পাশে বসে জিজ্ঞেস করে সুলতান চাচা আপনি কেমন আছেন? সুলতান মিয়া উত্তর দেয় আমার আর থাকা আর না থাকা। বয়স হয়ে গিয়েছে এখন যেকোনো সময় ওপারে যাওয়ার ডাক চলে আসবে। তখন শফিক বলে আপনার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন চাচা। আমি চেষ্টা করব সেটার ব্যবস্থা করতে। তখন সুলতান মিয়া সস্নেহে শফিকের দিকে তাকিয়ে বলেন নিজের সন্তানরাই খোঁজ নেয় না। তোমাকে আর কি বলবো বাবা। তবে তুমি যে কথাটা বলেছ আমি তাতেই অনেক খুশি হয়েছি।
তবে এই বৃদ্ধ বয়সে আমি আর কি চাইবো? যদি কখনো সময় হয় তবে এই বুড়ো চাচার সাথে এসে দুটো কথা বলে যেও। আমি তাতেই খুশি। আমরা তো আর একটা সময় থাকবো না। আমাদের এই গল্পগুলোই তোমাদের কাছে রয়ে যাবে। এই কথা বলার পরে শফিক সুলতান মিয়ার সাথে বসে গল্প করতে থাকে। পরদিন শফিক দুপুর বেলায় আবার সুলতান মিয়ার কাছে আসে। অবশ্য এ দিন শফিক আসার সময় সুলতান মিয়ার জন্য তার বাড়ি থেকে রান্না করা কিছু খাবার নিয়ে এসেছে।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।