ট্রাভেল: যাত্রা পথের দৃশ্য পটভূমি || ঘোরাঘুরি পর্ব- ১

in hive-129948 •  2 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • যাত্রা পথের দৃশ্য পটভূমি
  • ১৮, আগস্ট ,২০২৩
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি যাত্রা পথের দৃশ্য পটভূমি শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1692335509238.jpg


Device : Redmi Note 11
যাত্রা পথের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


আজকে আপনাদের সাথে ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্য পটভূমি পর্ব আকারে শেয়ার করব। এই তো কিছুদিন আগে প্লান করেছিলাম দক্ষিণ অঞ্চলে ঘুরতে যাব। এপ্রিল মাসের ২০ তারিখে প্লান করেছিলাম আগস্ট এর ৩ তারিখে ঘুরতে যাব। সব কিছু ঠিকঠাক কিন্তু বড় ভাইয়ের একটি বিশেষ সমস্যার কারণে আমাদের নির্ধারিত তারিখ চেঞ্জ করে ১১ তারিখে যাওয়ার দিন ঠিক করি। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সেই দিনটির অপেক্ষায় দিন যেন শেষ হয় না। সেই অনুভূতিটাই অন্যরকম এটা হয়তো নিজেই অনুভব করতে পারি। দুইটি বাইক চারজন দুইজন বড় ভাই দুজন বন্ধু আমাদের উদ্দেশ্য যশোর, খুলনা এবং সাতক্ষীরা এই তিনটি জেলায় ভ্রমণ করব।

IMG_20230811_055909-01.jpeg

IMG_20230811_060738-01.jpeg

IMG_20230811_060745-01.jpeg

IMG_20230811_060749-01.jpeg


Device : Redmi Note 11
শহীদ গোলাম কিবরিয়া সেতু
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



অবশেষে সেই দিনটির অপেক্ষার প্রহর শেষ হলো। আমরা যেকোন ট্যুরে যাওয়ার আগে একটি গ্রুপ খুলি যে কয়জন টুরে যাই সেই গ্রুপে সকল কথাবার্তা ফাইনাল করি। আমরা যে কয়টি টুর দিয়েছি প্রত্যেকটা টুরের জন্য আলাদা আলাদা গ্রুপ রয়েছে। এই টুরের জন্য গ্রুপের নাম ছিল খুলনা যাব। 🤩🤩 যাইহোক, বাইক নিয়ে যেহেতু আমরা যাচ্ছি সেজন্য প্লান ছিল ১১ ই আগস্ট শুক্রবার সকাল পাঁচটার দিকে বেরিয়ে পড়বো। সেই রাতে সবাই তাড়াতাড়ি ঘুমানোর জন্য প্রস্তুতি নেয় কিন্তু ঘুম যে আর আসে না ঘুম আস্তে আস্তে আমার বারোটা বেজে গিয়েছিল। মোবাইলে এলার্ম দিয়ে রেখেছিলাম সাড়ে চারটা তখন ঘুম থেকে উঠি ফজরের আজান হয়েছিল ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে পাঁচটা বিশে আমাদের জার্নি শুরু হয়।

IMG_20230811_060750-01.jpeg

IMG_20230811_060754-01.jpeg

IMG_20230811_062036-01.jpeg

IMG_20230811_062037-01.jpeg


Device : Redmi Note 11
সকালের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ট্যুরে যাওয়ার জন্য সব কিছু রাতেই রেডি করে রেখেছিলাম ব্যাগ পত্র নিজের পোশাক। সকালে বাসা থেকে বের হওয়ার পর বাইকে চড়ে সুন্দর মুহূর্তটা উপভোগ করার মজাই আলাদা। এমনিতে সকালের আবহাওয়া একটি দিনের সেরা মুহূর্ত যেটা অনেকদিন উপভোগ করা হয় না ভালই লাগছিল। আমরা ম্যাপ চালু করে শটকাট পথ দিয়ে যাত্রা শুরু করলাম। কুষ্টিয়া থেকে যখন ঝিনাইদহ প্রবেশ করলাম সেই মুহূর্ত টাই আমার কাছে ভিন্ন কারণ আগে কখনোই পরিবেশে যাওয়া হয়নি। ঝিনাইদাহ লোহার ব্রিজ অতিক্রম করার মুহূর্তটা দারুন ছিল। চারিপাশের পরিবেশটা ভালোই উপভোগ করছিলাম অনেক সুন্দর ছিল।

IMG_20230811_064559-01.jpeg

IMG_20230811_064604-01.jpeg

IMG_20230811_080741-01.jpeg

IMG_20230811_081753-01.jpeg

IMG_20230811_081053-01.jpeg


Device : Redmi Note 11
পরিকল্পনায় ব্যস্ত তারা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমার আগে প্ল্যান করেছিলাম কোথায় কোথায় বিরতি নেব। ঝিনাইদাহ শহরে গিয়ে কিছুক্ষণ থেমেছিলাম। সেখান থেকে আবার যশোরের উদ্দেশ্যে রওনা দিব কোথায় গিয়ে নাস্তা করব সেই প্লান হচ্ছিল। সিনিয়র বড় দুই ভাই তারাই প্লান করছিল। ঝিনাইদা শহর থেকে আমরা আবার যশোরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যশোর প্রবেশ করার পর উপজেলা শহরে থেমে নাস্তার জন্য একটি হোটেলে অবস্থান করলাম। তখন সকাল সাতটা বাজে হোটেল থেকে নাস্তা শেষ করলাম। চারজনের মধ্যে আমরা দুজন নাস্তা করেছিলাম আর দুইজন ডায়েটে ছিল সেজন্য তারা রাস্তা করেনি। তাদের খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিল। সকালের এই সুন্দর মুহূর্তগুলো সত্যিই উপভোগ্য ছিল। ঘুরাঘুরি মুহূর্তের পরবর্তী পর্ব দেখার জন্য অপেক্ষায় থাকুন।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই হয়তো সুযোগের অভাবে আমাদের কোথাও বেড়ানোর যাওয়া হয় না সেভাবে। তারপর অনেক সময় চেষ্টা করে কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার। আপনি বড় ভাইদের সাথে জার্নি করেছেন। আর জানি করার সময় কিছু সুন্দর সুন্দর পথের দৃশ্যের পটভূমি ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লেগেছে। আসলে যখন রাস্তায় যাওয়া যায় তখন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস দেখা যায় আর সেগুলো ফটোগ্রাফি করলে দেখতে ভালো লাগে। আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

সকালে এইরকম সুন্দর মত উপভোগ করতে পেরে খুবই ভালো লাগলো । আসলে ঘুরাঘুরির মধ্যে খুবই মজা যেটা মাঝেমধ্যে যেতেই হবে।

বাইকে করে ট্রাভেল অত্যন্ত আনন্দদায়ক । আমারও খুবই ভালো লাগে বাইকে করে ঘুরতে। আপনার আজকে শেয়ার করা যাত্রা পথের দৃশ্য গুলো বেশ ভালো ছিল ভাই। আপনার ফটোগ্রাফিতে ঝিনাইদাহ এর লোহার ব্রিজ টি দেখতে কিন্তু বেশ দারুন লাগছে ।

হ্যাঁ ভাই ঠিকই বলেছেন বাইকে ঘুরাঘুরি করার মজাই আলাদা কারণ চারিপাশের পরিবেশটা ভালোভাবে উপভোগ করতে পারা যায় ধন্যবাদ।

বড় ভাইদের সঙ্গে ঘুরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে। যেদিন ঘুরতে যাওয়া হয় তার আগের রাতটা অনেক বেশি স্পেশাল হয় কারণ সেই রাতের সময়টা খুব দ্রুতই শেষ হয়ে যায় কারো কারো কাছে আবার কারো কারো কাছে সেই রাত শেষ হয় না। অবশেষে খুব ভোরে সকলে মিলে রওনা করেছিলেন এবং যাত্রাপথে বিরতীয় নিয়েছিলেন জেনে ভালো লাগলো। আপনার ঘুরাঘুরির সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে খুব দ্রুতই শেয়ার করবেন বলে আশা রাখি। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

Posted using SteemPro Mobile

মাঝে মাঝে ঘুরতে গেলে ভালই লাগে। এইরকম সুন্দর দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগে। কিছুদিন পর পর ঘুরতে যেতে হবে।