বন্দর ক্যাফেতে কিছু সময়

in hive-129948 •  17 days ago 

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে।

1733326771889.png

গত বৃহস্পতিবার আমার হাসবেন্ড গ্রামের বাড়ি গিয়েছিল। বাড়ির কিছু কাজ দেখার জন্য আমাদের বাড়িতে কিছু কাজ চলছে। আর আমার বাচ্চারা তো সব সময় তাদের বাবাকে পেয়ে অভ্যস্ত। বিকেল টাইমটাতে বাবাকে না পেলে তারা খুব অস্থির হয়ে যায়। ওদের বাবা তো দুপুরবেলায় চলে গিয়েছিল এজন্য আমি চিন্তা করলাম ওদেরকে বাসায় আমি একা সামলাতে পারবো না। তাই ভাবলাম একটু বাইরে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি একটু কেনাকাটা করা হবে ওদেরকেও ঘুরে নিয়ে আসা হবে এতে করে সন্ধ্যার সময়টা কেটে গেলে তখন আর রাতে বেশি ঝামেলা করতে পারবেনা।

IMG_20241128_173302.jpg

IMG_20241128_173254.jpg

IMG_20241128_173143.jpg

ছেলে মেয়েকে নিয়ে আমি একা পেরিয়ে পড়ি। আমার মেয়ে কিছু খেতে যাচ্ছিল সামনে দেখলাম বন্দর ক্যাফে। এই ক্যাফেতে খুব বেশি খাওয়া দাওয়া হয়নি আজকে একটু গিয়ে খেয়ে আসি দেখি কেমন লাগে। এখানে পরিবেশটা মোটামুটি সুন্দর সবকিছু সাজানো। টেবিলের কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম খুব সুন্দর করে সাজানো ছিল বলে। আমার মেয়ে রেস্টুরেন্টে গেলে চিকেন ছাড়া তেমন কিছু খেতে পারে না কারণ অন্য সব খাবারের অনেক ঝাল থাকে চিকেন টা খেতে অনেক বেশি পছন্দ করে। অর্ডার করে দিয়েছিলাম চিকেন পপকন আমি ভাবলাম আমার খুব খেতে ইচ্ছা করছিল তারপরও আমি চিকেন চাওমিন অর্ডার দিয়েছিলাম।

IMG_20241128_173237.jpg

IMG_20241128_173154.jpg

IMG_20241128_173111.jpg

খাবারের অর্ডার দিয়ে আমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলাম।এখনে তো তেমন কিছু করার ছিল না।আমরা তিনজন মিলে ছবিও তুললাম। কিছুক্ষণের মধ্যে খাবার চলে এসেছিল। আর আমার ছেলে তো চুপ করে বসে থাকার মানুষ না সবকিছু নিয়ে টানাটানি শুরু করেছিল। তার দুষ্ট মেয়ের শেষ নেই।

IMG_20241128_174539.jpg

IMG_20241128_174532.jpg

খাবারগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে। কিন্তু আমার মেয়ে এখানকার চিকেন পপকর্ন খেতে পাচ্ছিল না। কেন জানি এখানে খাবারটাতে অনেক ঝাল ছিল।তারপরও আমার মেয়ের অনেক পছন্দ করে বলে একটু খেয়েছিল।আমার কাছে চিকেন চাউমিন টাও তেমন ভালো লাগে নি।

যাইহোক আমি তেমন রেস্টুরেন্টের খাবার পছন্দ করি না।আমার কাছে ঘরোয়া খাবারই ভালো লাগে।সময় টা ভালোভাবে কেটেছে এই আর কি।আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...MHv3w7VxjkyjsCq93AGBRKdJvUDckiCn5Bi4X9PoVnE5EWdAdzbeVkhbJeoNBCvJeVxgXn64VKXqDqc5zAtEYcjVCpDPqNwqmJzcR62ny1kmLqJAK3qWzkMesp.png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovY5HDchDfgzdxMYwcfV1uSEjGaQQ45bs37JsJsoobLUH98aUgBctcoZGBvwindwA9oHHF9oQbaWEVem6BREmrpri.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

আজকের টাস্ক প্রফু

Screenshot_20241204_212257.jpg

Screenshot_20241204_165614.jpg

টুইটার লিংক -https://x.com/RituAmin56700/status/1864268353835352300?t=jAIozcz5uE8V_BhLTD0KmQ&s=19

মাঝে মাঝে পরিবারের সবার সাথে সুন্দর সময় কাটাতে সত্যি অনেক ভালো লাগে। একদিকে যেমন ভালো সময় কাটানো যায় অন্যদিকে মজার মজার সব খাবার খাওয়া যায়। অনেক ভালো লাগলো আপু আপনার এই পোস্ট দেখে।

অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য। অনেক ভালোবাসা আপনার জন্য।

এখনকার বাচ্চারা কেনো জানি মায়ের চেয়ে বাবকেই বেশি পছন্দ করে।বাবা না থাকলে সত্যিই বাচ্চারা অসহায় বোধ করে।বাবা না থাকার কারণে বাচ্চাদের নিয়ে বাহিরে ঘুরতে গিয়ে খুবই ভালো করেছেন ভাবি এতে করে ওরা কিছুটা হলেও আনন্দ উপভোগ করতে পেরেছে।সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।

এরকম একলা দিনগুলোতে আপনাদের অনেক মিস করি বৌদি। আপনারা থাকলে কিছুই মনে হতো না।ভালো থাকবেন।

বাচ্চাদের নিয়ে বাধ্য হয়ে একাই ঘুরতে বের হয়েছিলেন তাহলে। ক্যাফে কিংবা রেস্টুরেন্টে গেলে বাচ্চাদের দুষ্টামি মনে হয় এমনিতেই বেড়ে যায়। যাইহোক বন্দর ক্যাফে তে খাবার খেয়ে ততোটা ভালো লাগেনি, জেনে খুব খারাপ লাগলো আপু। তবে চাউমিনটা দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।