দুর্নীতি নামের বিষবৃক্ষ (শেষ পর্ব)

in hive-129948 •  2 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


তার মানে কিন্তু এই না যে আগেকার পুলিশ প্রধানেরা ভালো মানুষ ছিলেন। তারাও দুর্নীতি করেছেন। তবে সেই দুর্নীতির মাত্রা ছিলো এই দুর্নীতিবাজের তুলনায় অনেক কম। এখন যদি এই দুর্নীতিবাজ পুলিশ প্রধানকে বিচারের আওতায় আনা না যায়। তাহলে পুরো পুলিশ বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়বে। কারণ সকলেই দুর্নীতি করার প্রতিযোগিতা শুরু করবে। আর অন্যদিকে যদি এই পুলিশ প্রধানকে বিচারের আওতায় আনা যায়। এবং পুলিশ বাহিনীর প্রতি এই বার্তা প্রদান করা যায়। যে দুর্নীতি করলে তাকে সাজা পেতেই হবে। তাহলে ভবিষ্যতে সবাই দুর্নীতি করার আগে অনেক চিন্তাভাবনা করবে। তবে এই পুলিশ প্রধানের সাজা হওয়ার সম্ভাবনা খুবই কম।


workout_20240524_200410_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে।

কারণ বর্তমান সরকারের অনেক অন্যায় কাজ তিনি করে দিয়েছেন। যার ফলে সরকারি দলের লোকজন যাই বলুক। এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই পুলিশ প্রধানের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারবে না। এমনিতেই বাংলাদেশের সাধারণ মানুষ জন পুলিশের নানা রকম অপকর্মে রীতিমতো অতিষ্ঠ। আর পুলিশ ও এই অপকর্মগুলো করে সহজেই পার পেয়ে যায়। কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো পুলিশকে ব্যবহার করে নানা রকম অপকর্ম করায়। যার ফলে তারা পুলিশের অপকর্মগুলো নিয়ে কখনো কথা বলে না। আপনি যখন কাউকে দিয়ে কোনো খারাপ কাজ করাবেন। তখন আপনি তাকে দিয়ে ভালো কোন কাজ সহজে করাতে পারবেন না। সে আপনার একটা খারাপ কাজ করার বিনিময়ে নিজে আরো তিনটা খারাপ কাজ করবে। বাংলাদেশের পুলিশ বাহিনীর অবস্থাও হয়েছে ঠিক তেমন।


পুলিশ বাহিনী এতো অপকর্ম করলেও তাদের বিরুদ্ধে কখনোই তেমন কোনো ব্যবস্থা নেয়া হয় না। অপকর্ম করেছে আর পুলিশ বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশে এমন নজির আছে খুবই কম। যার ফলে পুলিশ বাহিনী কোনরকম অপকর্ম করতে কখনো ভয় পায় না। কারণ তারা জানে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না। এখন এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য এই সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটা জরুরি। যদি তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। তাহলে অন্যান্য পুলিশ সদস্যরা বা অন্যান্য বাহিনীর লোকজনেরা সতর্ক হয়ে যাবে। যেটা দেশের সাধারণ জনগণের জন্য খুবই ভালো হবে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!