স্পোর্টস : ইপিএল কাপের সেমিফাইনাল থেকে আর্সেনালের বিদায় //by ripon40

in hive-129948 •  9 hours ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • ইএফএল কাপ (আর্সেনাল ^নিউক্যাসল )
  • ০৬, ফেব্রুয়ারি ,২০২৫
  • বৃহস্পতিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।





IMG_20250206_123500.jpg

ছবিঃ CRICFY TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।

ম্যাচের পরিসংখ্যান:


আর্সেনালনিউক্যাসল
মোট শট-১১মোট শট-১০।
টার্গেটের শট-০৩টার্গেটের শট-০৩।
দৈর্ঘ্য৯০ মিনিট ।
বল পজিশন -৬৯%বল পজিশন -৩১%
পাস করে -৪২৩পাস করে -২০৩
পাস নির্ভুলতা-৮২%পাস নির্ভুলতা-৬২%
ফাউল-১২ফাউল-১২
হলুদ কার্ড- ০৩হলুদ কার্ড - ০২
রেড কার্ড- ০০রেড কার্ড-০০
অফসাইডস-০০অফসাইডস-০৩
কোণ-১৩কোণ- ০১
সময়কাল রাত ২.০০ টায়০৬.০২.২০২৫ইং
ফলাফল :আর্সেনাল-০০ নিউক্যাসল -০২

ম্যাচের সারসংক্ষেপ




আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।

Screenshot_2025-02-06-12-32-12-760_com.google.android.youtube.jpg


আজকে আপনাদের সাথে আবারো ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ম্যাচের রিভিউ নিয়ে হাজির হলাম। প্রতি সপ্তাহে খেলাধুলা বিষয়ে একটি পোস্ট করার চেষ্টা করি ।যেটা ধারাবাহিকভাবে করে চলেছি। আমি ফুটবল খেলা খুবই পছন্দ করি এখনো রাত জেগে ফুটবল খেলা দেখা হয়। এটা অনেক আগে থেকেই অভ্যাস হয়ে গিয়েছে্ বিশেষ করে ক্লাবের খেলা গুলো যেগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে থাকে আজকে ইংলিশ প্রিমিয়ার লিগের দারুন একটি ম্যাচ নিয়ে হাজির হলাম। যেখানে ম্যানসিটি বনাম এভারটন তাদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। ম্যানসিটির পারফরমেন্স প্রিমিয়ার লিগের শুরুতে ভালই ছিল হঠাৎ তাদের পারফরমেন্স এতটা খারাপ হবে ভাবতেও পারিনি।

Screenshot_2025-02-06-12-32-36-446_com.google.android.youtube.jpg


গত কয়েক মৌসুম তারা অসাধারণ ফুটবল খেলেছে ।ফুটবলের ছন্দ সেটা তাদের মধ্যে খুঁজে পেয়েছি। ক্লাবের খেলা যত দেখেছি তাদেরকে খেলা খুবই সুন্দর সবচেয়ে ভালো দল আর্সেনাল। আর্সেনাল এমন একটি দল তারা প্রতি মৌসুমে ধারাবাহিকভাবে ভালো খেলে কিন্তু শেষের দিকে গিয়ে পিছিয়ে পড়ে মোটামুটি ভাবে তারা ধারাবাহিকতা বজায় রাখে এটাই তাদের ছন্দময় ফুটবল খেলা। যেটাকে বলে বেশি ভালো না বেশি খারাপ না তবুও তারা ধারাবাহিকতা বজায় রেখেছে ইংলিশ লীগের অন্যান্য বড় দলগুলো ছিটকে পড়েছে এই বছর । আর্সেনালে তেমন কোন দামি ফুটবলার নেই বিশেষ করে ইয়াং প্লেয়ার বেশি তারা ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Screenshot_2025-02-06-12-33-16-048_com.google.android.youtube.jpg


তারা ইংলিশ লিগে অনেক ভালো ফুটবল খেলে কিন্তু চ্যাম্পিয়ন্স লিয়ে গেলে হারিয়ে যায় । কেন জানি তাদের সেখানে একটা জড়তা দেখতে পাওয়া যায়। যাই হোক এবারের মৌসুমে তারা পয়েন্ট টেবিলে দুই নাম্বারে রয়েছে এক নাম্বারে রয়েছে লিভারপুল। গতকালকে দারুন একটি ম্যাচ উপভোগ করেছি নিউক্যাসল এবং আর্সেনালের আগের ম্যাচ গুলো দেখা হয়নি। গতকাল রাতে নোটিফিকেশন আসার মাধ্যমে খেলাটি দেখার চেষ্টা করলাম রাত দুইটার দিকে খেলাটি শুরু হয়। এবার তাদের দলে অনেক ভালো ভালো ফুটবলার রয়েছে যারা প্রতিনিয়ত গোল করে চলেছে। এবারের মৌসুমী এই ধারাবাহিকতা বজায় রাখলে হয়তো লিভারপুলের সাথে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে।

Screenshot_2025-02-06-12-33-29-395_com.google.android.youtube.jpg


যাইহোক, গতকালকে ইপিএল কাপের সেমিফাইনাল খেলা ছিল । যেখানে আর্সেনাল এবং নিউ ক্যাসেল ভালো প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমি ধরে নিয়েছিলাম আর্সেনাল ম্যাচটি জিতে যাবে কারণ নিউ ক্যাসেলের তুলনায় তাদের পারফরম্যান্স খুবই ভালো কিন্তু আমার প্রেডিকশনের বিপরীত হয়েছে গতকাল। যদিও পুরো খেলাটা জুড়ে আধিপত্য বিস্তার করেছে আর্সেনাল খেলার শুরুতে তারা আক্রান্ত ফুটবল খেলা শুরু করে অন্যদিকে নিউক্লেসেল অ্যাটাকিং আক্রমণ করে। আর্সেনালের ফরওয়ার্ড মাটিনালি দারুন একটি সুযোগ পেয়েছিল সামনে শুধু গোলকিপার ছিল। যদিও দারুন একটা শর্ট নিয়েছিল সেটা গিয়ে গোলের বার পোস্টে লেগে ফিরে আসে। এরকম অনেক ম্যাচ দেখেছি বল বাড়ে লাগার কারণে তাদের গোল দেয়ার সফলতা হারিয়ে ফেলে।

Screenshot_2025-02-06-12-33-45-775_com.google.android.youtube.jpg


প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে ১৯ মিনিটের মাথায় মিউ ক্যাসেল দারুন একটা সুযোগ পায় যেটা নিউ ক্যাসেলের ফরওয়ার্ড ইসহাক গোল করে দলকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায়। প্রথমার্ধের খেলায় আর্সেনাল এক শূন্য গোলে পিছিয়ে পড়ে যদিও বাকি সময়ে অনেক চেষ্টা করে কিন্তু প্রথমার্ধে গোল করতে পারেনি। নির্দিষ্ট টাইমের খেলা বিরতি শেষে আবার খেলা শুরু হয় দ্বিতীয় অধ্যায় খেলার ছয় মিনিটে নিউ ক্যাসেল দারুন একটি সুযোগ পায় সেই সুযোগটিও কাজে লাগাতে মিস করেনি। গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যায়। আর্সেনালের জন্য ম্যাচটি যেটা খুবই কঠিন হয়ে যায় কারণ তারা দুই শূন্য গোলে পিছিয়ে পড়েছে। তখন বুঝে ফেলেছিলাম এই ম্যাচটি আর্সেনালের জেতা অসম্ভব হয়তো সেমিফাইনাল থেকে বিদায় নিতে হবে।

Screenshot_2025-02-06-12-34-08-338_com.google.android.youtube.jpg


গোল সেলিব্রেশন করার পর আবার খেলা শুরু হয়। তারপরও মনে করেছিলাম আর্সেনাল একটি গোল হলেও দিয়ে দলকে জেতানোর প্রচেষ্টা চালাবে কিন্তু তারা তেমন কোন আক্রমণ করতে পারেনি। যদিও বল পজিশনে সব দিক দিয়ে তারা এগিয়েছিল কিন্তু গোল করার ক্ষেত্রে তেমন একটা আক্রমণ দেখতে পাইনি । হয়তো দিনটি তাদের জন্য ছিল না অনেক ভালো ফুটবল খেলেও হারতে হলো। এটাই হলো ফুটবল খেলা যেখানে ভালো পারফরম্যান্স করার পরেও হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। গতকালকে দারুন একটি ম্যাচ উপভোগ করলাম যেটা আপনাদের কাছে রিভিউ এর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম । আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।

ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ


ধন্যবাদ সবাইকে




IMG-20240120-WA0015.jpg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!