কক্সবাজারের পুরনো স্মৃতি// by ripon40

in hive-129948 •  23 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • কক্সবাজারের পুরনো স্মৃতি
  • ১১, ফেব্রুয়ারি ,২০২৫
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি কক্সবাজারের পুরনো স্মৃতি বিজড়িত মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করবো।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



1000064469-01.jpeg


Device : Redmi Note 11
শামসুন্নাহার আপুর সাথে সাক্ষাৎ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..





তাহলে চলুন শুরু করি


গত বছর জানুয়ারি মাসের ১৮ তারিখে আমরা বান্দরবান এবং কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘুরতে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক প্ল্যান করি। বর্তমান সবাই অনেক ব্যস্ত কেউ বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। সেজন্য সবার একসঙ্গে হওয়াটা অনেক কষ্টকর। অনেক প্ল্যান পরিকল্পনা শেষে আমরা ১৮ তারিখে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। বান্দরবান পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করার জন্য যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন সেগুলো আমরা আগেই কিনেছিলাম। আমাদের কুষ্টিয়া থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিকেল পাঁচটার দিকে রওনা হওয়ার পর আমরা কমলাপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছাই নয়টার দিকে। আমরা যখন বান্দরবন শহরে পৌঁছায় তখন সকাল 11 টা বাজে। অনেক পথ জার্নি করার মাধ্যমে সবাই ক্লান্ত ছিলাম। যাইহোক আপনাদের সাথে ধারাবাহিকভাবে বান্দরবান ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্যপট পর্ব আকারে শেয়ার করে চলেছি।

IMG_20240122_174635-01.jpeg

IMG_20240122_174737-01.jpeg

IMG_20240122_174739-01.jpeg

IMG_20240122_174746-01.jpeg


Device : Redmi Note 11
আদিলা এবং রাইদার সাথে সেলফি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এর আগে আপনাদের সাথে ধারাবাহিকভাবে পর্ব আকারে পাহাড়ি অঞ্চলের কাটানো মুহূর্তের দৃশ্য শেয়ার করেছিলাম। আজকে আপনাদের সাথে দারুন কিছু মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ করে শামসুন্নাহার আপু তার সাথে অনেক ভালো সম্পর্ক আমাদের। আমাদের টুর প্লানিং সম্পর্কে যখন তাকে বলি তিনি চেয়েছিলেন কক্সবাজারে গেলে তার সাথে যেন সাক্ষাৎ করি। আমাদের সাথে সব সময় যোগাযোগ রেখেছিল আপু। কখন কোথায় যাব সেই বিষয়ে অনেক কথোপকথন হয়েছিল। আমাদের প্রথম প্লান ছিল কক্সবাজার যাওয়া ট্রেনের টিকেট না পাওয়ায় আমরা প্রথমে বান্দরবান যেতে সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেই।

IMG_20240122_174754-01.jpeg

IMG_20240122_174937-01.jpeg

IMG_20240122_175012-01.jpeg


Device : Redmi Note 11
সামুদ্রিক শুটকি মাছ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বিকেল মুহূর্তে আমরা সমুদ্রের তীরে গিয়েছিলাম। সেখানে যাওয়ার একটাই লক্ষ্য ছিল সূর্যাস্তের মুহূর্তটি উপভোগ করব। বিকেল মুহূর্তে আপুর সাথে সাক্ষাৎ হয়। আপুর দুই মেয়ে আদিলা এবং রায়দা তাদের সাথেও সাক্ষাৎ করতে পেরে সত্যিই অনেক ভালো লাগা কাজ করছিল ।অনেক চঞ্চল ছিল তারা দুই বোন। খুব সহজেই আমাদের সাথে মিশে যায়। আপু যেহেতু কক্সবাজার থাকে সামুদ্রিক শুটকি মাছ কোনগুলো ভালো কেমন দাম। সেজন্য আমরা সমুদ্রের তীরে কিছু সময় পার করার পর শুটকি মাছের দোকানে চলে যাই। আপু নিজেই অনেকগুলো শুটকি মাছ পছন্দ করে আমাদেরকে সেগুলো নিতে বলল।

IMG_20240122_175117-01.jpeg

IMG_20240122_175836-01.jpeg

IMG_20240122_175839-01.jpeg

IMG_20240122_185003-01.jpeg


Device : Redmi Note 11
কফি আড্ডার মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এদিকে আমাদের গ্রুপের সবাই শুটকি মাছ পছন্দ করায় ব্যস্ত আর আমি আদিলা এবং রায়দার সাথে দুষ্টামি করায় ব্যস্ত ‌। তারা দুই বোন অনেক হাসিখুশি থাকে অনেক ছোটাছুটি করে। আমাদের কেনাকাটা শেষ করে আমরা সমুদ্রের তীরে গিয়ে বসলাম। একটি কফি শপে সেখানে অনেক সুন্দর কফি বানায় । আপু আমাদেরকে সেখানে নিয়ে গেল আমরা কফি অর্ডার দিলাম। গত বছর আমরা নয় জন গিয়েছিলাম। কফিটা ভালই টেস্ট ছিল। অনেক ধরনের গল্প করেছিলাম সেদিন আপুর সাথে। সত্যিই এই প্লাটফর্মে কাজ করার মাধ্যমে পরিচিত মুখগুলো সাথে যখন সাক্ষাৎ হয় সেই অনুভূতিটা থাকে অন্যরকম। যেটা এখন স্মৃতি আবার হয়তো ভাগ্যে থাকলে সাক্ষাৎ হবে। সেদিনটির কথা এখনো মনে পড়ে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীকক্সবাজারের পুরনো স্মৃতি
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনকক্সবাজার

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_2025-02-11-19-20-31-316_com.android.chrome.jpg

Screenshot_2025-02-11-19-19-53-231_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-02-11-19-19-25-586_com.twitter.android.jpg

সঠিক বলেছেন ভাই বর্তমান ব্যস্তময় জীবনে সবাই ব্যস্ত। তারপরেও পরিকল্পনা করে আপনারা সকলেই ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এটাই অনেক বড় ব্যাপার। যাইহোক আজকে কক্সবাজারে শামসুন্নাহার আপুর সাথে কাটানোর সুন্দর মুহূর্ত শেয়ার করেছেন।আদিলা এবং রায়দা,কাজি রায়হান ভাই এবং আপনার সেলফিটি দারুন হয়েছে। সেই সাথে আরো বেশ কিছু ফটোগ্রাফি ও শেয়ার করেছেন। সব মিলিয়ে আপনার আজকে পোস্টটি দুর্দান্ত হয়েছে ভাই।

কক্সবাজার ভ্রমণের অনেক সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছে বন্ধু করে খুব ভালো লাগলো। আমরা সবাই মিলে প্রথমবারে কক্সবাজার ভ্রমণে অনেক মজা করেছিলাম। সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।

এমন ট্রাভেল পোস্টগুলো দেখতে পারলে খুবই ভালো লাগে আমার কাছে। আপনি ফটকে কেন্দ্র করে সে বিষয়ে বিস্তারিত লিখেছেন। যেখানে কফি খাওয়ার মুহূর্ত মাছের স্থান আপুর বাচ্চারা সব কিছুগুলো কিন্তু আমার কাছে ভালো লেগেছে। অনেক সুন্দর ব্লগ দেখতে পারলাম। ভালো লাগে এমন ভ্রমন পোস্টগুলো।

কক্সবাজারের পুরনো স্মৃতি আমাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করেছেন। আমার কাছে তো অনেক ভালো লেগেছে আপনার আজকের পোস্টটা পড়তে। কক্সবাজার গেলে অনেক ভালো সময় কাটানো যায়। শামসুন্নাহার আপুর সাথেও দেখা করেছেন দেখে ভালো লাগলো। উনার দুই মেয়ে সত্যি অনেক মিষ্টি।