পাগলের মেলা

in hive-129948 •  20 hours ago 

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পাগলের মেলা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


আসলে এই পৃথিবীর সব মানুষই পাগল। কেউ ভবের পাগল কেউবা আবার টাকার জন্য পাগল আবার কেউ সুখের খোঁজে পাগল। আসলে কোনো মানুষের সাথে কোন মানুষের চরিত্রের কখনো কোনো মিল থাকে না। আসলে এই পৃথিবীতে একজন মানুষের আচরণ সবসময় এক এক ধরনের হয়ে থাকে এবং কারো মন বোঝার ক্ষমতা কারো কখনো হয় না। আসলে হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক নয় তেমনি এই পৃথিবীর কোন মানুষ কখনো এক হতে পারে না। আসলে আমরা মাঝে মাঝে আমাদের নিজেদেরকেও বুঝে উঠতে পারি না। কেননা আমরা মাঝে মাঝে এমন এমন ধরনের আচরণ করি যাতে করে আমরা পরে অবাক হয়ে যাই যে কি করে আমরা এই ধরনের আচরণ করলাম। আসলে এই পৃথিবীতে আমরা নিজেকেই ভালোভাবে চিনে উঠতে পারি না তাহলে আমরা কি করে অন্যকে চিনতে পারবো।


আসলে মানুষ তার জন্মের পর থেকে এক এক জন এক এক ধরনের চিন্তাভাবনা করে এবং আলাদা আলাদা দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করে। আসলে সকলের চাওয়া কিন্তু কখনোই এক নয়। আসলে এই এত মানুষের ভিড়ে আমরা নিজেকে সবসময় হারিয়ে ফেলি। আসলে আমরা যখন কোন কিছু চাই তখন আমাদের চাওয়ার সাথে অন্য মানুষের কোন মিল হয় না। এই পৃথিবীতে আপনি এক এক ধরনের মানুষকে দেখতে পাবেন যারা এক এক ধরনের জিনিস পছন্দ করে। আসলে এইভাবে মানুষ একই জিনিসকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম দেখে এবং বিভিন্নভাবে পাওয়ার চেষ্টা করে। আসলে মানুষের আচার-আচরণ আপনি কখনো একই রকম দেখতে পারবেন না। আসলে আপনাকে যদি কেউ ভালোবাসে অথবা পরিবারের সকল সদস্যরা ভালোবাসে তাহলে একজনের ভালোবাসা এক এক রকম হয়ে থাকে।


আসলে কোন মানুষের মতের সাথে কোন মানুষের মিল নাও হতে পারে। আসলে কিছু কিছু মানুষের সাথে তার মতের মিল হলেও কিছু কিছু ক্ষেত্রে সেখানে আমরা মতের অমিল দেখতে পাই। আসলে এই পাগলের ভিড়ের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। আসলে আমরা যদি অন্য মানুষকে কখনো তুচ্ছ বলে মনে করি তখন আমরা নিজেদেরকেও তুচ্ছ বলে মনে করব। আসলে কোন একজন জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য পাগল আবার কোন একজন একটু ভালোভাবে সংসার চালানোর জন্য পাগল। আসলেই পৃথিবীতে একজন মানুষ এক এক ধরনের জিনিসের জন্য সব সময় পাগল থাকে এবং সেই জিনিসকে যতক্ষণ না পর্যন্ত পায় ততক্ষণ পর্যন্ত তারা চেষ্টা চালিয়ে যেতে থাকে। আর যখন তারা তাদের গন্তব্য স্থানে পৌঁছতে পারে তখন তারা শান্ত হয়।


আসলে এই পৃথিবীতে এক এক জন মানুষের এক এক দিকের প্রতি অনেক বেশি ঝোঁক থাকে। আসলে আমরা এই পৃথিবীতে কেউ ভালোবাসার জন্য আবার পাগল। আসলে অনেকে আমাদেরকে বলে যে তুই মানুষটিকে অর্থাৎ আমাদের প্রিয় মানুষটিকে পাগলের মত ভালবাসিস। আসলে আমার মনে হয় যে পাগলের মতো ভালোবাসা হলো নিঃস্বার্থ ভালোবাসা। এজন্য আমরা যখন মন প্রাণ দিয়ে কোন কিছু করতে যাই তখন সেই বিষয়ে আমরা সবসময় পাগল থাকি। আসলে মানুষের পাগলামি কখনো শেষ হবে না। আবার কিছু কিছু মানুষের আছে বিভিন্ন জিনিস তৈরি করার জন্য পাগল। আসলে আমার কাছে মনে হয় যে এই পৃথিবীতে যারা পাগল তারাই একমাত্র জ্ঞানী লোক। প্রথম অবস্থায় তাদেরকে সবাই পাগল বললেও পরবর্তীতে তার ভালো কাজের জন্য সবাই তাকে অনেক বেশি প্রশংসা করে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ughfc

transleter pls