স্পেশাল নদীর বড় চিংড়ি ভুনা

in hive-129948 •  10 months ago 

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগের সকল সদস্যরা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন।ভা আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনকার মতো আজ আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল টমেটো দিয়ে নদীর চিংড়ি ভুনা। আশা করি রেসিপি টি আপনাদের কাছে ভালো লাগবে।

চিংড়ি মাছ খেতে কে না পছন্দ করে। আমার চিংড়ি মাছ হলে আর কিছু চাই না।তবে নদীর চিংড়ি পাওয়া আমাদের এলাকায় একটু দুষ্কর। এবার গাইবান্ধা গিয়ে এই চিংড়িগুলো কিনে এনেছিলাম।আর টমেটো দিয়ে যদি চিংড়ি মাছ ভুনা করা যায় তাহলে তো তার স্বাদ অনেক বেড়ে যায়।আর এ ধরনের রেসিপি খেতে আমার বাসার সবাই অনেক পছন্দ করে। সেই রেসিপি টি আপনাদের সাথে শেয়ার করছি।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

  • চিংড়ি মাছ
  • টমেটো
  • লবন
  • হলুদ
  • মরিচের গুঁড়ো
  • জিরা বাটা
  • রসুনবাটা
  • পেঁয়াজ কুচি
  • মরিচ কুচি
  • ভাজা মশলার গুড়া

  • প্রথমে চিংড়ি মাছ গুলোতে লবণ,হলুদ, মরিচের গুড়া হাত দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিয়েছি।

  • কাড়াইয়ে তেল গরম করে তাতে লবন,হলুদ মাখানো চিংড়ি মাছ গুলো দিয়েছি।

  • চিংড়ি মাছ গুলো হালকা আচে কিছুক্ষণ ভেজে নিয়েছি।ভাজা হয়ে এলে বাটিতে তুলে নিয়েছি।

  • মাছ ভাজার তেলের মধ্যে পেঁয়াজ মরিচ কুচি গুলো দিয়েছি।হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি।

  • পেঁয়াজ মরিচ ভাজা হয়ে এলে তাতে লবণ,হলুদ, মরিচের গুঁড়ো, জিরা বাটা,রসুন বাটা দিয়েছি।এবার সব মশলাগুলো কষিয়ে নিয়েছি।

  • মশলা কষানো হয়ে এলে তাতে টমেটো কুচি গুলো দিয়ে কষিয়ে নিয়েছি।

  • এবার ঝোল দিয়ে কিছুক্ষণ পর চিংড়ি ও তার পা গুলো দিয়েছি।

  • সবশেষে ভাজা মশলার গুড়া দিয়ে ঝোল কমে এলে নামিয়ে নিয়েছি।

পরিবেশন

  • সবশেষে বাটিতে ঢেলে পরিবেশন করেছি।

এই ছিল আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রচুর কাশি তা না হলে এখনই শুরু করে দিতাম এখান থেকে নিয়ে খাওয়া। দারুন সুন্দর এবং মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করে রেসিপিটি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম।এক কথায় অসাধারণ একটি রেসিপি ছিল। ধন্যবাদ এমন সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

নদীর মাছ খেতে ভীষণ সুস্বাদু লাগে। তবে নদীর মাছ পাওয়া খুব মুশকিল। নদীর বড় চিংড়ি ভুনা দেখে লোভনীয় লাগতেছে। চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করি। অনেক সুন্দর করে রেসিপি পরিবেশন করেছেন। এধরনের খাবার গুলো তৃপ্তি সহকারে খাওয়া যায়। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

আপনিও চিংড়ি মাছ খেতে পছন্দ করেন জেনে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

অন্যান্য জায়গার থেকে নদীর চিংড়ি মাছ গুলো একটু বেশি মজাদার হয়। আপনার রান্না করা চিংড়ি মাছ গুলো একদম তর তাজা।আর আপনি বেশ কয়েকটি উপকরণের সংমিশ্রণে খুবই সুন্দর করে চিংড়ি মাছের রেসিপি টি সম্পন্ন করেছেন। আপনার তৈরি চিংড়ি মাছের রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল।

সত্যি খেতে খুব মজাদার হয়েছিল রেসিপি টি। আপনার জন্য অনেক শুভকামনা রইল ।

আপনার মত আমাদের এদিকেও নদীর চিংগাও বেশ দুষ্কর কারণ আমাদের আশেপাশে কোন নদী নেই । তবে চিংড়ি মাছ রান্না আমি অনেক বেশি পছন্দ করি কারণ এটি যখন গরম গরম রুটি দিয়ে খাওয়া হয় তখন যে একটা মজা লাগে। সব মিলিয়ে রেসিপি টা দেখে জিভে জল চলে আসলো ইনশাল্লাহ বাসায় এটা কোন একদিন তৈরি করে খাব।

আমার রেসিপি টি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম । অনেক ধন্যবাদ ভাইয়া।

চিংড়ি মাছ আমার খুবই প্রিয় ।
বিশেষ করে যদি নদীর চিংড়ি হয় তাহলে তো কোন কথাই নেই।
আমাদের অঞ্চলে এই চিংড়ি মাছকে ঠেঙ্গো চিংড়ি বলে।
আপনি চিংড়ি মাছের মজাদার রেসিপি প্রস্তুত করে উপস্থাপন করেছেন।
দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হবে।

খেতে খুব ভালো হয়েছিল। অনেক ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য।

টমেটো দিয়ে স্পেশাল নদীর বড় চিংড়ি ভুনার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। বড় চিংড়ি মাছ আজও খাইনি। আপনার রেসিপিটি দেখে অনেক সুস্বাদু এবং লোভনীয় ছিল ধন্যবাদ।

বড় চিংড়ি খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আজ আপনি আমাদের মাঝে নদীর বড় চিংড়ি ভুনা রেসিপি শেয়ার করেছেন। চিংড়ি ভুনা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমার কাছে তো চিংড়ি মাছ ভুনা অসম্ভব পছন্দের খাবার। আপনি চিংড়ি মাছ ভুনা র প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। নদীর মাছের স্বাদ অনেক বেশি তবে পাওয়া কঠিন। এত সুন্দর চিংড়ি ভুনা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এ ধরনের মাছ গুলো কম পাওয়া যায় বলে হয় তো স্বাদটা এতো বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য।

খুবই লোভনীয় পদ্ধতিতে চিংড়ি মাছের ভুনা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। যেহেতু চিংড়ি মাছ খেতে আমার খুবই ভালো লাগে তাই আপনার তৈরি করার রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। টমেটো ব্যবহার করার ফলে এটা খেতে আরো বেশি সুস্বাদু হয়েছে বলে আমার কাছে মনে হয়।

ঠিক বলেছেন ভাইয়া টমেটো দেওয়াতে এর স্বাদে কোন কমতি ছিল না। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

image.png

নদীর চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে। আর টমেটো দিয়ে এত সুন্দর করে চিংড়ি মাছ ভুনা করেছেন দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। অনেক লোভনীয় আর মজার একটি রেসিপি আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আসলে চিংড়ি আমার খুব একটা ফেভারিট না। চিংড়ি দিয়ে যেকোনো ধরনের খাবার আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু আজকে যখন আপনি এই চিংড়ির রেসিপি পোস্টটি করেছিলেন তখন রেসিপি ছবিগুলো দেখে আমার জিভে জল চলে এসেছিল। এছাড়াও আপনি খুব সুন্দর ভাবে এই রেসিপিটা তৈরীর বর্ণনা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। হয়তোবা এই চিংড়ির ভুনা খেতে খুব ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এমন কোন মানুষ নাই যে চিংড়ি মাছ পছন্দ করে না। নদীর চিংড়ি মাছের টেস্ট অন্যরকম মজা হয়। আপনি খুব চমৎকারভাবে নদীর চিংড়ি মাছ ভুনা করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে বোঝাই যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল খেতে। ধন্যবাদ এই লোভনীয় রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

নদীর চিংড়ি মাছের স্বাদ সম্পন্ন ভিন্ন। এখন তো নদীর চিংড়ি মাছ পাওয়াই যায় না। নদীর চিংড়ি বলে লোকরা চাষ করা চিংড়ি বিক্রি করে ।লোকদের সঙ্গে পারার উপায় নেই। যাইহোক আপনি নদীর চিংড়ি মাছ পেয়েছেন এবং টমেটো দিয়ে ভুনা করেছেন, দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। যদিও আমি কখনো টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করিনি। একবার করে দেখতে হবে ।অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

চিংড়ি মাছ আমার খুব পছন্দের। আসলে চিংড়ি ভুনা খেতে বেশ দারুন। স্পেশাল নদীর বড় চিংড়ি ভুনা করেছেন আপু বেশ দুর্দান্ত হয়েছে। আপ‌নার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। রন্ধন প্রক্রিয়া দেখে খেতে খুব ইচ্ছে করতেছে ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

গাইবান্ধা গিয়ে এই নদীর চিংড়ি মাছ কিনে এনেছিলেন জেনে ভালো লাগলো আপু। নদীর মাছ সব সময় পাওয়া যায় না। তবে এই মাছগুলো খেতে বেশি ভালো লাগে। দামের দিক থেকে দাম একটু বেশি হলেও টেস্ট কিন্তু অনেক ভালো। টমেটো দিয়ে চিংড়ি মাছের খুবই মজার একটি রেসিপি তৈরি করেছেন আপু।

নদী চিংড়ি ভুনা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনাকে খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন মচিংড়ি মাছ আমি খুবই পছন্দ করি। আর আপনার এই বড় বড় চিংড়ি মাছের ভুনা রেসিপি দেখে তাই খেতে ইচ্ছা করছে।

চিংড়ি মাছে আমার এলার্জি। তারপরও চিংড়ি মাছ দেখলে লোভ সামলাতে পারি না দু-একটা খেয়েই ফেলি। নদীর চিংড়ি মাছ ভুনা রেসিপিটি অনেক লোভনীয় লাগছে ভাবি।অসংখ্য ধন্যবাদ চিংড়ি মাছের মজাদার ভুনা রেসিপি শেয়ার করার জন্য।