আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- স্কুল বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ
- ১৯, আগস্ট ,২০২৩
- শনিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি "স্কুল বন্ধুদের সাথে নৌকা ভ্রমণ" গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
বর্ষাকাল আসলেই জীবনের অনেক স্মৃতি ফিরে আসা অনেক গল্প মনে পড়ে। নদীর পানে গেলেই সেই সোনালী দিন গুলি মিস করি। আপনি লাইফে যেভাবে ইনজয় করুন না কেন বন্ধুদের সাথে ইনজয় মুহূর্ত টা সবচেয়ে বেস্ট। সময়ের সাথে সাথে সেই দিনগুলো হারিয়ে ফেলেছি রয়ে গেছে শুধুই স্মৃতিময় গল্পগুলো। এই প্লাটফর্মে অনেকে তাদের জীবনের এবং শৈশবের গল্প গুলো খুব সুন্দর ভাবে শেয়ার করে থাকে পড়তে ভালই লাগে কারণ সেই বয়সটি আমিও পার করে এসেছি।
অনেকদিন আগের ঘটনা ২০১৪ সাল তখন ক্লাস নাইনে পড়ি। আমাদের সাইন্স ডিপার্টমেন্টের প্রধান বিমল স্যার তিনি একটি ফান্ড করলেন আমাদের সাইন্সের ব্যাচ নিয়ে। তার পাশাপাশি কেউ স্কুলে এবসেন্ট হলে ২০ টাকা ফাইন। আমরাও স্যারের কথায় রাজি হয়ে গেলাম বছর শেষে সেই টাকা দিয়ে নৌকা ভ্রমণ হবে। প্রতি সপ্তাহে প্রত্যেকের ২০ টাকা জমা দিতে হবে আর যে এবসেন্ট হবে তাকে ৪০ টাকা দিতে হবে। একদিকে ভালই লাগছিল অন্যদিকে ভয়ে থাকতে পারতাম স্কুল কামাই দিলেই বিশ টাকা দিতে হবে। সেই ফান্ডের নাম হল নিউক্লিয়াস। আমাদের মধ্যে বন্ধু পলাশের দায়িত্ব টাকাগুলো সবার কাছ থেকে দায়িত্ব সহকারে নেওয়ার।
আমাদের স্কুলে সাইন্সের ব্যাচে আমরা ছিলাম ১৮ জন। ছয় মাসের মধ্যে অনেকগুলো টাকা হয়ে যায়। তার মধ্যে একটি ঘটনা ঘটে আমাদের ব্যাচের কয়েকজন এই ফান্ড থেকে বের হয়ে যাওয়ার প্ল্যান করে। এর মূল কারণ ছিল প্রাইভেট পড়া নিয়ে গ্রুপিং। স্কুলে খন্ডকালীন টিচার কানু মাস্টারের কাছে আমাদের কয়েকজন বন্ধু পড়তো তারা আমাদের থেকে বেরিয়ে যেতে চায়। আর বাকি সবাই আমরা বিমল স্যারের কাছে প্রাইভেট পড়তাম। হঠাৎ একদিন এই ঘটনাটি বিমল স্যার জানতে পেরে খুবই কষ্ট পায়। আমরা কয়েকজন তাদেরকে অনেক বার বোঝানোর চেষ্টা করি কিন্তু তারা কোনভাবেই বুঝতে রাজি হলো না।
যাইহোক, তারা তিনজন ব্যতীত আমাদের ফান্ডে ধারাবাহিকভাবে বছর শেষে অনেকগুলো টাকা জমা হয়। আমরা বিমল স্যার কে বললাম আমাদের ফান্ডে অনেকগুলো টাকা জমা হয়েছে। এখন নদীতে ভরপুর পানি একটি দিন ঠিক করে ঘুরতে গেলে কেমন হয় স্যার? স্যার কোন কথা বলে না কিছুক্ষণ পর বলল আচ্ছা আমি জানাবো কয়েকদিন পর। স্যার ওই ঘটনাটির কারণে খুবই কষ্ট পেয়েছিল সেজন্য আমাদের সাথে পিকনিক করতে রাজি হলো না। স্যারকে অনেকবার বোঝাতে চেষ্টা করলাম সামান্য কয়েকজনের জন্য আমাদেরকে বঞ্চিত করবেন নাহ।
স্যার বলল ঠিক আছে তাহলে একটি দিন ঠিক করা যাক কবে ঘুরতে যাওয়া যায়। আমরা তো মহা খুশি প্রধান শিক্ষকের কাছে গেলাম আমরা নৌকা ভ্রমণ দিবো আপনারাও সাথে থাকবেন একটি দরখাস্ত লিখে স্যারের কাছে দিয়ে আসলাম। প্রধান শিক্ষক বলল আচ্ছা ঠিক আছে পরে জানাবো আমরা ক্লাস রুমে চলে আসলাম। তারপরের দিন শুনতে পারি আমাদের নৌকা ভ্রমণের জন্য ছুটি দেওয়া হবে না। ক্লাস টেন এর ব্যাচ নৌকা ভ্রমনে যাবে সেজন্য সবাইকে এই সুযোগ দেয়া যাবে না। খুবই কষ্ট পেলাম আমরা কারণ একটি বছর এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম একটি ফান্ড গড়ে তুললাম সেদিনকে উপভোগ করতে পারবো না খারাপ লাগাটাই স্বাভাবিক।
তারপরের দিন ক্লাস টেনের ব্যাচের সাথে স্কুলের বেশিরভাগ শিক্ষক নৌকা ভ্রমনে চলে গিয়েছে। বাড়ির পাশেই নদী তাদের নৌকা ভ্রমণের সেই সংবাদটি শুনে আমাদের মন সবারই খুবই খারাপ। হঠাৎ বৃষ্টি নেমে পরল টানা তিন-চার ঘন্টা বৃষ্টি হয়েছিল সেদিন। স্কুলে ক্লাস কম হয়েছিল এদিকে অন্যান্য স্যার নৌকা ভ্রমণ গিয়েছে বৃষ্টির মধ্যে আহ আর এই রকম বৃষ্টি আমরা ক্লাসের মধ্যে এমনটাই উল্লাস করেছিলাম বন্ধুরা একসঙ্গে। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো হাসি পায়। বিমল স্যারও তাদের সাথে গিয়েছিল মজা করতে গিয়ে তাদের কষ্ট বেশি হয়েছিল যেনে। তারপরের দিন আমরা প্ল্যান করেছিলাম নৌকা ভ্রমণে যাব পরবর্তী পর্বে শেয়ার করব।
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
যাইহোক বেশ ভালো লাগলো আপনার এই সুন্দর ঘটনাটি পড়ে। আসলে কখনো যদি এজাতীয় ঘটনা সম্মুখে আসে সে ঘটনাগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। কারণ এর মধ্যে লুকিয়ে থাকে অনেক অজানা তথ্য। আর একটা জিনিস বেশি ভালো লাগলো আপনি ২০১৪ সালে ক্লাস নাইনে পড়তেন এটাও জানতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit