আমার লেখা কবিতা " পথের প্রতীক " (Poem of my writing "symbol of the path")||by ripon40

in hive-129948 •  yesterday 

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক


  • পথের প্রতীক
  • ২৪,নভেম্বর ,২০২৪
  • শনিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



নিজের কিছু অনুভূতির কথা


আসলে মাঝে মাঝে কবিতা লিখতে অনেক ভালো লাগে।কবিতার মাধ্যমে জীবনের বাস্তব বিষয়গুলো অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে । কবিতা পড়তে এবং লিখতে দুটোই আমার খুবই পছন্দ সেজন্য মাঝে মাঝে কবিতা লিখে থাকি। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকেই আছেন অনেক ভালো কবিতা লিখেন তাদের কবিতা লেখা ধরন অনেক ভালো। সেই থেকেই অনুপ্রাণিত হয় এবং মাঝে মাঝে কবিতা লিখে থাকি। মানুষ যখন অসত্যের বেড়াজালে আবদ্ধ হয়ে যায়। অসত্যের নেশায় মগ্ন হয়ে সত্যের জগৎ থেকে বেরিয়ে যায়। তখন বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হয়। জীবনকে করে বিভীষিকাময় । তখনই জীবন অসুন্দর হয়ে যায়। ধীরে ধীরে জীবনকে করে ধ্বংস যে প্রাপ্তিটা কেউই প্রত্যাশা করে না। আবার জীবনে আমার অনেক সময় অনেক ধরনের স্বপ্ন দেখে থাকি। অনেক ধরনের চিন্তাভাবনা ঘুরপাক খায় সেই চিন্তা ভাবনামূলক প্রশ্নের উত্তর হয়তো আমরা কখনো খুঁজে পাই না। তবুও সেই স্বপ্নগুলো বার বার চোখের অগোছরে থেকে যায়। জীবনের এই ছুটে চলা মুহূর্তগুলো কখনো সহজ কখনো কঠিন। ভিন্ন পথের ভিন্ন অনুভূতি নতুন কিছু সাক্ষী হওয়া যেটা সবাই চায়। এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর যেটা নিজেকে নিয়ে অনেক ভাবায় অনেক বাস্তবতা সম্পর্কে ধারণা দেয়। যেটা জীবনের অনেক বড় একটা দিক এটি সবাই চায় ছড়িয়ে দিয়ে নিজেকে নতুন কিছুর স্পর্শে যেতে।জীবনের এই ভাবনাগুলো কখনো কষ্টের কখনো সুখের কখনো অনুভূতির মুহূর্তে সারা জাগায় ।

road-5766371_1280.jpg

Source

পথের প্রতীক

আজ ক্ষুদ্র পথের প্রতীক,
সকল চাওয়া পাওয়া হয়ে আছে নীরব।
এভাবেই চলছে জীবন,
পত্যাশার খোঁজে অজস্র ভাবনার লেখনী।

আজও জেগে থাকি
নিস্তব্ধ নীরবে ভাবি স্বপ্ন গুলোর ইশারায়।
হৃদয়ে জাগ্রত হওয়া,
অতীতের সকল স্মৃতির মিলন মেলায়।

আজ নিষ্ঠুরতার আভাসে,
জীবন মেলে ধরেছে আকাঙ্ক্ষার ডানায়।
একান্ত নীরবে ভাবে এ মন,
স্বার্থকতার আভাস ছোঁয়া অনুভূতি তরে।

কত-শত হাতছানি মাঝে,
জীবন থমকে দাঁড়ায় স্পর্শ কাতর হয়ে।
সাদা আকাশের ছায়ায়,
সকল সুখের অনন্ত অঙ্গন পূর্ণতা পায়।

বিভৎস চেতনার মনে,
নিশাচর পাখির মত একনিষ্ঠ অনুধ্যান থাকে।
নির্জন রাত আজ সাক্ষী,
সকল সুচিন্তিত মনোভাব জেগে যে ওঠে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_2024-11-23-00-48-22-256_com.android.chrome.jpg

Screenshot_2024-11-22-14-12-03-727_com.twitter.android.jpg

Screenshot_2024-11-22-14-14-43-370_com.coinmarketcap.android.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। অসাধারণ ছিল কবিতার ভাষাগুলো।

অসাধারণ একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। সুন্দর একটি টপিক নিয়ে কবিতা লিখেছেন। ঠিক বলেছেন ভাইয়া মানুষ যখন অসৎ কাজে লিপ্ত হয় জীবন তখন অসুন্দর হয়ে ওঠে। কবিতার লাইনের মধ্যে দারুন ভাবে বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন। কবিতাটি আবৃতি করে ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আজকে আপনার লেখা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো ছিল খুবই সুন্দর। আর এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার লেখা আজকের এই পথের প্রতীক কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আমার কাছে আপনার পুরো কবিতা পড়তে অনেক ভালো লেগেছে। খুবই সুন্দর একটা টপিক নিয়ে লিখেছেন এই কবিতাটা। কবিতার মধ্যে জীবনের বিষয়গুলো সুন্দর ভাবেই তুলে ধরা যায়। ঠিক তেমনি ভাবে আপনি কবিতার সবগুলো লাইনের মাঝে এগুলো তুলে ধরেছেন। ভালো লাগলো পুরোটা পড়তে।

বাহ আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।পথের প্রতীক কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষের জীবনে চলার পথে কখনো কঠিন কখনো সহজ। এই নিয়ে আমাদের সবার জীবন। মনের চমৎকার অনুভূতি দিয়ে সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।