কাঁচা হলুদের সুস্বাদু পুষ্টিকর এবং ইউনিক ভুনা রেসিপি

in hive-129948 •  2 years ago 

আসসালামুয়ালাইকুম,

InCollage_20230308_173113831.jpg

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মেহেরবানীতে সবাই খুবই ভালো আছেন।

অনেক দিন আপনাদের মাঝে আমি কোন পোস্ট শেয়ার করতে পারছি না।
কারণ মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে। কারণ নিজের পরিবার ছাড়া যেমন মানুষ অসহায় তেমনি আমি মনে করি আমার বাংলা ব্লগের মানুষ গুলো ছাড়া আমি একদমই অসহায়।এত দিন নিজেকে খুব একা লেগেছে, আলহামদুলিল্লাহ কিছু দিন হলো একটি বেশি দাম নয় কম দামের একটি মোবাইল কিনেছি।তাই আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের মাঝে খুবই সুস্বাদু,পুষ্টিকর এবং ঔষধি গুনে ভরপুর রেসিপি নিয়ে হাজির হয়েছি।আজকের রেসিপি কাঁচা হলুদের সুস্বাদু ভুনা রেসিপি

হলুদ আমাদের খুব খুব পরিচিত মসলা, এই মসলা ছাড়া যেনো তরকারি রান্না করলে তরকারি রান্নার মতই লাগে না।হলুদ তরকারির রং কে সুন্দর করে।এছাড়াও তরকারি হলুদ দিয়ে রান্না করলে দেখতে খুবই লোভনীয় লাগে।

এছাড়াও রয়েছে কাঁচা হলুদে প্রাকৃতিক পুষ্টিগুণ যা মানব দেহের জন্য খুবই উপকারী।যেমন ওজন কমাই, সর্দি জন্য উপরকারী, ক্ষতস্থান শুকাতে সাহায্য করে, রক্তের চাপ কমাতে সাহায্য করে এছাড়াও যাদের কম ঘুম হয় তারা যদি কাঁচা হলুদ খায় তাদের জন্য খুবই উপকারী। এক কথায় বলতে গেলে প্রাকৃতিক ঔষধ। আপনারা হয়তো ভাবছেন হলুদ গুঁড়া আমরা তরকারির সাথে দিয়ে খাই তাহলে আর কাঁচা হলুদ খাওয়ার দরকার কি?
শুকনো হলুদ গুঁড়া যে পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তার থেকে কাঁচা হলুদ রয়েছে প্রচুর পুষ্টিগুন। কাঁচা হলুদের সুস্বাদু ভুনা রেসিপিটি আমি ছোটবেলায় থেকে খেয়ে আসছি খুবই সুস্বাদু।এই রেসিপি আমার মা তৈরি করতেন বিশেষ করে যখন আমাদের ভাই-বোনের সর্দি জ্বর হত।

তাহলে চলুন কিভাবে আমি কাঁচা হলুদ দিয়ে খুবই সুস্বাদু ভুনা রেসিপিটি তৈরি করেছি। তা আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।

InShot_20230308_204832470.jpg

কাঁচা হলুদের ভুনা তৈরি উপকরণসমূহ
কাঁচা হলুদ২০০ গ্রাম।
পেঁয়াজ২ টি।
কাঁচা মরিচ৯-১০ টি।
আদা,রসুন বাটা১ চামচ।
লাল মরিচ গুঁড়া১/২ চামচ।
জিরা,ধনিয়া গুঁড়া১/২ চামচ।
এলাচি,দারুচিনি,লবঙ্গ এবং গোলমরিচ গুঁড়া১/২ চামচ।
সয়াবিন তেল৬ চামচ।
লবণস্বাদ মত।

InShot_20230308_205544825.jpg

প্রস্তুত প্রণালী :

১ম ধাপ
InShot_20230308_205832130.jpgInShot_20230308_205908877.jpg

প্রথম ধাপে আমি কাঁচা হলুদ গুলো পরিষ্কার করে ধুয়ে নিয় পাটার সাহায্যে বেটে নিব এইভাবে

২য় ধাপ
InShot_20230308_210341671.jpgInShot_20230308_210413905.jpg

কাঁচা হলুদের টুকরোগুলো বাটা হলে, এবার আমি চুলায় একটি প্যানে ছয় চামচ সয়াবিন তেল দিব।তেল গরম হলে, পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচের টুকরোগুলো দিয়ে ভেজে নিব।

৩য় ধাপ
InShot_20230308_211005762.jpgInShot_20230308_211055042.jpg

পেঁয়াজ কুচি হালকা গোলাপি রং হয়ে এলে, এবার আমি আদা রসুন বাটা প্যানে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব।আদা রসুন বাটাগুলো ভাজা হলে, আমি একে একে সব মসলার গুঁড়া প্যানে দিয়ে দিব।

৪র্থ ধাপ
InShot_20230308_211149355.jpgInShot_20230308_211234076.jpg

পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা সব মসলার সাথে ভাজা হলে, বেটে রাখা কাঁচা হলুদ প্যানে ঢেলে দিব। এবার অল্প পরিমাণে পানি দিয়ে নেড়েচেড়ে চুলার মাঝারি আঁচে ভুনা করে নিব।

৫ম ধাপ

InShot_20230308_211345112.jpg

কাঁচা হলুদের পানি শুকিয়ে ভুনা ভুনা হলে, আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব।

InShot_20230308_215004815.jpg
তৈরি হয়ে গিয়েছে খুবই সুস্বাদু এবং প্রাকৃতিক পুষ্টিগুণে ভরপুর কাঁচা হলুদের ভুনা রেসিপি।এই রেসিপি গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খুবই সুস্বাদু লাগে।

বন্ধুরা, আমার তৈরি করা কাঁচা হলুদের ভুনা রেসিপি টি আপনাদের কেমন লেগেছে?
যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসযোগায়।

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু আপনার মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল জেনে সত্যি খারাপ লাগলো। আমরা বাংলা ব্লগ ছাড়া আমরা সত্যিই অসম্পূর্ণ। আমি মনে মনে আপনাকে অনেক খুঁজতাম। কারণ আপনার রেসিপি গুলো খুবই মিস করতাম। কাঁচা হলুদের এই রেসিপি সত্যিই একেবারে ইউনিক হয়েছে। এভাবে যে কখনো হলুদ রান্না করে খাওয়া যায় তা জানা ছিল না। ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে আপনি আবারো আমাদের মাঝে হাজির হয়েছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

ধন্যবাদ আপু, মন্তব্য টি পড়ে খুব ভালো লাগছে
আমি সবাই খুব মিস করেছি সত্যি আপু🥰🥰