পোস্টার রং দিয়ে পূর্ণিমা চাঁদের আলোয় গাছের ডালে দুটি পাখি চিত্র অংকন"@shy-fox 10% beneficiary

in hive-129948 •  3 years ago 

আসসালামুয়ালাইকুম,

Screenshot_20211216-174403_Picsart.jpg

IMG_20211214_002423_mfnr.jpg

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।

বিভিন্ন রকমের ড্রয়িং অঙ্কন করতে আমার খুবই ভালো লাগে। পোস্টার রঙের কালার গুলো খুবই সুন্দর হয় পোস্টার রং দিয়ে বিভিন্ন রকমের ড্রয়িং করতে আমার খুবই ভাল লাগে। সময় স্বল্পতার কারণে ড্রয়িং করা হয় না।
অনেক দিন যাবত চিন্তা করছি কিছু একটা ড্রয়িং করব। একতো সময় স্বল্পতা দ্বিতীয়তে হচ্ছে তিন দিন যাবত প্রচন্ড জ্বর।জ্বরের কারণে ড্রয়িং করার মন-মানসিকতা মনের মধ্যে নাই তাই আর ড্রইং করা হয়ে উঠছেনা। আজকে সন্ধ্যার সময় পোস্টার রং সাদা কাগজ পেন্সিল নিয়ে বসে পড়লাম কিছু একটা ড্রয়িং করব বলে।

কি ড্রয়িং করব চিন্তা করেতে পাচ্ছে না।অনেক ক্ষণ চিন্তা করার পর মনে হলো পূর্ণিমার চাঁদ আলোতে দুটি পাখি একটি গাছের ডালে বসে আছে এই ড্রয়িং টি করি।

যে কথা সেই কাজ শুরু করে দিলাম আমার ড্রয়িং করা। জানি না আমার ড্রয়িং টি আপনাদের কেমন লাগবে?

তাহলে চলুন, পূর্ণিমা চাঁদের আলোয় দুটি পাখি একটি ডালে বসে থাকা ড্রয়িং টি আপনাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করি।

পূর্ণিমা চাঁদের আলোয় দুটি পাখি একটি গাছের ডালে ড্রয়িং করতে যা যা লিখেছে"

১/ সাদা কাগজ।

২/ পোস্টার রং।

৩/ পেন্সিল।

৪/ স্কেল।

৫/ রং করার ব্রাশ।

IMG_20211213_234049_mfnr.jpg

১ম ধাপ"

IMG_20211213_234119_mfnr.jpg

IMG_20211213_234205_mfnr.jpg

প্রথমে আমি স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে লম্বা একটি দাগ এঁকে নিলাম খাতার এক পাশে।

২য় ধাপ"

IMG_20211213_234331_mfnr.jpg

IMG_20211213_234508.jpg

IMG_20211213_234630_mfnr.jpg

এবার একটি গোল ঢাকনা দিয়ে খাতার উপরের দিকে চাপ দিয়ে ধরে চারিপাশে হাল নীল এবং সাদা পোস্টার রং করে নিব।

৩য় ধাপ"

IMG_20211213_234729_mfnr.jpg

IMG_20211213_234838_mfnr.jpg

বৃত্তটা আমি সাদা রেখে দিবো,এর চারপাশে হালকা নীল সাদা রং করে নিলাম।এবার আমি উপরের দিক এবং নিচের দিকটা গারো নীল রং করে নিব।

৪র্থ ধাপ"

IMG_20211213_235704_mfnr.jpg

IMG_20211214_000028_mfnr.jpg

হালকা নীল এবং সাদা রং করা হলে,এবার আমি বৃওের চারিপাশে সাদা পোস্টার রং করে নিব।দেখতে যেনো লাগে পূর্ণিমার চাঁদের আলো চাঁদে চারিপাশে সাদা অংশটি।

৫ম ধাপ"

IMG_20211214_000928_mfnr.jpg

IMG_20211214_001413_mfnr.jpg

এখন আমি পেন্সিলের সাহায্যে গাছের ডাল এবং পাখি একে নিলাম।

৬ষ্ঠ ধাপ"

IMG_20211214_001855_mfnr.jpg

IMG_20211214_002028_mfnr.jpg

IMG_20211214_002311_mfnr.jpg

এবার আমি কালো পোস্টার রং দিয়ে ডাল এবং পাখি গুলো কালো রং করে নিলাম। এখন আমি পোস্টার রং দিয়ে পূর্ণিমা চাঁদে আলোয় গাছের ডালে দুটি পাখি ড্রয়িং টি শেষ করলাম।

বন্ধুরা,আমার ড্রয়িং করা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট আপনাদের ভালোবাসা ভালো কাজ করার উৎসাহ যোগায়।

ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

সবাই ভাল থাকবেন,ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটি একটি খুব সুন্দর পেইন্টিং যা আপনি তৈরি করেছেন, এখানে আমাদের সবাইকে বিনোদন দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।

বাহ্ খুব সুন্দর ছিল। একটা রোমান্টিক পরিবেশ তৈরি হয়েছে যেন চারপাশে। আর পাখি দুটি সেই পরিবেশের সাথে দারুন ভাবে উপভোগ করছে। খুব ভালো লাগলো এই ব্যাপার। চাঁদ টাও খুব সুন্দর দেখাচ্ছে।

অসংখ্য ধন্যবাদ দিদি আপনার এত সুন্দর মন্তব্যের জন্য🥰🥰

পোস্টার রং দিয়ে পূর্ণিমা চাঁদের আলোয় গাছের ডালে দুটি পাখি চিত্র অংকনটা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার আর্টটের মাধ্যমে প্রকৃতির চিত্র ফুটে উঠেছে। আপু আপনার কাছে এ রকম সুন্দর আর্ট আশা করছি। আপনি বরাবরই অনেক ভালো আর্ট করে থাকেন। পোস্টার রং দিয়ে পূর্ণিমা চাঁদের আলোয় গাছের ডালে দুটি পাখি চিত্র অংকনটি সম্পর্কে সুন্দর বর্নণা দিয়েছেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

ভাইয়া,আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া যদি থাকে।অবশ্যই সামনে আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর চিএ অংকন নিয়ে হাজির হব।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য।

আপনি চিত্রাংকনে জলরঙ এত সুন্দর ভাবে ব্যবহার করেছেন যেন মনে হচ্ছে একজন অভিজ্ঞ চিত্রশিল্পী। আপনার চিত্রাংকন টি অনেক সুন্দর এবং ইউনিক হয়েছে। এতো সুন্দর একটি চিত্রাংকন উপহার দেওয়ার জন্য বিজয়ের শুভেচ্ছা।

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য🥰🥰

গাছের ডালে দুটি পাখি বসে থাকা চিত্রাঙ্কনটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার উপস্থাপন দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার এতো সুন্দর মন্তব্য দেখলে ভালো কাজ করার উত্সাহ যোগায় মনে।

পোস্টার রং দিয়ে খুবই চমৎকার ভাবে পূর্ণিমা রাতের চিত্র অঙ্কন করেছেন এবং সাথে দুটি পাখির ডালে বসে থাকা অবস্থার চিত্র অঙ্কন করেছেন। সত্যি আপু আপনি দারুন একটি সৃজনশীল গুলো কাজ করেছেন। প্রতিটি ধাপের বর্ণনাগুলো পরে বুঝতে পারলাম আপনি দারুন প্রতিভার অধিকারী। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

জি ভাইয়া,আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য।আপনার মন্তব্যগুলো আমার খুবই ভালো লাগে।

পোস্টার রং ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে চাঁদনী রাতে গাছের ডালে বসে থাকা দুটি পাখির অনেক সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনারা অংকন দেখে সত্যিই আমি মুগ্ধ ,ঠিক এইরকমই চিত্র এখন প্রায় প্রতিরাতেই দেখা যায় ,কারণ এখন রাতের আকাশ অনেকটাই চাঁদনি। এই রাতে অনেক দূর থেকে দেখা যায় বাঁশ ঝাড়ের উপর এরকম পাখি বসে থাকার দৃশ্য। আপনার এই অংকন টি একদম বাস্তবতার সাথে মিল আছে দেখছি। এত সুন্দর একটি অঙ্কন আমাদের সকলের মাঝে চমৎকারভাবে step-by-step তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের মন্তব্য গুলো ভালো কাজ করার উৎসাহ যোগায়।