আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মেয়েদের জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে সবার জীবন আর মেয়েদের জীবন কখনো এক নয়। কেননা একটা মেয়ের জন্ম তার পরিবারে হলেও তার বাকি জীবনটা কিন্তু কাটে অন্য পরিবারের। আসলে মেয়েদের জীবনকে বোঝা বড়ই কঠিন। কেননা একটা মেয়েকে একদিক থেকে যেমন তার নিজের বাড়ির দিকটাকে সামলাতে হয় তেমনি তাকে বিয়ের পর তার শ্বশুরবাড়ির দিকটাও সামলাতে হয়। আসলে প্রত্যেকটা মেয়ে হলে একজন মা। আর এজন্য মা হিসেবে তাদের অনেক বেশি দায়িত্ব ও কর্তব্য থাকে এই জীবনে। কেননা একটা মেয়ে তার জন্মের পর থেকে পড়াশোনা করে এবং বড় হলে কোন উচ্চ পদস্থ কোন ডিগ্রীর জন্য তারা বাইরে যেতে পারে না। কারণ তারা হলো মেয়ে। কেননা কোন মেয়ে যখন বাইরে পড়াশোনার উদ্দেশ্যে যায় তখন আশেপাশের লোকজন তাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের খারাপ কথা বলে।
আসলে যারা মেয়েদেরকে উদ্দেশ্য করে খারাপ কথা বলে তারা কখনো তাদের নিজেদের মাকে ভালবাসতে পারেনি। কেননা তার মাও কিন্তু একজন মেয়ে। আসলে এই পৃথিবীতে প্রত্যেকটা মেয়েকে আমাদের অবশ্যই সম্মান করা উচিত। আসলে তাদের পড়াশুনা শেষ করার পরে তারা যতই উচ্চপদস্থ চাকরি করুক না কেন তাদের কিন্তু বিয়ের পর তাদের পরবর্তী স্থান হয় স্বামীর ঘর। আসলে সারা দিন শেষে কঠোর পরিশ্রম করার পরে তারা বাড়িতে গিয়ে ঘরের সবার জন্য কিন্তু রান্না করে। কিন্তু তাদের কষ্ট আমরা মোটেও উপলব্ধি করতে পারি না। আর এজন্য প্রতিটা মেয়ে যখন জন্মগ্রহণ করে এই পৃথিবীতে আসে তখন তার জন্মের পর থেকেই নিজেদেরকে সংগ্রামী করে তোলার জন্য সব সময় চেষ্টা করে। আসলে এরপরও প্রতিটা মেয়েকে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়।
আসলে যারা এই পৃথিবীতে মেয়েদের উপর নির্যাতন করে তারা কখনো একজন ভালো মানুষ হতে পারে না। আসলে তারা কিন্তু পশুর থেকেও একজন অধম মানুষ হিসেবে আমাদের মাঝে গণ্য হয়। এই পৃথিবীতে আমরা আরো দেখতে পাই যে বিভিন্ন কর্ম ক্ষেত্রে আজ মেয়েরা কখনো পিছিয়ে নেই ছেলেদের থেকে। এছাড়া বিভিন্ন ধরনের আবিষ্কার থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ স্থানে মেয়েদের দেখতে পাই। আসলে যারা সমাজে ছেলে-মেয়েকে আলাদা করে দেখে তারা কখনো সঠিক মন মানসিকতার অধিকারী নয়। তারা যায় যে সারা জীবন মেয়েরা তাদের দাসত্ব করুক এবং তাদের প্রয়োজন মেটাক। আসলে এই পৃথিবীতে ছেলেদের মত মেয়েরাও যে সবকিছু জয় করতে পারে তা আমাদের সবাইকে বিশ্বাস করতে হবে। আসলে প্রত্যেকটা মেয়েকে অবশ্যই সম্মান করা উচিত।
এর জন্য একটা মেয়ে যেসব কাজকর্ম করতে পারে তা কিন্তু একটা ছেলে কখনো করতে পারে না। আসলে এক হাতে সে আমাদের পরিবারের সবার জন্য সব সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করেন। আসলে মেয়েদের গুনাগুন সম্পর্কে বলেও আমি শেষ করতে পারবো না। কেননা এভাবে যদি আমরা মেয়েদেরকে সম্মান করে তাদের সকল জায়গায় স্থান দিতে পারি তাহলে আমাদের দেশটাও কিন্তু উন্নয়নশীল দেশের মতো সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আসলে বিভিন্ন উন্নয়নশীল দেশে আমরা দেখতে পাই যে ছেলেদের সাথে সাথে মেয়েরাও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিভিন্ন ধরনের কঠিন কাজ সমাধান করছে। তাইতো আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে তার জন্য কিন্তু মেয়েদের শিক্ষা ক্ষেত্রে অবশ্যই যোগদান করা উচিত এবং তারা সুষ্ঠ শিক্ষা গ্রহণ করে দেশের কল্যাণের জন্য কাজ করবে অবশ্যই।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
Yo pienso que cada cultura tiene un lado bueno, pero también uno oscuro. Ciertamente este tipo de prácticas o culturas permite el abuso y las injusticias a este género. Ojalá en algún momento logren dar al género femenino el valor que se merece no solo por ser mujer si no por qué tienen la capacidad de educarse y desarrollarse en la sociedad igual aún masculino. Bendiciones para todas esas mujeres valientes
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit