলতে থাকে সেগুলো শুনতে আমার খুবই ভালো লাগে। তার মধ্যে একটা কমন ডায়লগ হচ্ছে খাইতে যবর টেস্ট হবিনি ইনশাল্লাহ ।🤩🤩 অনেক ভালো লাগে এই ডায়লগ এই ডায়লগটি শোনার জন্যই আমি ভিডিওগুলো দেখে থাকি। সেদিন আমাদের ইউটিউব ভিলেজে যাওয়ার কোন প্লান ছিল না। সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম ইউটিউব ভিলেজের কাছাকাছি এভাবে রান্না করে গ্রামের মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেছিল। আমরা সেখানে কিছু সময় থেমে দৃশ্যটি উপভোগ করেছি।

IMG_20230215_172738-01.jpeg

IMG_20230215_173001-01.jpeg

IMG_20230215_172202-01.jpeg

IMG_20230215_172206-01.jpeg


Device : Redmi Note 11
ইউটিউব ভিলেজ এর দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



যাইহোক, এই দৃশ্যটি দেখার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। অনেক ভালো লেগেছে ছোট ছোট বাচ্চা ছোট-বড় সবাই সেখানে বসে সেই খাবার উপভোগ করার প্রস্তুতি নিচ্ছে অনেক ভালো লেগেছে। সেখানে কিছু সময় থেকে দেখার পর ভাবলাম যাই এখন youtube ভিলেজের ভেতরে গিয়ে উপভোগ করে আসি। পরিবেশটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে যিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন তিনি তার সুন্দর দৃশ্য প্রতিনিয়ত সুন্দর করার চেষ্টা করছে। সেখানে কৃত্রিমভাবে তৈরি অনেক দৃশ্য রয়েছে যেটা আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। কর্মজীবী মানুষেরা তাদের সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য ফ্রি টাইম এখানে এসে পরিবার নিয়ে বিকেল টাইমে দারুন সময় উপভোগ করে থাকে। সত্যিই গ্রাম্য পরিবেশ এইরকম সুন্দর পরিবেশ করার উদ্যোগটা দারুন ছিল।

IMG_20230215_173149-01.jpeg

IMG_20230215_175058-01.jpeg

IMG_20230215_174856-01.jpeg

IMG_20230215_175013-01.jpeg

IMG_20230215_182418-01.jpeg


Device : Redmi Note 11
গরুর গাড়ি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



টিকেট কাউন্টারে গিয়ে চারটা টিকিট কেটে ভেতরে প্রবেশ করি। যে কোন জায়গায় বারবার গেলে সেই জায়গাটার প্রতি ভালোবাসা টা একটু কমই থাকে। নতুন পরিবেশ সবাই উপভোগ করতে চায় সেজন্য আমার তেমন একটা ভালো লাগছিল না। ভিতরে গিয়ে যেটা দেখার ইচ্ছা ছিল সেটা তো পূরণ হয়েই গেছে, তবুও এক বন্ধু এই প্রথম ভিতরে প্রবেশ করলো তার জন্য ভিতরে প্রবেশ করে পরিবেশটা আবার উপভোগ করি। এক ঘন্টা সময় লেগে যায়। যেগুলো নতুন তৈরি করা হয়েছে সেই জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আমার ছোট্টবেলার বন্ধু সে আবার গরুর গাড়িতে উঠে বসলো তার কয়েকটি পিক তুলে দিয়েছিলাম। আসলেই বর্তমানে গরুর গাড়ি দেখাই যায় না যেটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে দেখতে দারুন লেগেছে। আশা করি সুন্দর মুহূর্তের দৃশ্য গল্প পড়ে অনেক ভালো লাগবে আপনাদের কাছে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ইউটিউব ভিলেজ গ্রামটি দেখতে অনেক সুন্দর। দিনে দিনে এই জায়গাটি বিনোদন কেন্দ্রে পরিণত হচ্ছে। সবাই সেখানে গিয়েছেন এবং সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো। সবার সাথে সময় কাটাতে সত্যি অনেক ভালো লাগে।

হ্যাঁ আপু একদম দিনে দিনে জায়গাটি আরো সুন্দর পরিবেশ তৈরি করা হচ্ছে যেটা মানুষকে সেই জায়গাটিতে যাওয়ার আগ্রহ পোষণ করছে।

প্রথমত বলবো যে বাইক নিয়ে ঘুরাঘরি সত্যি দারুন লাগে ৷ যদিও আমার বাইক নেই ৷ তবে অনেক স্বপ্ন কবে একটা বাইক নিব আর পচ্ছন্দের জায়গায় ট্রাভেল করবো ৷ ইউটিউব ভিলেজ দারুন একটি সময় অতিবাহিত করেছেন ৷ প্রতিটি আলোকচিত্র দেখে ভালো লাগলো ৷অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য ৷

আসলে ভাইয়া বাইক থাকলে নিজের স্বাধীনতা অনুযায়ী ঘুরতে পারা যায় এটাই বড় বিষয় আপনার ইচ্ছা পূরণ হোক সেটাই প্রত্যাশা করি।

সব বন্ধু মিলে বাইক নিয়ে ইউটিউব ভিলেজে ঘুরাঘুরি করেছেন জেনে ভালো লাগলো। আমার বাড়ির পাশেই ইউটিউব ভিলেজ তবে কখনো গিয়েছিলাম না এবারে ঈদে বাড়িতে এসে গিয়েছিলাম দেখলাম অনেক সুন্দর পরিবেশ সেখানে। সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

তাই নাকি আসলে বাড়ির পাশের মানুষ ট্রেন ফেল করে একটা কথা আছে। সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল এবার ঈদে গিয়েছেন যেনে ভালো লাগলো।

ভাই আমিও ইউটিউবে বয়স্কদের রান্নার প্রোগ্রামগুলো বেশ কয়েকবার দেখেছি। আর সেই রান্না করা ও কথোপকথন শুনেছি যা আমার কাছে খুবই ভালো লেগেছে। এছাড়াও আমাদের কমিউনিটির কয়েকজন ভাইয়ের পোস্টেও ইউটিউব ভিলেজ নিয়ে পোস্ট দেখেছিলাম। তাই বুঝতে পারছি ইউটিউব ভিলেজ জায়গাটি বেশ মনোরম পরিবেশের। ইউটিউব ভিলেজে ঘুরাঘুরি করে খুব চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেছেন, এবং আপনাদের কাটানো সময়টুকু সুন্দর ভাবে বর্ণনা করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বয়স্ক চাচাদের কথাগুলো দারুন লাগে আমার কাছে সেজন্যই ভিডিও গুলো দেখে থাকি।

আমিও বেশিরভাগ সময় বাইক নিয়ে বেরিয়ে পড়ি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার জন্য। আমার কাছেও এলোমেলো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে ভীষণ ভালো লাগে। ইউটিউব ভিলেজের পরিবেশটা অসম্ভব সুন্দর দেখতে। আপনি খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন ঘুরাঘুরি করতে গিয়ে। আপনার ঘুরাঘুরি করার এত সুন্দর একটি পোস্ট পড়ে ভালো লাগলো।

আসলে বাইক নিয়ে ঘুরাঘুরি করা মজাই আলাদা মন যেখানে চায় সেখানে যাওয়া যায় সত্যি এটা অনেক বড় পাওয়া।

ইউটিউব ভিলেজের সৌন্দর্যতা আমাকে একেবারে মুগ্ধ করেছে। আমার তো এই জায়গাটিতে যেতে ইচ্ছে করছে অনেক। আপনারা বিকেল বেলায় ঘোরাঘুরি করার জন্য বাইক নিয়ে বের হয়েছিলেন কোথায় যাবেন ওইটা ডিসিশন না করে। যেহেতু ইউটিউব ভিলেজটি আপনাদের বাড়ি থেকে ৮ কিলোমিটার দূরে তাই আপনারা ওখানে বেশিরভাগ সময় গিয়ে থাকেন। সেখানে গিয়ে খুবই ভালো মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে এবং পড়ে ভালো লাগলো।

হ্যাঁ অনেকবার গিয়েছি আসলে ভালোই লাগে যেখানে পরিবার নিয়ে কাটানোর দারুণ একটি জায়গা।

খাবার বিতরণের উদ্যোগটি যে মানুষটি নিয়েছিল উনি আসলেই খুবই বড় মনের মানুষ। আপনাদের বাড়ি থেকে ইউটিউব ভিলেজটি ৮ কিলোমিটার দূরে তাই আপনারা বেশিরভাগ সময় এই জায়গাটিতে ঘুরাঘুরি করার জন্য গিয়ে থাকেন এটা জেনে ভালো লাগলো। এরকম জায়গাগুলোতে ঘোরাঘুরি করার মুহূর্তটা একেবারে অন্যরকম হয়। খুবই ভালো ঘুরাঘুরি করেছেন আপনি এবং আপনার বন্ধুরা মিলে । ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো আমার কাছে।

তার এই মহৎ উদ্যোগের মাধ্যমে আজকের এই সফলতা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। যেখানে মানুষ এসে সুন্দর মুহূর্ত উপভোগ করে।

আসলেই তার এই মহৎ উদ্যোগের প্রশংসা করতে হয়। অসহায় মানুষগুলোকে একবার খাওয়ানোর ভালো একটি উদ্যোগ নিয়েছে। আর ইউটিউবে জায়গাটা অনেক সুন্দর। খরের তৈরি কচ্ছপ অনেক সুন্দর লাগছে।

এই দৃশ্যটি দেখতে অনেক ভালো লেগেছে এই বিষয়টি দেখার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলাম।

এর আগেও অনেক পোস্ট দেখেছি এই গ্রাম টা নিয়ে। সত্যি বলতে যতবার দেখি ততবারই ভালো লাগে। সুন্দর একটা বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে এক কথায়। আর তাদের কর্ম কান্ড গুলোও ফাটাফাটি 👌। খুব সুন্দর একটা বর্ণনা দিয়েছেন ভাই। ভালো লাগলো সত্যি।

আসলে ভাইয়া গ্রামটি আসলেই ভালো লাগার জায়গা। অনেক সুন্দর পরিবেশ।