🌷আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-১২|| পদ্মার চড়ে কাটানো বিকেল (১০%লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • পদ্মার চড়ে কাটানো বিকেল
  • ১২, ডিসেম্বর ,২০২১
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব বারো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।


ফটোগ্রাফি আমার শখ আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি পদ্মার চরে। সেটা খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আমার কাছে পদ্মার চরের খোলামেলা আকাশ দেখতে খুবই ভালো লেগেছে ।ভাবতেও পারিনি এত সুন্দর একটি মুহূর্ত কাটাবো। বর্ষাকালীন মৌসুম শেষে পদ্মা নদীতে পানি কম থাকায় বিভিন্ন স্থানে চড় জাগো হয়। যেখানে কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল ফলায়। যেটা পরিবেশকে মনমুগ্ধকর করে তোলে। বিকেলের কাটানো মুহূর্ত এর কিছু দৃশ্য পটভূমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে।


#১

IMG_20211208_162210-01.jpeg

IMG_20211208_162205-01.jpeg


সূর্যাস্তের মুহুর্ত
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


  • প্রতিদিন বিকালের সুন্দর মুহূর্ত উপভোগ করতে আমার খুবই ভালো লাগে। আজকে একটু ভিন্নভাবে বিকেলের সৌন্দর্য উপভোগ করেছি। বাড়ির থেকে কিছুটা দূরে পদ্মা নদী। নদীতে পানির পরিমাণ কম থাকায় নদীর বিভিন্ন স্থানে চড় জেগে উঠেছে। এখানে কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল ফলায়। খুব সুন্দর একটি বিকেলের দৃশ্য ভেসে ওঠে যেটা আমি উপভোগ করতে খুবই ভালোবাসি।

#২

IMG_20211208_161627-01.jpeg

IMG_20211208_161427-01.jpeg


নদীর পানি প্রবাহ
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


  • নদীতে পানির পরিমাণ কম থাকায় নদীর মাঝ বরাবর প্রবাহমান পানি ছুটে চলেছে। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে ।সেই মুহূর্তটি উপভোগ করছিলাম ।আমার কাছে খুবই ভালো লাগছিল। এখান থেকে কৃষকেরা পানি সংগ্রহ করে বিভিন্ন ধরনের ফসল ফলায়। যেটা কৃষকের জন্য খুবই উপকারী আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো।

#৩

IMG_20211208_160809-01.jpeg

IMG_20211208_160906-01.jpeg


গুঁজি
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


  • এই ফসলটির নাম গুজি যেটা গ্রাম বাংলার সংস্কৃতিক ভাষা।এই ফসল বালুময় স্থানে ভালো হয়। তাছাড়া বালির উপর অন্য কোন ফসল চাষাবাদ করা যায় নাহ।এই গুঁজির সৌন্দর্য ভালোভাবে উপভোগ করছি।

#৪

IMG_20211208_162023-01.jpeg

IMG_20211208_162025-01.jpeg


বালুর চড়
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


  • যেদিকে তাকাই নাহ কেন বালুময় স্থান শুধু চোখে পড়ে। চারিদিকে খোলা আকাশ নিমনিম করে বাতাস বইছে অসাধারণ এক মুহুর্ত কাটালাম।বিভিন্ন স্থান থেকে মানুষ এসে তাদের সুন্দর মুহূর্ত উপভোগ করছে।

#৫

IMG_20211208_164104-01.jpeg


কুঁড়েঘর
Device: A20s
অবস্থান:https://w3w.co/drummed.folded.comedic


  • সাদাময় বালুর চড়ে শুধু একটি কুঁড়েঘর দেখতে পেলাম। নদীর পাড়ের মানুষের জীবন যাত্রার তাগিদে এপার থেকে ওপারে যাচ্ছে।খেওয়া ঘাটের মানুষের বিশ্রাম স্থল হলো এই কুঁড়েঘর। আমরা এখানে কিছু সময় কাটানোর পর বাড়ির উদ্দেশ্য রওনা হই। অনেক দিন পর সুন্দর একটি মুহুর্ত কাটালাম আমার খুব ভালো লেগেছে।

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সব মিলিয়ে ভাইয়া অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপনি। যা আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুগঠিত মন্তব্যের জন্য আপনার জন্য শুভকামনা রইল।

আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে থাকেন এবারও তার ব্যতিক্রম না।
আমার সবথেকে বেশি ভালো লেগেছে কুড়ে ঘরের ফটোগ্রাফি টা।
এবং আপনি প্রতিটা ফটোগ্রাফি বর্ণনা করেছেন অনেক সুন্দর আপনার জন্য শুভকামনা রইল।

আপনার কাছে কুঁড়েঘরের দৃশ্যটি ভাল লেগেছে শুনে খুশি হলাম সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ ভাই। ❤️❤️

আপনার বেস্ট ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই।পদ্মার চরকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন আপনার ছবিগুলোতে।গুজি ফসল সম্পর্কেও আমার পূর্বে জানা ছিল না।সব মিলে সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট ছিল।ধন্যবাদ আপনাকে।

আপনি গুজি ফসল সম্পর্কে জানতে পেরেছেন শুনে খুশি হলাম আপনার জন্য শুভকামনা রইল।

ফটোগ্রাফি গুলো খুব ভালো হয়েছে ভাই। প্রথম ছবিতে চরের মাঝে সূর্যের আলোয় কোকাকোলার বোতলের ছবিটি দারুণ লাগছে। এবং আমার কাছে ২,৩ নং ফটোটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।।

আপনার সুমতামতের এর জন্য অসংখ্য ধন্যবাদ।

ভাইয়া অসাধারণ ফটোগ্রাফি করেছেন, প্রতিটি ছবি ফাটাফাটি হয়েছে, সূর্যাস্তের ছবি, বালুর চরের ছবি মারাত্নক হয়েছে ভাইয়া৷ ভাইয়া বালুর চর বানান টা চর হবে,চড় হয়ে গেছে।
শুভকামনা রইলো ভাইয়া 💗💗

আপনার সুগঠিত মতামতের জন্য ধন্যবাদ।