ট্রাভেল: রেমাক্রি থেকে নাফাখুমের পথে চা বিলাস পর্ব-১৩ // by ripon40

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • নাফাখুম জলপ্রপাত যাওয়া মুহূর্তের দৃশ্য
  • ০৬, ডিসেম্বর ,২০২৪
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি নাফাখুম জলপ্রপাত যাওয়া মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করবো।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।



1000057247-01.jpeg


Device : Redmi Note 11
নাফাখুম এর উদ্দেশ্যে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..





তাহলে চলুন শুরু করি


জানুয়ারি মাসে ১৮ তারিখে আমরা বান্দরবান এবং কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘুরতে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক প্ল্যান করি। বর্তমান সবাই অনেক ব্যস্ত কেউ বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। সেজন্য সবার একসঙ্গে হওয়াটা অনেক কষ্টকর। অনেক প্ল্যান পরিকল্পনা শেষে আমরা ১৮ তারিখে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। বান্দরবান পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করার জন্য যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন সেগুলো আমরা আগেই কিনেছিলাম। আমাদের কুষ্টিয়া থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিকেল পাঁচটার দিকে রওনা হওয়ার পর আমরা কমলাপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছাই নয়টার দিকে। আমরা যখন বান্দরবন শহরে পৌঁছায় তখন সকাল 11 টা বাজে। অনেক পথ জার্নি করার মাধ্যমে সবাই ক্লান্ত ছিলাম। যাইহোক আপনাদের সাথে ধারাবাহিকভাবে বান্দরবান ঘুরাঘুরি মুহূর্তের দৃশ্যপট পর্ব আকারে শেয়ার করে চলেছি।

IMG_20240121_071921-01.jpeg

IMG_20240121_083857-01.jpeg

IMG_20240121_083916-01.jpeg


Device : Redmi Note 11
ট্রাকিং মুহূর্তে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



নির্জন পাহাড় কতটা সুন্দর সেখানে না গেলে বুঝতে পারা যায় না। আসলে পাহাড়ি অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সৌন্দর্য আমরা অনেক দূরের পথ পাড়ি দিয়ে যখন রেমাক্রি পৌঁছেছিলাম তখন সেখানকার দৃশ্যগুলো এতটাই ভালো লেগেছিল। সেখানকার মানুষের জীবনযাত্রা সেখানকার জীববৈচিত্র্যময় দৃশ্যগুলো আমাকে মুগ্ধ করেছে। ভিন্ন এক অনুভূতির সাক্ষী যেটা কখনোই ভুলতে পারবো না। পাহাড়ের উচু স্থানে তারা বসবাস করছে যেটা খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষাকালীন সময়ে ঝুঁকিপূর্ণ বেশি থাকে কারণ সেই সময় পাহাড় ধ্বসের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে প্রচুর বৃষ্টিপাতে পাহাড় নামে। সেজন্য মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলে ঘুরতে যাওয়া উচিত।

IMG_20240121_085519-01.jpeg

IMG_20240121_085548-01.jpeg

IMG_20240121_091101-01.jpeg

IMG_20240121_091107-01.jpeg


Device : Redmi Note 11
পাহাড়ের সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



গত পর্বে আপনাদের সাথে সকালের মুহূর্তের দৃশ্য শেয়ার করেছিলাম আমরা সকাল ভোরে প্রস্তুতি নিয়ে নাফাকুমের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আসলে এই অনুভূতিটা অন্যরকম ছিল। প্রায় দুই ঘন্টা যাবত হেঁটে হেঁটে পাহাড়ের গিরিপথ দিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। অনেক জায়গা রিস্কি তবুও ভালোলাগার বিষয় আছে। অনেক নতুন কোন জায়গার সাক্ষী হতে পারাটা বিভিন্ন রকম অনুভূতি কাজ করে। আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম পাহাড় পথে হেটে যাওয়া খুবই কঠিন। প্লাস্টিকের জুতা যেগুলো খুবই কার্যকরী। সেগুলো আগেই কিনে নিয়ে গিয়েছিলাম তাছাড়া বান্দরবান শহরে অনেক পাওয়া যায়। আমরা সবাই সেই পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে রওনা দেয়া শুরু করলাম। সেখানকার একজন আমাদেরকে পথপ্রদর্শক হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছিলেন। পথের দুপাশে পাহাড়ি দুকান যেখানে আপনি চা-বিস্কিট এবং পাহাড়ি কলা পাবেন। যেগুলো নাস্তা হিসেবে আমরা চা খেয়েছিলাম সাথে বিস্কিট কলা পাহাড়ি কলা খুবই মিষ্টি হয়।

IMG_20240121_091309-01.jpeg

IMG_20240121_091331-01.jpeg

IMG_20240121_091608-01.jpeg

IMG_20240121_091616-01.jpeg


Device : Redmi Note 11
পাহাড়ি পথের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



সেই নদীর দুপাশে বাদাম চাষ করা হচ্ছে অনেক সুন্দর দেখতে লাগছে। যেটা আমাদের অঞ্চলেও চাষ হয়ে থাকে।তিনি অনেক ভালো মানুষ ছিলেন। নতুন একটি ফলের দেখা পেয়েছিলাম যেটার নাম অজানা দেখতে বাড়ি সুন্দর সেজন্যই ফটোগ্রাফি করেছি । আমরা তাকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করছিলাম । অনেক সুন্দর করে আমাদেরকে ব্যাখ্যা দিচ্ছিল । আসলে সেখানকার মানুষগুলো অনেক ভালো। আমাদের পার্সোনাল যে গাইড নিয়ে গিয়েছিলাম তিনি অনেক ফাঁকিবাজ ছিল । যাইহোক, দুই ঘণ্টার পথ দ্রুত হেঁটে যাওয়া অনেক কঠিন । স্বাভাবিকভাবে হেঁটে অতিক্রম করতে হবে আমরা সেভাবেই সামনের দিকে এগোতে থাকলাম। আবার চারিপাশের পরিবেশ গুলো ভালোই উপভোগ করছিলাম । পাহাড়ের এই সুন্দর মনোরম পরিবেশ আপনি যদি উপভোগ করতে পারেন তাহলে জীবনের সার্থকতা কতটুকু সেটা বুঝতে পারবেন। সেই দিনগুলো মনে পড়লে আবার ফিরে যেতে মন চায়। সেখানে একান্ত নিরিবিলিতে কাটিয়ে আসার মুহূর্তটা খুবই মিস করি। পরবর্তী পর্বে আরো সুন্দর মুহূর্তের দৃশ্য শেয়ার করব।

পোস্ট বিবরণ

শ্রেণীরেমাক্রি থেকে নাফাখুমের পথে
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনবান্দরবান

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পাহাড়ে অঞ্চলে ঘুরতে গেলে বিভিন্ন কিছুর সাথে পরিচয় লাভ করা যায়। পাহাড়ি এলাকার মানুষের সম্পর্কে জানা যায়। তেমনি আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে পাহাড়ি এলাকার বর্ণনা তুলে ধরেছেন। আসলে বর্ষার সময় এ সমস্ত মানুষদের জন্য বেশ দুর্ভোগ হয়ে যায়। অনেক সময় পাহাড়ে ভূমি ধসে যায় বৃষ্টির কারণে। তাই এই সমস্ত এলাকার মানুষের জনজীবন সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যায় ঘুরতে গেলে।

নির্জন পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি মজাই আলাদা ।গতবার দারুন সময় পার করেছিলাম যেটা সত্যিই অনেক আনন্দের সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Screenshot_2024-12-06-14-44-52-704_com.android.chrome.jpg

Screenshot_2024-12-06-14-43-33-578_com.coinmarketcap.android.jpg

Screenshot_2024-12-06-14-42-49-310_com.twitter.android.jpg

সেখানকার ফিলিংসটা পুরোপুরি আলাদা ছিল। শীতের সকালে পানি থেকে ধোয়া উঠছে আবার কুয়াশা, চারিপাশে পাহাড় এমন জায়গায় চায়ের কাপে চুমু দিলে অন্যরকম একটা অনুভূতি পাওয়া যায়। এক কথায় বলতে গেলে প্রকৃতির সাথে চায়ের ফিলিংসটা ভাগ করে নেওয়া।

একদম ঠিক বলেছ বন্ধু সেখানকার অনুভূতি কখনোই বলা যাবে না। আবার সেই জায়গাতে যাওয়া হবে যেটা খুবই মিস করি।

অসাধারণ জায়গার দর্শন হল আপনার পোস্টের মাধ্যমে।

পাহাড়ি পথে হেঁটে যাওয়া কষ্টের হলেও আনন্দ অনেক বেশি। আমি ভারতের উত্তরাঞ্চলে বেশ জায়গায় হেঁটে গিয়েছি, প্রকৃতিতে মানুষের অত্যাচার জমেনি বলেই তার অসীম রূপ আমাদের মুগ্ধ করে৷

বর্ষাকালে ওখানকার মানুষের কষ্ট অনেক বেশি হয়৷

আপনার ছবিগুলোও অসাধারণ।

পাহাড়ি অঞ্চলে বর্ষাকালীন সময়ে তারা অনেক ঝুঁকিতে থাকে। পাহাড় ধ্বসের সম্ভাবনা থাকে। বর্ষাকালীন সময়ে প্রচুর বৃষ্টিপাত হয় যেটা অনেক ঝুঁকিপূর্ণ। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

পাহাড়ে বেড়াতে যেতে সব সময় ভালো লাগে। আসলে পাহাড়ের একটা আলাদা টান আছে সেটা আমি উপভোগ করি। আপনার পাহাড়ে বেড়ানোর এই অনুভূতি এবং তার ব্যাখ্যা খুব ভালো লাগলো পড়ে। দু'ঘণ্টা প্রায় পাহাড়ে হেঁটেছেন শুনে বেশ অবাক লাগছে। আসলে পাহাড়ে দু ঘন্টা হাঁটা মানে তা বেশ কষ্টসাধ্য একটি বিষয়। কিন্তু আপনি যে বেড়াতে ভালোবাসেন তা আপনার ব্যাখ্যা শুনে বুঝতে পারলাম।

দীর্ঘ পথ পাহাড়ে হেঁটে হেটে যাত্রা করা খুবই কঠিন। তবুও অনেক আনন্দের যেটা আমরা সবাই এক্সপেরিমেন্ট করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম।

আপনি সবসময় আমাদের মাঝে খুব সুন্দর কিছু পোস্ট শেয়ার করে আসছেন এবং সব সময় আপনি ভ্রমণের পোস্টগুলো শেয়ার করেন যা দেখে আমার অনেক ভালো লাগে৷ আজকে এই ভ্রমণের পর্ব খুব সুন্দর ভাবে শেয়ার করেছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ এখানে আপনি খুব সুন্দর ভাবে যেরকম বর্ননার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন সবকিছু৷ তেমনি ফটোগ্রাফিও খুবই সুন্দরভাবেই আপনি শেয়ার করেছেন৷

ভ্রমণ করতে ভালোবাসি বলেই সব সময় ভ্রমণ পোস্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। পাহাড়ি অঞ্চলে দারুন সময় কাটিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।

আমারও ভ্রমণ করতে অনেক ভালো লাগে৷ তবে সময়ের অভাবের কারণে তেমন ভ্রমণ করতে পারি না।

আপনি বরাবরই আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। আপনার ভ্রমণ পোস্টগুলো দেখে সত্যিই অনেক ভালো লাগে ভাই। আপনি পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছেন এবং সেখান থেকে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার পাহাড়ে বেড়ানোর খুব সুন্দর একটা অনুভূতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

প্রকৃতির সৌন্দর্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘুরাঘুরির মাধ্যমে এই সৌন্দর্য উপভোগ করা হয় সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।