জল রং পেন্সিল দিয়ে সুন্দরী রাজকন্যা ড্রয়িং "@shy-fox 10% beneficiary

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম,

IMG_20211207_193916_mfnr.jpg

সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।

সত্যি কথা বলতে কি?
মানুষ চাইলে সব কিছুই করতে পারে। পৃথিবীতে এমন কোন কাজ নেই যে মানুষ করতে পারে না।সেই জন্য চাই কাজ করার তার নিজের আত্মবিশ্বাস প্রচেষ্টা। আমরা যখন কোনো কাজ করতে চাই।প্রথমবার যখন ওই কাজটি করতে পারে না।তখন আমরা হাল ছেড়ে দিয়ে আর আমাদের নিজের মনে গেঁথে ফেলে আমি এই কাজটি করতে পারব না। তবে করতে পারব না এ কথাটি যদি মন থেকে ঝেড়ে ফেলা যায় তাহলে আমাদের সব কাজ করাই সম্ভব।আমরা কেন পারব না?আমরা সৃষ্টির সেরা জীব আমাদের পক্ষে সব করাই সম্ভব। আর সব করতে পারব তখন যখন নিজের আত্মবিশ্বাস ঠিক থাকবে। আর না হলে হার মানা মানুষের সারিতে থেকেই যাব সারাদিন জীবন।

আপনারা ভাবছেন কেন আমি এইকথা বলছি? সত্যি কথা বলতে কি আমার এই চিত্র অংকনটি করতে দুই দিন সময় লেগেছে।কারো প্রতিচ্ছবি অঙ্কন করা এত সহজ নয়।দুইদিন ধরে এই চিত্র অংকনের পিছনে লেগেই আছি। হাল ছেড়ে দিই নি।আজকে সন্ধ্যায় বসে ড্রয়িং টি সম্পন্ন করলাম।

আমার প্রিয় কমিউনিটি 💖আমার বাংলা ব্লগে💖 অনেক ভাইয়া এবং আপুরা আছে বিভিন্ন রকমের চিত্র অঙ্কন এবং প্রতিচ্ছবি অঙ্কন করে থাকে। তাদের ড্রয়িং গুলো দেখলে আমার খুবই উৎসাহ লাগে।তাই আজকে একটি সুন্দরী রাজকন্যা ছবি অংকন করেছি। এই ড্রয়িংটি আপনাদের কেমন লাগবেজ জানিনা।

তাহলে চলুন, কিভাবে আমি সুন্দরী রাজকন্যা ড্রয়িংটি করেছি তা আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করি।

সুন্দরী রাজকন্যার ড্রয়িং করতে যা যা লেগেছে"

১/ সাদা কাগজ।

২/ পেন্সিল।

৩/ মার্কার কলম।

৪/ জল রং।

৫/ রাবার।

৬/ রং করার ব্রাশ।

IMG_20211207_220858_mfnr.jpg

ধাপ ১ম"

IMG_20211207_183427_mfnr.jpg

IMG_20211207_183948_mfnr.jpg

আমি সুন্দরী রাজকন্যা মাথা এবং পুরা শরীর অঙ্কন পড়ে নিলাম পেন্সিল এর সাহায্যে।

ধাপ ২য়"

IMG_20211207_184326_mfnr.jpg

IMG_20211207_184342_mfnr.jpg

এবার আমি সুন্দরী রাজকন্যা চুল এঁকে নিলাম পেন্সিল এর সাহায্যে।

ধাপ ৩য়"

IMG_20211207_184717_mfnr.jpg

IMG_20211207_184744_mfnr.jpg

IMG_20211207_184846_mfnr.jpg

IMG_20211207_185032_mfnr.jpg

এবার আমি পেন্সিল এর সাহায্যে সুন্দরী রাজকন্যার ঘাড়ের চুল এবং মুখের আকৃতি চোখ, নাক,ঠোঁট এঁকে নিলাম।

ধাপ ৪র্থ"

IMG_20211207_185105_mfnr.jpg

IMG_20211207_185313_mfnr.jpg

IMG_20211207_185426_mfnr.jpg

IMG_20211207_185636_mfnr.jpg

এবার আমি সুন্দরী রাজকন্যার হাতের সাথে কাপড়ের ডিজাইন এঁকে নিলাম।এখন ঘাড় এবং হাতের আকৃতি পেন্সিল এর সাহায্যে এঁকে নিলাম

ধাপ ৫ম"

IMG_20211207_190003_mfnr.jpg

IMG_20211207_190256_mfnr.jpg

IMG_20211207_190502_mfnr.jpg

IMG_20211207_190910_mfnr.jpg

IMG_20211207_191015_mfnr.jpg

সুন্দরী রাজকন্যার মুখের এবং শরীরের আকৃতি তৈরি করা হলে, এবার আমি সুন্দরী রাজকন্যার নিচের কাপড়ের ডিজাইন এঁকে নিব।

ধাপ ৬ষ্ঠ"

IMG_20211207_191111_mfnr.jpg

IMG_20211207_191141_mfnr.jpg

IMG_20211207_191811_mfnr.jpg

সুন্দরী রাজকন্যা আঁকা হলে, কাপড়ের ডিজাইন আঁকা হলে, এবার আমি হলুদ এবং খয়রি জলরং একসাথে মিশিয়ে রাজকন্যার কাপড়ে রং করে নিলাম।

ধাপ ৭তম"

IMG_20211207_191832_mfnr.jpg

IMG_20211207_192056_mfnr.jpg

এবার সুন্দরী রাজকন্যার কাপড়ের উপরের দিক এবং হাতমোজা হলুদ রং করে নিলাম।

ধাপ ৮ম"

IMG_20211207_192140_mfnr.jpg

IMG_20211207_192238.jpg

IMG_20211207_192426.jpg

IMG_20211207_192433_mfnr.jpg

সাদা এবং খয়রি রং দিয়ে আমি রাজকন্যা হাতের এবং মুখে রং করে নিলাম।দেখতে যেনো মনে হয় মানুষের শরীরের রং করা।

ধাপ ৯ম"

IMG_20211207_192450_mfnr.jpg

IMG_20211207_192520_mfnr.jpg

IMG_20211207_192721_mfnr.jpg

খয়েরি রং দিয়ে সুন্দরী রাজকন্যার চুলের রং করে নিলাম।

ধাপ ১০ম"

IMG_20211207_192744_mfnr.jpg

IMG_20211207_192825_mfnr.jpg

IMG_20211207_193609_mfnr.jpg

IMG_20211207_193624_mfnr.jpg

IMG_20211207_193757_mfnr.jpg

কালো এবং গোলাপী মার্কার কলম দিয়ে, প্রথমে আমি কালো মার্কার দিয়ে সুন্দরী রাজ কন্যা শরীর,কাপড়,মুখ কালো করে এঁকে নিলাম। গোলাপি মার্কার কলম দিয়ে ঠোঁটে এঁকে আমি আমার ড্রয়িং সম্পন্ন করলাম।

IMG_20211207_194459.jpg

জানিনা আমার ড্রয়িং টি আপনাদের কেমন লেগেছে?
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।

ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

সবাই ভাল থাকবেন, ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার রাজকন্যাটাকে দেখে মনে হচ্ছে না যে এটি আঁকা। দেখে মনে হচ্ছে যে এটি কোন গল্পের বইয়ের রাজকন্যার সত্যি কারের ছবি। আপনি এত চমৎকার করে রাজকন্যার ছবিটি আর্ট করেছে যা দেখতে অসাধারণ লাগছে। আপনার রাজকন্যার ড্রেসের কালারের আইডিয়াটি খুব চমৎকার হয়েছে। যার কারণে রাজকন্যাকে দেখতে আরো অনেক বেশি আকর্ষণীয় লাগছে।

আপু, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য।🥰

ঠিকই বলেছেন আপু চেষ্টা করলে আসলেই সবকিছুই সম্ভব। জল রং দিয়ে আপনার আঁকা সুন্দরী রাজকন্যার ছবিটি দারুণ হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে রাজকন্যার ড্রেসটি আমার কাছে অনেক ভালো লেগেছে হলুদ কালার দেয়ার কারণে অনেক বেশী সুন্দর লাগছে।রাজকন্যার মাথার চুলগুলো খুব সুন্দর এঁকেছেন আপনি।এক কথায় ছবিটা অসাধারণ হয়েছে ধন্যবাদ।

খুব খুশি হয়েছি আপু, আমার ড্রয়িং টি আপনার ভালো লেগেছে বলে। ধন্যবাদ আপু,এত সুন্দর মন্তব্যের জন্য। আপু আপনার মন্তব্য গুলো সব সময় উৎসাহ যোগায় আমার ভাল কাজ করার।🥰🥰

ওয়াও খুব চমৎকার হয়েছে আপনার রাজকন্যার আর্ট। সত্যি কথা বলতে আপু আসলে মানুষ চেষ্টা করলে সব কিছু করতে পারে আপনি ঠিক বলেছেন। তাই আজকে আপনি দেখিয়ে দিয়েছেন আপনি খুব সুন্দর আর্ট করতে পারেন। সত্যি আপু আপনার আর্টি খুব সুন্দর ফুটে উঠেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

আপু, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য।

আপনার জল রং দিয়ে তৈরি রাজকন্যা ড্রয়িং দেখে আমি মুগ্ধ। খুব নিখুঁত ভাবে আপনি ড্রয়িং টি সম্পন্ন করেছেন। জামার রং হলুদ হওয়ার কারনে আরো বেশী সুন্দর এবং আকর্ষণীয় লাগছে।
এবং আপনি আপনার ড্রয়িং টির সম্পর্কে অনেক সুন্দর বর্ণনা করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রাজকন্যার ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

ভাইয়া, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।

🥰🥰🥰

  • আপনি এত সুন্দর ড্রইং তৈরি করতে পারেন আমি আগে জানতাম না। প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি এক কথায় অসাধারণ হয়েছে রাজকন্যার ড্রইং টি। হলুদ রং ব্যবহার করায় ড্রইং টি আরো সুন্দর লাগছে। এমন অসাধারন পোষ্ট আপনার কাছ থেকে আরও প্রত্যাশা রইল। প্রত্যেকটি ধাপ অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ

ভাইয়া, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।

সুন্দরী রাজকন্যা তৈরি করেছেন দারুন হয়েছে আপনার প্রতিভা দেখে অবাক হলাম অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন ইউনিক আইডিয়া ছিলো অনেক ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইলো

ভাইয়া, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।

জল রং দিয়ে একটি সুন্দর রাজকন্যার চিত্র অংকন অনেক সুন্দর হয়েছে আপু। আপনি আপনার প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে মেয়েটির জামার হলুদ রং দেখতে বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

আপু, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য।

জল রং দিয়ে খুব সুন্দর একটি রাজকন্যা আর্ট ককরেছেন। এটি দেখেই আমার খুবই ভালো লেগেছে। একটা খুব সুন্দর করে এটি আর্ট কোরেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

ভাইয়া, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।

বাহ্ আপনি চমৎকার ড্রয়িং করেছেন তো। সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। জামায় হলুদ কালার করাটা আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। সব মিলিয়ে অঙ্কনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেকগুলো ধাপের মধ্যে বিষয়টা ভালো ফুটে উঠেছে।

দাদা, চেষ্টা করেছি সুন্দর ভাবে ড্রয়িং টি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।খুব খুশি লাগছে আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে। তবে কি দাদা আপনার মতো এত নিখুত দক্ষতার সাথে ড্রয়িং করতে পারে না।তারপরও চেষ্টা করেছি অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর মন্তব্যের জন্য।🙏

আপু আমি কিন্তু ভেবেছি আপনি নিজের ছবি নিজেই এঁকেছেন। আমার কাছে কিন্তু তাই মনে হচ্ছে। খুব সুন্দর একটি রাজকন্যা ঠিক আপনার মতই। আপনারা অংকনের হাত দারুন। ধন্যবাদ আপনাকে

তাই নাকি ভাইয়া😊,
ভাইয়া, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।

বাহ আপু অনেক সুন্দর একটি ড্রয়িং করেছেন তো। অনেক সুন্দর হয়েছে ড্রয়িং টি। ড্রেসটি আরো বেশি সুন্দর লাগছে দেখতে। চুলগুলোও খুব সুন্দর করে অঙ্কন করেছেন। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন প্রতিটি ধাপ। আপনার জন্য শুভকামনা রইলো।

আপু, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য।

ওয়াও আপু আপনার রাজকন্যা ড্রইং টি অনেক অসাধারণ হয়েছে। পুরোপুরি পারফেক্ট ভাবে আপনি ড্রইং টি করেছেন। আমার কাছে রাজকন্যার পোশাকটি সবচেয়ে বেশি ভালো লেগেছে।সুন্দর ধাপগুলো উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে এত সুন্দর একটি ড্রইং শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপু, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য।

আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আপনি জল রং দিয়ে সুন্দরী রাজকন্যার ছবি আপনি অঙ্কন করেছেন। আমার অনেক ভালো লেগেছে।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনার ভিতরে এত সুন্দর দক্ষতা আছে আমি জানতামই না। প্রতিটি ধাপ খুব সুন্দর ছিল।আপনার জন্য শুভকামনা রইল আর হলুদ কালারের কারণে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে

আমার ভাইটি, আমার ড্রয়িং টি তোমার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। তোমার কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ ভাইটি এত সুন্দর মন্তব্যের জন্য।

সত্যি আপু আপনার হাতের কাজ অসাধারণ। আজকে একটা রাজকুমারী ড্রয়িং করেছেন খুব ভালো দেখা গেছে। হলুদ জামা দেখতে আমার খুব ভালো লাগে। তেমন রাজকুমার জামা আমার মন ছুঁয়ে গেছে। সব মিলিয়ে অসাধারণ ড্রয়িং হয়েছে আজকে। বিশেষ করে রাজকুমারের ড্রয়িংটা অসাধারণ ছিল। অনেক অনেক শুভকামনা রইল আরো সুন্দর সুন্দর জিনিস আমাদের সবাইকে দিতে পারেন

আপু, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য।

জল রং দিয়ে খুবই সুন্দর রাজকুমারী চিত্র অঙ্কন করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ভাইয়া, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।

এটা সত্যি যে মানুষ চাইলে সব কিছুই করতে পারে। আপনি যে হাল ছাড়েননি এই আর্টেই তার প্রমাণ। খুব সুন্দর হয়েছে আর্টটি। আপনার জন্য শুভকামনা থাকলো।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য

জাস্ট অসাধারণ অসম্ভব সুন্দর একটি রাজকন্যার চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার অংকন দেখে সত্যিই আমি মুগ্ধ দারুণভাবে আপনি জল রং ব্যবহার করে অংকন টি সম্পন্ন করেছেন। রাজকন্যার হলুদ রঙের পোশাক কি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি রাজকন্যার চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তীতে এইরকম সুন্দর সুন্দর অঙ্কন আশা করব শুভকামনা রইল আপনার জন্য🥳🥳🎊

জি ভাইয়া,চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ড্রয়িং আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভাইয়া, আমার ড্রয়িং টি আপনার ভাল লেগেছে শুনে খুবই খুশি লাগছে। আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো কাজ করার উৎসাহ যোগায়। অসংখ্য ধন্যবাদ ভাইয় এত সুন্দর মন্তব্যের জন্য।💐💐