আমার লেখা কবিতা "বন কুঠির" (Poem of my writing " Forest factory ")||(১০% লাজুক খ্যাকের জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • বন কুঠির
  • ২০,জুন ,২০২২
  • সোমবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


প্রতিটা মানুষের জীবন বাস্তবতার শামিল। জীবনের সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয় সেই চলার পথে পিছনের অতীত গল্প হয়ে থাকে। যেগুলো শুধুই স্মৃতি ঠিক তেমনি ছোটবেলার স্মৃতি বিজড়িত গল্প বা জীবনের ইতি যেগুলো কখনো ভুলবার নয়। এইরূপ ও বৈচিত্র্যময় প্রকৃতির মাঝে মানুষের জীবনের অতীত স্মৃতিগুলো শুধুই অতিথি হিসেবে বহমান। জীবনের প্রতিটি পাতায় পাতায় অপূর্ণতা রয়েছে যেটা সময়ের সাথে সাথে বিভিন্ন বৈচিত্র্যময়। সেই দিনগুলোর কথা স্মরণ করে থাকি সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলতে হয় আর সেই বৈচিত্র্যময় দিনগুলো সেই সময়ে স্মৃতিগুলো ভেসে ওঠে। সেই বিষয়ের কিছু স্মৃতি কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

avenue-815297__340.webp

Source

বন কুঠির

এতোদিন পর হঠাৎ করিয়া বন কুঠিরের ধারে
ঝরা পাতা নাড়ি কোমল পায়ে হাঁটার আওয়াজ পরে ।
মনরে শুধাই ভ্রম হলো নাকি , কে বা আসিল বনে ;
এতো গহীনে কিইবা চাই কাষ্ঠলতার সনে ?
মনোহরী মন গহীন ছাড়া আর কি ছিল না ভবে ;
দেখিতে দেখিতে এতো গহীনে কে বা আসিছে কবে ?
শরৎ চলিছে বাতাস বহিছে সরব হয়েছে বন
স্নিগ্ধ দোলায় এতো ভোলা তবে হয়েছে কি কোন মন ?
ভাবিতে ভাবিতে উঠিয়া দাঁড়াই , রাগেতে কঠিন চোখ
চোয়াল চাপিয়া দুই পা বাড়াই , দুয়ারের পানে রেখে ।
দুয়ার ধরিয়া মুখখানি মোর বাহিরে আনিয়া ধরি
শরৎ বাতাস চুল আওলায়ে দিল যে আদর করি ।
পয়লা ভোরের নরম আলো জুড়িল আসিয়া গালে ,
মন যে মোর নাচিয়া উঠিল শরৎ বায়ুর তালে ।
চক্ষু বুজিয়া হারাই মোরে কোন সে দারুণ মায়ায় ,
শুকনো পাতার মরমরে তবে , সে ঘোর কাটিয়া যায় ।
চাহিয়া দেখিনু হাঁটিয়া ফিরিছে শুভ্র নীল পরী
কালো কেশ তার বাতাসে দুলিছে , কেন সে নিয়াছে আড়ি ? হঠাৎ সে যে থামিয়া দাঁড়ায় , থামেনা বায়ু দোলা ,
চুপটি করিয়া ঘুরিয়া দাঁড়ায় , চোখেতে রঙের মেলা ।
তাহার চোখেতে চোখ পড়িতে ফিরাইয়া নেই মুখ ,
তুমি একা থাকো , আমি এক থাকি ইহাতেই ঢের সুখ ।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি দারুন কবিতা লিখেন আর আপনার আবৃত্তি তো অসাধারণ। আপনি ঠিকই বলেছেন মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকে অতীত এবং অতীতের স্মৃতি। আর সেগুলো বারবার মনে করিয়ে দেয় তার পথ চলায়। আপনি কবিতাটা দারুন লিখেছেন এবং খুবই ভালো লেগেছে যা বলে বোঝানো সম্ভব না। আমাদের সাথে এত সুন্দর কবিতাটি ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

হ্যাঁ মানুষের স্মৃতি বিজড়িত বিষয় গুলো বার বার মনে করিয়ে দেয় যেগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করতে অনেক পছন্দ করে।

image.png

আপনাদের ক্ষুদ্রতম সাপোট যেটা আমি প্রতিনিয়ত পেয়ে আসছে যেটা আমার জন্য অনেক বড় পাওয়া।

বাহ ভাইয়া অসাধারন আপনি বড় কঠিন নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটিও বেশ বড় ছিল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর এবং বড় একটি কবিতা আমাদের মাঝে দেওয়ার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল। আশা করি সব সময় এমন সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিবেন।

তাই নাকি আপু চেষ্টা করেছি একটু বড় করে লেখার সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

বাহ ভাইয়া আপনি তো খুবই সুন্দর করে একটি কবিতা লিখেছেন। কবিতাটি পরতে আসলে আমার কাছে বেশ ভালো লেগেছে আর এই কবিতাটি ছন্দের মিল ছিল শুভকামনা আপনার জন্য।

আমার লেখা কবিতাটি আপনার কাছে পড়ি অনেক ভালো লাগে আমিও খুশি হয়েছি ভাই।

ওয়াও ভাইয়া আপনি তো খুব সুন্দর কবিতা লিখতে পারেন। আপনার বনকুঠির নিয়ে কবিতাটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন এই কবিতাটি। এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আমার লেখা কবিতাটি আপনার কাছে অসম্ভব ভালো লেগেছে সেটা আমার প্রাপ্য ছিল এভাবে মন্তব্য করবেন ধন্যবাদ।

আপনি বনকুঠির নিয়ে এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপস্থাপন করে দেখাবেন তা কখনোই ভাবতে পারেনি ভাই। আপনার কবিতার গুরুত্ব যে কতটুকু তা যারা সাহিত্যপ্রেমী তারাই বুঝতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।।

সব সময় চেষ্টা করি ভাল কিছু লিখি আপনাদের মাঝে তুলে ধরার আসলে আপনাদের মন্তব্য গুলো অনুপ্রেরণা দেয়।

খুবই চমৎকার একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন বরাবরই আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কবিতা শেয়ার করে থাকেন। আপনার কবিতা আমার কাছে খুবই ভালো লাগে। এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ

হ্যাঁ চেষ্টা করি ভাল কিছু লিখি আপনাদের মাঝে তুলে ধরার যেগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

ভাবিতে ভাবিতে উঠিয়া দাঁড়াই , রাগেতে কঠিন চোখ
চোয়াল চাপিয়া দুই পা বাড়াই , দুয়ারের পানে রেখে ।

প্রতিনিয়ত আপনি খুবই সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দিয়ে আসছেন। আপনার কবিতাগুলো পড়ে ভীষণ ভালো লাগে সব সময় আপনি বাস্তববাদী কবিতাগুলো আমাদের কাছে শেয়ার করেন। আপনার জন্য শুভকামনা রইল।

তাই নাকি ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লাগে সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

আপনি যে এতো ভালো কবিতা লিখেন জানা ছিলো না। আপনার কবিতা পড়ে আমি রীতিমতো মুগ্ধ হলাম। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর কবিতা আমাদের উপহার দিবেন

কি যে বলেন ভাই হঠাৎ করে অনেক চিন্তা ভাবনা করে কবিতাটি লিখেছি সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

বাহ আপনি খুব চমৎকার কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনি কবিতা পড়ে খুব ভালো লাগলো। মনে অনুভূতিগুলো কবিতার মাধ্যমে আমাদের মাঝে খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন‌। এত দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

হ্যাঁ সবসময় চেষ্টা করি ভাল কিছু লিখি আপনাদের মাঝে তুলে ধরা যেটা আপনারা উপভোগ করতে পারেন।

ভাই এমন কবিতা লেখা আপনি কোথা থেকে শিখেছেন। আমার মনে হয় একটু সহজ সরল ভাষায় ছোট ছোট লাইনের কবিতা লিখলে বেশি পাঠকনন্দিত হয়। আর কবিতার মধ্যে ছন্দের মিল থাকলে পারে পড়তে বেশি ভালো লাগে। আমি এমনিতেই কবিতা পড়তে বেশি ভালোবাসি। তবে আপনার এই কবিতাটা কথাগুলো ভালো কিন্তু এভাবে লেখাটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়নি।

হ্যা কিছু কিছু কবিতার অন্তর্নিহিত শব্দগুলো জটিল থাকে যেগুলোর মধ্যে অনেক কথা লুকিয়ে থাকে আসলে আমার কাছে কবিতা পড়তে অনেক ভালো লাগে।