কাগজ দিয়ে লাজুক খ্যাকের সুন্দর অরিগামি তৈরি।

in hive-129948 •  3 years ago 
____

1636364056395.jpg


"কেমন আছেন সবাই?"😊

সকলকে আজকের দিনের সমস্ত ফুটন্ত লাল গোলাপের 🌹 শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলেই সুস্থ আছেন।
এই পৃথিবীতে কেউ সবকিছু শিখিয়ে দেয় না। অনেক কিছু আছে যা নিজের ইচ্ছায় তৈরি করে নিতে হয়। আসলে মানুষের মস্তিষ্ক হচ্ছে একটি ছুরির মতো , আপনি যতো এই ছুরির পরিচর্চা করবেন ততই সেটি ধারালো হবে এবং ভালো থাকবে। আমাদের মেধার বিকাশ তখনই হয়, যখন আমরা সেই মেধাকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারি। তখনই নিজের মধ্যে সৃজনশীলতা লক্ষ্য করা যায়। তেমনি করে আজকে আমার নিজের একটি প্রচেষ্টা আপনাদের মাঝে ভাগ করতে যাচ্ছি।



খ্যাক শিয়াল 🦊

IMG_20211108_140952.jpg



তৈরির উপকরণ

  • একটি রঙিন কাগজ

  • পেন্সিল ✏️

IMG_20211109_072022.jpg



কাজ শুরু হচ্ছে

রঙিন কাগজ দিয়ে খ্যাক শিয়াল 🦊 তৈরি করাটা আমি নিজেই খুব উপভোগ করেছি। সাথেই থাকুন আশাকরি আপনাদেরও ভালো লাগবে।


তৈরীর প্রক্রিয়া

IMG_20211107_174126.jpg

আমি প্রথমেই একটি রঙিন কাগজ নিয়ে নিলাম। কাগজটি চতুর্দিকে ১২ ইঞ্চি মাপের কেটে নিয়েছি।



তৈরীর প্রক্রিয়া

IMG_20211107_174140.jpg

IMG_20211107_174245.jpg

IMG_20211107_174150.jpg

IMG_20211107_174425.jpg

প্রথমে কাগজটি চারিদিক দিয়ে ভাঁজ করে নিবো। তারপর কাগজের একটি কোনা ভাঁজ করলাম। আবার সেই ভাঁজের উল্টো দিকে শেষ ভাঁজটি করে নিলাম।



তৈরীর প্রক্রিয়া

IMG_20211107_174552.jpg

IMG_20211107_174712.jpg

তারপর আমরা উল্লেখিত ছবির মত করে কাগজটিকে দুপাশে ভাঁজ করে নেব। এখানে ভাঁজ প্রক্রিয়া গুলো আপনাকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে।



তৈরীর প্রক্রিয়া

IMG_20211107_175034.jpg

IMG_20211107_175347.jpg

এবার আমরা আরও দুটি ভাঁজ করবো দুপাশ থেকে । উল্লেখিত ছবিতে দেখানো হয়েছে আপনি কিভাবে ভাঁজটি করবেন।



তৈরীর প্রক্রিয়া

IMG_20211107_175503.jpg

IMG_20211107_180251.jpg

IMG_20211107_175941.jpg

IMG_20211107_181026.jpg

আগের ধাপের কাগজটিকে আমরা আবার মাঝখান দিয়ে ভাঁজ করে নেব। ভাঁজ করার পর দেখা যাবে কাগজের দুটি কোনা বেরিয়ে এসেছে । আমরা সেই কাগজের কোনা দুটিকে শিয়ালের কানে রূপান্তরিত করে ফেলব। এর পাশাপাশি আমরা পিছন দিক দিয়ে লেজটিও তৈরি করে নেব। এখন দেখা যাবে আমাদের রঙিন কাগজ শিয়ালের আকৃতিতে রূপান্তরিত হয়েছে।

IMG_20211107_182405.jpg

IMG_20211107_182254.jpg



তৈরীর প্রক্রিয়া

IMG_20211108_140547.jpg

সবশেষে আমরা শিয়ালের 🦊 সুন্দর দুটো চোখ এঁকে নিবো।



আমার কিছু কথা

আসলেই এই খ্যাক শিয়াল 🦊 বানাতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি অনবরত চেষ্টা করবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার। আর অবশ্যই আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

IMG_20211108_140508.jpg



ছবির বিবরণ

আজকের বিষয়রঙিন কাগজ দিয়ে খ্যাক শিয়াল 🦊 তৈরি
মোবাইলরেডমি সিক্স-এ
ছবি তুলেছি@riyadhasan
ছবির লোকেশনলিংক


🧡"ধন্যবাদ"🧡



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে কিভাবে ভাঁজ করে লাজুক খ্যাক তৈরি করতে হয় সেটি আপনি উপস্থাপন করেছেন। আপনার দক্ষতা প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ভাই রঙিন কাগজ দিয়ে অসাধারন সুন্দ করে লাজুক খ্যাকের চিত্র বনিয়েছেন। দেখতে খুবই সুন্দর আর কিউট লাগছে।ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।

অনেক ধন্যবাদ আপনাকে।

  ·  3 years ago (edited)

রঙিন কাগজ দিয়ে লাজুক খ্যাকের অরিগ্যামটি খুবই সুন্দর হয়েছে।আপনি খুব দক্ষতার সাথে এটি তৈরি করেছেন।আমাদের বোঝার জন্য ধাপে ধাপে চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন।শুভকামনা রইলো

ধন্যবাদ ভাই আপনাকে।

আপনার লাজুক খ্যাকের অরিগাম তৈরির চেষ্টা সুন্দর ছিল। আপনি খুব সহজেই এটা তৈরি করেছেন। চেষ্টা করুন আরও ভালো কিছু তৈরি করতে পারবেন শুভকামনা। 😍😍

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

রঙিন কাগজ দিয়ে আপনি সুন্দর একটি লাজুক খ্যাঁকের চিত্র অংকন করেছেন। তা ছিল খুবই মনমুগ্ধকর একটি চিত্র। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর ছিল। তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ আপনাকে।

অনেক ধন্যবাদ আপনাকে

রঙিন কাগজ দিয়ে তৈরি লাজুক খ্যাক দারুন হয়েছে ভাইয়া। আপনি প্রতিটি ধাপ দারুন ভাবে উপস্থাপন করেছেন। দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব দক্ষতার সাথে এটি তৈরি করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য।

খুব সুন্দর হয়েছে ভাইয়া। আমার কাছে খুব কিউট লাগছে। অনেক শুভ কামনা রইলো আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে।

রঙিন কাগজ দিয়ে শিয়াল টা সত্যিই খুব সুন্দর বানিয়েছেন। দুটো চোখ একে দিলে আরও সুন্দর লাগতো। ধন্যবাদ সুন্দর একটা কাজে আমাদের উপহার দিয়েছেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে

আপনি কাগজ দিয়ে খুবই সুন্দর একটি লাজুক খ্যাক বানিয়েছেন। যা দেখতে খুবই সুন্দর লাগছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে।

ওয়াও ভাইয়া কি সুন্দর আপনি লাজুক খ্যাক এর অরিগ্যামি তৈরি করেছেন। দেখতেও খুব মিষ্টি লাগছে। আর খুব সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে শুভকামনা রইল।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রঙিন কাগজ দিয়ে খ্যাক শিয়াল তৈরি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি খুব সহজেই এটি তৈরি করেছে । আমার খুব ভালো লেগেছে এটি দেখে। আপনার উপস্থাপনা ও ছিল খুব সুন্দর। ধাপগুলো খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই

ধন্যবাদ ভাইয়া আপনার এই মন্তব্যের জন্য ।ভালো থাকবেন সব সময়।

ভাইয়া রঙিন কাগজের লাজুক শিয়ালের অরিগামি অনেক সুন্দর হয়েছে। আমার কাছেও অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা ধাপ অনেক সুন্দরভাবে উপস্থাপন বর্ণনা করেছেন। যা সত্যিই প্রশংসনীয় ব্যাপার। শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

রঙিন কাগজ দিয়ে বানানো লাজুক খ্যাক এর চেহারাটি খুবই দারুণ হয়েছে। অন্যরকম লাগছে লাল কাগজ দিয়ে বানানোর কারণে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ নিখুঁতভাবে আপনি বানিয়েছেন দেখতে ভালো লাগছে। আপনার কাছ থেকে আমি বানানটা শিখে নিলাম আমি আমার বাচ্চার জন্য বানাবো ।অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময়।

রঙ্গিন কাগজের লাজুক খ্যাঁকটি দেখতে আমাদের সবার প্রিয় লাজুক খ্যাঁক এর মতই হয়েছে আর দেখতে লাজুক এর মতোই লাগছে আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে এভাবে এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইল

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। সবসময় ভালো এবং সুস্থ থাকবেন।

আপনি লাজুক খ্যাকের খুব সুন্দর অরিগামি তৈরি করেছেন। দেখতে দারুণ লাগছে। কাগজের কালার টিও চমৎকার হয়েছে। এই জন্য লাজুক খ্যাক টি আরও বেশি ফুটে উঠেছে ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি লাজুক খ্যাক আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।