গরম ভাতের সাথে খাওয়ার জন্য 😋 ছোট চিংড়ি মাছের সুস্বাদু বড়া বা পাকোড়া রেসিপি

in hive-129948 •  2 years ago 

আসসালামুয়ালাইকুম,

InCollage_20230311_184936662.jpg

সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর মেহেরবানীতে সবাই খুব ভালো আছেন।

চলে এসেছি আবারো আপনাদের মাঝে সুস্বাদু একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ছোট চিংড়ি মাছের সুস্বাদু বড়া বা পাকোড়া রেসিপি।

আপনারা হয়তো জানেন আমি চট্টগ্রাম থাকি আর আমি সীতাকুণ্ড যে জায়গাতে থাকি সেখান থেকে সমুদ্র বেশি দূর নয়।শীত এলে বিভিন্ন রকমের চিংড়ি মাছ পাওয়া যায়। বিশেষ করে শীতে এলে ছোট চিংড়ি মাছ খুব পাওয়া যায়।আর এই চিংড়ি মাছ একদম অল্প দামে পাওয়া যায়,বিশ্বাস করবেন না এই চিংড়ি মাছের কেজি মাএ ১৫ টাকা থেকে ২০ টাকা । এই চিংড়ি মাছগুলো একটু পরিষ্কার করে ফ্রিজে রেখে দিলে অনেক মাস খাওয়া যায়। এই ছোট চিংড়ি মাছ গুলো দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করে খাওয়া যায়।বিশেষ করে চট্টগ্রাম মানুষ শীতের সময় এই চিংড়ি মাছগুলো দিয়ে ফুলকপি রান্না,শিম রান্না এই ছাড়াও বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করে থাকে। তবে আমি কোন সবজির সাথে দিয়ে এই চিংড়ি মাছগুলো খেতে পছন্দ করি না।আমি চিংড়ি মাছের বড়া বা পাকোড়া তৈরি করে খেতে খুবই পছন্দ করি।এই মাছের বড়া বা পাকোড়া সাথে যদি চালের গুঁড়া দেওয়া হয় তাহলে মুচমুচে হয়।এই বড়া বা পাকোড়া গরম ভাত বা বিকেলের নাস্তা হিসেবে খেতে বেশ সুস্বাদু হয়।

যাই হোক অনেক কথা বলে ফেলেছি, চলুন কিভাবে আমি এই সুস্বাদু ছোট চিংড়ি মাছের বড়া বা পাকোড়া তৈরি করেছি তা আপনাদের মাঝে শেয়ার করি।

বন্ধুরা, আমি এই রেসিপির কিছু উপকরণের ফটোগ্রাফি তোলতে ভুলে গিয়েছি।

InCollage_20230311_211850699.jpg

ছোট চিংড়ি মাছের বড়া বা পাকোড়া তৈরির উপকরণসমূহ
ছোট চিংড়ি মাছ২০০ গ্রাম।
চালের গুঁড়া২ চামচ।
পেঁয়াজ২ টি।
কাঁচা মরিচ৪-৫ টি।
আদা রসুন বাটা১ চামচ।
লাল মরিচ গুঁড়া১/২ চামচ।
হলুদ গুঁড়া১/২ চামচ।
জিরা ধনিয়া গুঁড়া১ চামচ।
ধনিয়া পাতাপরিমাণ মত।
লবণস্বাদ মত।
সয়াবিন তেল১০ চামচ।

InCollage_20230311_214851156.jpg

প্রস্তুত প্রণালী :

১ম ধাপ
InCollage_20230311_211745337.jpgInCollage_20230311_211810281.jpg

প্রথম ধাপে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটি বাটিতে নিব।চিংড়ি মাছ গুলো ধুয়ে নেওয়া হলে,এবার আমি হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া,জিরা ধনিয়া গুঁড়া, লবণ এবং দুই চামচ চালের গুঁড়া দিয়ে দিব এভাবে।

২য় ধাপ

InCollage_20230311_211910176.jpg

InCollage_20230311_215211974.jpg

সব উপকরণ চিংড়ি মাছের সাথে দেওয়া হলে, এবার আমি কাঁচা মরিচের টুকরো পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে হাতের সাহায্যে চিংড়ি মাছ মাখিয়ে নিব।

৩য় ধাপ

InCollage_20230311_220135672.jpg

InCollage_20230311_220219279.jpg

ছোট চিংড়ি মাছের সাথে সব উপকরণ মাখানো হয়ে গেলে,১০ মিনিটের মত চিংড়ি মাছগুলো ঢেকে রেখে দিব।১০ পর মিনিট পর চুলায় একটি প্যান বসাবো।

৪র্থ ধাপ

InCollage_20230311_220325918.jpg

InCollage_20230311_220407697.jpg

এবার আমি প্যানে ১০ চামচ সয়াবিন তেল দিব। তেল গরম হলে, চিংড়ি মাছের বড়া বা পাকোড়া গুলো হাতের সাহায্যে গোল করে প্যানে দিয়ে দিব এই ভাবে।

৫ম ধাপ

InCollage_20230311_220709292.jpg

InCollage_20230311_220729755.jpg

চিংড়ি মাছের বড়া বা পাকোড়া গুলো প্যানে দেওয়া হলে, এবার চুলার মাঝারি আঁচে পাকোড়া গুলো ভেজে নিব।চিংড়ি মাছে পাকোড়ার এক পাশ ভাজা হলে, আরেক পাশ চামচের সাহায্যে উল্টে দিব।

৬ষ্ঠ ধাপ

InCollage_20230311_220751748.jpg

InCollage_20230311_220809181.jpg

ছোট চিংড়ি মাছের বড়া বা পাকোড়া গুলো এভাবে আমি চুলার একদম কম আঁচে ১০ মিনিট ভেজে নিব।মুচমুচে এবং লাল লাল ভাজা হলে,আমি প্যান থেকে তুলে নিব।

InCollage_20230311_184936662.jpg

তৈরি হয়ে গিয়েছে খুবই সুস্বাদু ছোট চিংড়ি মাছের বড়া বা পাকোড়া রেসিপি।এই রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে।এছাড়াও বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটি কিন্তু খেতে অনেক সুস্বাদু।

বন্ধুরা, আমার তৈরি করা ছোট চিংড়ি মাছের বড়া বা পাকোড়া রেসিপি টি আপনাদের কেমন লেগেছে?
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসযোগায়।

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার খুবই পছন্দ এই রেসিপি। অনেক দিন হয়ে গিয়েছে এই বড়া খাওয়া হয়না। আগে দু-এক দিন পর পরই আমার মা এভাবে ছোট চিংড়ি মাছ দিয়ে বড়া বানাতেন। গরম ভাতের সাথে এই বড়া খেতে সত্যি দারুণ লাগে। আপনার বড়া দেখে জিভে জল চলে আসল। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

জি আপু,গরম ভাতের সাথে অনেক মজা লাগে। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

এভাবে ছোট চিংড়ির বড়া বা পাকোড়া আগে কখনোই খাওয়া হয়নি। তবে দেখে মনে হচ্ছে এটা খেতে খুবই সুস্বাদু। আমি অবশ্যই বাসায় একদিন রেসিপিটি ট্রাই করবো। রেসিপির কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

জি আপু,এই রেসিপি টি অনেক অনেক সুস্বাদু
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য 🥰

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনি ঠিক বলছেন আপু আপনি চট্টগ্রামে হলে আমি কক্সবাজারে খুব বেশি দূরত্ব নয়। ছোট চিংড়ি মাছগুলো আমরাও বিভিন্ন রেসিপি করে খেয়ে থাকি বিশেষ করে আপনার মত বড়া তৈরি করে। অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন এই বাড়া গুলো গরম ভাতের সাথে কিংবা এমনিতে বিকালের নাস্তায়ও খাওয়া যাই বেশ ভালো লাগে

একদম ঠিক আপু,বড়া গুলো অনেক সুস্বাদু এবং পুষ্টিকর
অসংখ্য ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য 🥰

এটা ঠিক গরম ভাতের সাথে চিংড়ির বড়া বা পাকোড়া খেতে দারুন লাগে। এইরকম চিংড়ির বড়া গরম গরম খেতে খুব মজা লাগে। আপনার রেসিপি কালার কম্বিনেশন টা দারুন লাগছে। খেতেও নিশ্চয়ই মজা হয়েছে। চাউলের গুড়া দেয়ার কারণে পাকোড়া মুচমুচে হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চিংড়ির পাকোড়া রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য।

জি ভাইয়া, ছোট চিংড়ি মাছের বড়া গুলো অনেক সুস্বাদু হয়েছে।ধন্যবাদ ভাইয়া

বিশ্বাস করবেন না এই চিংড়ি মাছের কেজি মাএ ১৫ টাকা থেকে ২০ টাকা ।

সত্যিই অবিশ্বাস্য হলেও সত্যি এতো কম দামে এখনো চিংড়ি মাছ পাওয়া যায়। আপু আমাদের জন্য কিছু চিংড়ি মাছ পাঠিয়ে দেন ☺️

চিংড়ি মাছের পাকোড়া খুব লোভনীয় একটি খাবার। আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। ধন্যবাদ আপু চমৎকার রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

ভাইয়া, চিংড়ি মাছ পাঠিয়ে দিব কিন্তু বোনের বাসাই চলে আসলে ত হয় এত দূরে এই ছোট চিংড়ি মাছ পাঠালে নষ্ট হয়ে যাবে😔ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 🥰

হা হা 😄।
ইনশাআল্লাহ আসবো আসবো 🤗

🥰🥰😋

image.png

চিংড়ি মাছ পছন্দ করে না এরকম মানুষকে কমই আছে আর এই চিংড়ি মাছ দিয়ে যদি পাকোড়া তৈরি করা হয় তাহলে তো আর কোন কথাই নেই। যদিও বাসায় তৈরি করার ক্ষেত্রে এ ঝামেলা কেউ তেমন একটা নিতে চায় না তাই আমি মাঝে মাঝে বাজার থেকে এগুলো কিনে খাই খুবই সুস্বাদু লাগে। অনেকদিন বাদে এরকম ইউনিক একটি রেসিপি দেখলাম। ধন্যবাদ মজাদার এই রেসিপিটি আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া, চিংড়ি মাছের বড়া তৈরি করতে তেমন ঝামেলা না
অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়।

ছোট চিংড়ির এই বড়া আমার কাছেো খেতে বেশ ভালো লাগে। আমার ছোট খালামণি বেশ সুস্বাদু করে এই বড়াটি বানিয়ে থাকে। ধন্যবাদ আপু সুন্দর এই ছোট চিংড়ির বড়ার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপুমণি,আপনি আমার পোস্টে মন্তব্য করার জন্য 🥰 আপু এই ছোট চিংড়ি মাছে বড়া গুলো অনেক সুস্বাদু ।

ছোট চিংড়ির বড়া আমার কবি ফেভারেট প্রায় প্রতিদিনই আমাদের বাজারের রাস্তার মোড়ে বিক্রি করে সেখান থেকে খাওয়া হয় বিশেষ করে এই ধরনের খাবার গরম ভাতে অথবা এমনিতে বিকেলের নাস্তা হিসেবে খেতে খুবই ভালো লাগে।।
আপনার প্রস্তুত করা দেখেই খুব লোভ হচ্ছে ইচ্ছে করছে তুলে খেতে শুরু করি।।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ভাইয়া 🥰

আসলেই ঠিক বলেছেন আপু এই ছোট চিংড়ি গুলো কিনে ফ্রিজে রাখলে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। তাছাড়া বড় চিংড়ির চেয়ে এই চিংড়িগুলোর দামেও অনেক কমে হয়। অনেকদিন পর আপনার রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো। আপনার আগের রেসিপি গুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর চিংড়ি মাছ দিয়ে বড়া তৈরি করলে তো অসাধারণ। দেখেই একটা খেয়ে নিতে ইচ্ছা করছে।

আপু,বড় চিংড়ি মাছ থেকেও ছোট চিংড়ি মাছগুলো আমার খুব পছন্দের আর এভাবে যদি ফ্রিজে রাখা হয় অনেক দিন খাওয়া যায়।আপু,আপনাদের সবাইকে আমি খুব মিস করেছি 😔আপনার কমেন্টটা পড়ে আবেগে আপ্লুত হয়ে গিয়েছে😢 ধন্যবাদ আপু পাশে থাকার জন্য 🥰

আপনি চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে পাকোড়া বানিয়েছেন। তবে চিংড়ি মাছ দিয়ে এভাবে কখনো পাকোড়া বানিয়ে আমি খাইনি। তবে চট্টগ্রামে চিংড়ি মাছের কেজি 15 থেকে 20 টাকা শুনে অবাক হয়ে গেলাম। আমাদের এই দিকে ছোট চিংড়ি মাছ গুলোর দামও অনেক বেশি। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজায় হয়েছে। অনেক সুন্দর করে আমাদের মাঝে রেসিপিটি শেয়ার করছেন।

অনেক সুস্বাদু একটি চিংড়ির পাকোড়া আমাদের মাঝে তৈরি করে দেখিয়েছেন দেখে আমার খুব ভালো লাগলো। অতি লোভনীয় ছিল আপনার এই রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত রান্না প্রত্যেকটা পর্যায়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুব সুন্দর ভাবে। সব মিলে বলতে পারি খুবই ভালো লাগ।

ছোট চিংড়ি মাছের পাকোড়া রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে। পাকোড়া খেতে আমার খুবই ভালো লাগে। যদিও সবজির পাকোড়া অনেক খাওয়া হয়। আপনার তৈরি পাকোড়া গুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। তবে ছোট চিংড়ি মাছের দাম ১৫-২০ টাকা, এটা শুনে সত্যিই অবাক হয়ে গেলাম। যাইহোক এমন মুখরোচক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।