স্পোর্টস : ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ ( রিয়াল মাদ্রিদ ^ পাচুকা )//by ripon40

in hive-129948 •  6 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ(রিয়াল মাদ্রিদ ^পাচুকা )
  • ১৯, ডিসেম্বর ,২০২৪
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20241219_204057.jpg

ছবিঃ Kirar tv থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


রিয়াল মাদ্রিদপাচুকা
মোট শট-১২মোট শট-১২।
টার্গেটের শট-০৫টার্গেটের শট-০৪।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৬৬%বল পজিশন -৩৪%
পাস করে -৭০২পাস করে -৩৫৮
পাস নির্ভুলতা-৯১%পাস নির্ভুলতা-৭৯%
ফাউল-১৪ফাউল-১৩
হলুদ কার্ড- ০০হলুদ কার্ড - ০২
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০১অফসাইডস-০১
কোণ-০৬কোণ- ০৫
সময়কাল রাত ১১.০০ টায়১৮.১২.২০২৪ইং
ফলাফল :রিয়াল মাদ্রিদ-০৩ পাচুকা -০০

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2024-12-19-20-38-22-563_com.google.android.youtube.jpg


দীর্ঘদিন পর দারুণ একটি ম্যাচ অনুষ্ঠিত হলো আসলে এই ধরনের ফাইনাল ম্যাচ আগে কখনো আমার দেখা হয়নি। ফিফা এই ধরনের খেলা আয়োজন করে থাকে নাম তার ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ যে খেলায় রিয়াল মাদ্রিদ এবং পাছুকা অংশগ্রহণ করেছিল। গত মৌসুমের তুলনায় এবার রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স অনেকটা খারাপ যাচ্ছে। লীগে তাদের অবস্থান দ্বিতীয় এবং চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বাজে অবস্থা যেটা ও প্রত্যাশিত। অনেকদিন যাবত ফুটবল খেলা দেখা হয় না যেটা দেখার অভ্যাস রয়েছে যেটা আপনাদের সাথে প্রতি সপ্তাহে পোষ্টের মাধ্যমে শেয়ার করে থাকি।

Screenshot_2024-12-19-20-38-33-415_com.google.android.youtube.jpg


আজকে আপনাদের সাথে আবারো ফিফা ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনাল ম্যাচের একটি ম্যাচ রিভিউ নিয়ে চলে আসলাম। আসলে যারা অনেকদিন যাবত ক্লাবের খেলা গুলো দেখেন না বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ বর্তমান তারা যদি খেলা দেখে অনেক ভিন্নতা উপলক্ষিত হবে। যেহেতু রিয়াল মাদ্রিদের ফাইনাল খেলা সেহেতু এই ম্যাচটি কোনভাবে মিস করা যাবে না ফাইনাল ম্যাচ রিয়াল মাদ্রিদের মানে শিরোপা জয়ের মহা উৎসব যেটা উপভোগ করতে আমি কখনোই মিস করি না। যদিও রিয়াল মাদ্রিদের সেই নির্ভরশীল খেলা খুঁজে পাচ্ছি না অনেকগুলো ম্যাচে তবুও ফাইনাল ম্যাচে তাদের ভালো কিছু দেখতে পাবো সেটাই প্রত্যাশা করি।

Screenshot_2024-12-19-20-39-20-509_com.google.android.youtube.jpg


এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লুসাইল স্টেডিয়ামে তার আগের দিন রিয়াল মাদ্রিদের জন্য দারুন একটি দিন গিয়েছে যেখানে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস বর্ষসেরা প্লেয়ার হয়েছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি সেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছে। তাদের গত মৌসুমের পারফরম্যান্সের কারণেই এতগুলো পুরস্কার অর্জন করেছে। সত্যিই একটি ক্লাব হিসেবে ধারাবাহিকভাবে একটি যুগ রাজত্ব করে যাওয়া অনেক বড় ব্যাপার। অন্যান্য ক্লাব গুলো তাদের ধারের কাছেও নেই। তারা ধারাবাহিকভাবে যে অর্জন করে চলেছে হয়তো ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।

Screenshot_2024-12-19-20-39-49-966_com.google.android.youtube.jpg


যাইহোক, বর্তমান রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল। খেলার শুরুতে দুই দল নিজেদের ডিপেন্স লাইন শক্তিশালী করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদের খেলার মধ্যে একটি বিষয় পরিলক্ষিত তারা প্রতিপক্ষ দলকে সুযোগ দিয়ে থাকে তখন প্রতিপক্ষ আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করলে তারা যখন কাউন্টার এটাকে যায় তখন গোল করতে মিস করে না। খেলা শুরুতে তাদের আক্রমনাত্মক তেমন একটা খেলা দেখতে পারেনি যেটা সত্যিই ফাইনাল ম্যাচের জন্য অপ্রত্যাশিত ছিল। প্রথমবারদের খেলাফেরা শেষের দিকে সেই সময় রিয়াল মাদ্রিদ দারুন একটি আক্রমণ করে যেখানে বিনিসিআসের এসিস্টটে এমবাপ্পে গোল করে। ৩৭ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলে এগিয়ে যায়।

Screenshot_2024-12-19-20-39-56-448_com.google.android.youtube.jpg


রিয়াল মাদ্রিদের অনেক গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজুরিতে পড়েছে বিশেষ করে ডিফেন্স এর প্লেয়ার। এমবাপে থাকার পরেও তার পারফরম্যান্স একদমই বাজে। নির্দিষ্ট টাইমের বিরতির শেষে আবার খেলা শুরু হয় যেখানে রিয়াল মাদ্রিদ ধীরে সুস্থে আক্রমণ করার চেষ্টা করে প্রতিপক্ষ দল গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে অন্যদিকে রিয়াল মাদ্রিদ সুযোগের সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। দ্বিতীয়ার দের খেলা তখন ৫৩ মিনিট রিয়াল মাদ্রিদ দারুণ একটি আক্রমণে যায় সেখান থেকে রোদ্রি গো ডি বক্সের বাইরে থেকে শট দিয়ে দারুন একটি গোল করে । রিয়াল মাদ্রিদ 2-0 গোলে এগিয়ে যায়।

Screenshot_2024-12-19-20-40-06-802_com.google.android.youtube.jpg


গোলটি অসাধারণ ছিল অনেকগুলো প্লেয়ারকে বোকা বানিয়ে গোল করে। যেখানে গোলকিপারের তাকিয়ে দেখা ছাড়া আর কোন উপায় ছিল না। খেলা প্রায় শেষের দিকে ডি বক্সের ভিতরে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ পেলেয়ার ফাউল করে। যদিও রেফারি ফাউল ধরেনি কিন্তু বিএআর এ সেটা পেনাল্টি বলে গণ্য হয়। আরেকটি গোল করার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ। সেই পেনাল্টি থেকে গোল করে ভিনিসিয়াস। নির্দিষ্ট টাইম শেষে খেলা শেষ হয় তখন শিরোপা উদযাপনের পালা সেরা প্লেয়ার হিসেবে নির্বাচিত হয় বিনিশিয়াস সত্যিই দুটো দিন তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। রিয়াল মাদ্রিদের এই শিরোপা উদযাপন সামনের ম্যাচগুলো ভালো খেলতে অনুপ্রেরণা দিবে। আশা করি আপনাদের কাছে ম্যাচের রিভিউ পড়ে অনেক ভালো লাগবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

Screenshot_2024-12-20-03-54-08-067_com.coinmarketcap.android.jpgScreenshot_2024-12-20-03-48-06-785_com.twitter.android.jpg
Screenshot_2024-12-20-03-43-22-065_com.android.chrome.jpgScreenshot_2024-12-19-22-37-57-039_com.peak.jpg

আমার কাছে সবচাইতে ভালো লেগেছিল ভিনিসিয়াস এর অ‍্যাসিস্ট এবং রদ্রিগোর অসাধারণ বাঁকানো কিকের মাধ্যমে করা গোল। রিয়াল মাদ্রিদ কাঙ্ক্ষিত ভাবেই ম‍্যাচটা জিতেছে। ম‍্যাচটা বেশ উপভোগ করেছিলাম।