আমার লেখা কবিতা " সত্যের সন্ধানে " (Poem of my writing "In search of truth")||by ripon40

in hive-129948 •  9 days ago 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • সত্যের সন্ধানে
  • ২৫,ফেব্রুয়ারি ,২০২৫
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


আসলে মাঝে মাঝে কবিতা লিখতে অনেক ভালো লাগে।কবিতার মাধ্যমে জীবনের বাস্তব বিষয়গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে । কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার খুবই পছন্দ সেজন্য মাঝে মাঝে কবিতা লিখে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছেন অনেক ভালো কবিতা লিখেন তাদের কবিতা লেখা ধরন অনেক ভালো। সেই থেকেই অনুপ্রাণিত হয় এবং মাঝে মাঝে কবিতা লিখে থাকি। মানুষ যখন অসত্যের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। অসত্যের নেশায় মগ্ন হয়ে সত্যের জগৎ থেকে বেরিয়ে যায়। তখন বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। জীবনকে করে বিভীষিকাময় । তখনই জীবন অসুন্দর হয়ে যায়। ধীরে ধীরে জীবনকে করে ধ্বংস যে প্রাপ্তিটা কেউই প্রত্যাশা করে না। আবার জীবনে আমার অনেক সময় অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় সেই চিন্তা ভাবনামূলক প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো খুঁজে পাই না। তবুও সেই স্বপ্নগুলো বার বার চোখের অগোছরে থেকে যায়। জীবনের এই ছুটে চলা মুহূর্তগুলো কখনো সহজ কখনো কঠিন। ভিন্ন পথের ভিন্ন অনুভূতি নতুন কিছু সাক্ষী হওয়া যেটা সবাই চায়। এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর যেটা নিজেকে নিয়ে অনেক ভাবায় অনেক বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়। যেটা জীবনের অনেক বড় একটা দিক এটি সবাই চায় ছড়িয়ে দিয়ে নিজেকে নতুন কিছুর স্পর্শে যেতে।জীবনের এই ভাবনাগুলো কখনো কষ্টের কখনো সুখের কখনো অনুভূতির মুহূর্তে সারা জাগায় ।

touch-screen-2877178_1280.jpg

Source

সত্যের সন্ধানে

সময়ের এই গতি পথে,
ভয়ঙ্কর রহস্য ঘেরা জীবনের পথ।
মনুষ্যত্ব ভূলন্ঠিত হচ্ছে,
নিজের সীমাহীন চাহিদায় হারিয়ে যাওয়া।

আলোর উজ্জ্বল মুখ,
আজ অন্ধকারের মধ্যে নিপতিত হয়েছে।
পথ দেখানো মানুষ গুলো,
সত্যের সন্ধানে অমানুষিক রুপে আসে।

সততার আড়ালে থাকা,
জাগ্রত সময়ে মিথ্যার বেড়াজাল ভাসে।
জীবনের এই অসহায়ত্ব,
কোথায় গিয়ে সুদিনের হাতছানি খুঁজে পাবে।

অদ্ভুত সময়ের সাথে,
নিজেকে হারিয়ে ফেলি অজানা রহস্যে।
সুন্দর সময়ের চাওয়া,
আজ যেন বড্ড বেমানান হয়ে গেছে।

অন্ধকার নেমে এসেছে,
যাহারা শেষ ঠিকানা নেই কারোর জানা।
আজ ধ্বংস অনিবার্য,
এই পথের অগ্রগতি থেমে থাকার নয়।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়।অনেক কিছুর সত্যতা বের হয় আবার কিছু জিনিস ধামাচাপা পড়ে যায়।আপনার আজকের লেখা কবিতায় বাস্তবতা ফুটে উঠেছে।খুব সুন্দর করে কবিতাটা লিখেছেন।এমন বাস্তবিক কবিতাগুলো পড়তে খুবই ভালো লাগে।

আপনার লেখা সত্যের সন্ধানে কবিতাটা কিন্তু এক কথায় চমৎকার ছিল। আর পুরো কবিতাটা পড়ে আমার কাছে দারুন লেগেছে। খুবই সুন্দর টপিক নিয়ে লিখলেন পুরো কবিতা। আপনার এই কবিতাটা লেখার অনুভূতি কিন্তু অনেক দারুন ছিল। কবিতার লাইনগুলোর মধ্যে বাস্তবতা ফুটে উঠেছে অনেক সুন্দর ভাবে।

কবিতাটি বাস্তবতার এক গভীর চিত্র তুলে ধরেছে। সময়ের অদ্ভুত গতি, মনুষ্যত্বের অবক্ষয়, মিথ্যার বেড়াজালে সততার হারিয়ে যাওয়া,এসব বিষয় খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। প্রতিটি লাইন ভাবনায় ফেলে দেয়, সত্যের সন্ধান করতে গিয়ে যখন মানুষ নিজেই অমানুষিক রূপ নেয়, তখন সমাজের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। কবিতার আবেগ, গম্ভীরতা এবং বস্তুনিষ্ঠতা একে আরও শক্তিশালী করে তুলেছে। এক কথায়, অসাধারণ একটি কবিতা।

অসত্যের জগত থেকে বের হলেই মানুষ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। ভালো লাগলো আপনার আজকের লেখা কবিতাটা পড়ে। খুব সুন্দর ভাবে কবিতার প্রত্যেকটা লাইন লিখেছেন। খুব সুন্দর শব্দ সাজিয়ে লিখেছেন কবিতাগুলো। ধন্যবাদ আপনাকে দারুন একটা কবিতা শেয়ার করার জন্য।

আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন ভাইয়া।সত্যের সন্ধানে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মধ্যে বাস্তবিক কথা তুলে ধরেছেন। আর এ ধরনের কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়। কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন গভীরভাবে চিন্তাভাবনা করে লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।