আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ৭ ই সেপ্টেম্বর ২০২৪ ইং
আমরা হয়তো সকলেই অবগত আছি যে, আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রথম মিমি কয়েন বেশ কিছু দিন আগে লঞ্চ করা হয়েছে।আর এই পুস কয়েন নিয়ে সকলের মনের মধ্যে নানা কল্পনা জল্পনা রয়েছে। আবার অনেকের হয়তো এই পুস কয়েন নিয়ে অনেক বড় ধরনের স্বপ্ন রয়েছে। আশা করছি পুস কয়েন আমাদের সকলের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে। তবে, নিজের স্বপ্ন গুলো পূরণ করতে হলে সব সময় পুস কয়েনের পজিটিভ দিক গুলো বিভিন্ন ধরনের সোসাল মিডিয়াতে রেগুলার টুইট এবং পোস্ট করা অব্যাহত রাখতে হবে। খেয়াল রাখতে হবে, যেন কোন সময় পুস কয়েন নিয়ে কোন ধরনের নেগেটিভ টুইট কিংবা পোস্ট না করা হয়।আর যদি ভূলক্রমে কোন নেগেটিভ টুইট কিংবা পোস্ট করা হয়, আর যদি সেই টুইট কিংবা পোস্ট টি সকলের মাঝে ছড়িয়ে পড়ে তাহলে আমাদের স্বপ্নের কয়েনের কিছুটা ক্ষতি হতে পারে বলে আমি মনে করি।
আমরা চাইলে পুস কয়েন দিয়ে বিভিন্ন উপায়ে ট্রেডিং করে লাভবান হতে পারি।আর যাদের ট্রেডিং এ দীর্ঘ দিনের অভিজ্ঞতা রয়েছে, তারা হয়তো ইতোমধ্যে এই সব প্ল্যান পরিকল্পনা করে রেখেছেন। আসলে আমি ও ইতিমধ্যে এমন কিছু প্ল্যান পরিকল্পনা করে রেখেছি।আর একটা জিনিস মনে রাখতে হবে, ট্রেডিং এ লস লাভ দুটোই হবে।আর এসব কিছু মেনে নিয়ে ট্রেডিং করতে হয়। যদি আমরা কোন সময় পুস কয়েন ট্রেডিং করতে গিয়ে লসের সম্মুখীন হই , তাহলে সেই লসের অংশটুকু আমাদের প্রতিষ্ঠাতা দাদা কখনোই রিকভার করবে না। এসব কিছু আগে থেকেই চিন্তা ভাবনা করে ট্রেডিং করতে হবে।ট্রেডিং করার সময় একটি জিনিস সব সময় মনে রাখতে হবে, সে জিনিস হচ্ছে কখনোই অতিরিক্ত লাভের অপেক্ষায় থাকা যাবে না।
আসলে আমার কাছে ক্রিপ্ট কারেন্সি মার্কেট খুবই রিস্কি একটি মার্কেট মনে হয়। তবে, যাদের দীর্ঘ দিনের ট্রেড করার অভিজ্ঞতা রয়েছে, তাদের লসের থেকে লাভের পরিমাণ বেশি হবে। তবে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন পুস কয়েনের প্রাইস কিছু টা কমিয়ে যাবে, তখন আমাদের কে পুস কয়েন বাই করতে হবে। আবার যখন পুস কয়েনের প্রাইস কিছু টা বৃদ্ধি পাবে, আবার তখন পুস কয়েন সেল করে দিতে হবে। আরেকটি জিনিস মনে রাখবেন, দাদা আমাদের কে সব সময় কম পরিমাণ ইনভেস্টমেন্ট এই প্রজেক্টের মধ্যে করতে বলেছেন, তাই আমাদের সকলের উচিত নিজের সামান্য ইনকামের টাকা দিয়ে এই পুস কয়েনে ট্রেডিং করা উচিত।
পুস কয়েন ট্রেডিং এ আমার মতামত :
আসলে এটি হচ্ছে একটি ক্রিপ্ট কারেন্সি মার্কেট, এই মার্কেটের মধ্যে কখন কি হবে, তা আসলে কারোর জানা নেই।তাই আমাদের নিজেদের সাবধানতা নিজেদেরকেই বজায় রাখতে হবে।আর আমার কাছে মনে হচ্ছে পুস কয়েন ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যাবে, তাই আমাদের সকলের উচিত পুস কয়েন দীর্ঘ দিনের জন্য হোল্ড করা।আর এই টোকেন লং টাইম হোল্ড করতে পারলে হয়তো আমরা অনেক বেশি লাভবান হতে পারবো। কেননা, পুস কয়েনের মার্কেট ক্যাপিটাল দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমরা এখন থেকেই পুস কয়েনের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পারছি। আমি আশা করছি যে, যখন পুস কয়েন কোন এক সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এর মধ্যে লিস্ট করা হবে, তখন এই পুস কয়েনের প্রাইস কিছু টা বৃদ্ধি পেতে পারে।
যাদের দীর্ঘ দিনের জন্য এই টোকেন হোল্ড করার মতো সামর্থ্য নেই, তারা চাইলে যে কোন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হ ওয়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে পারি। আর আমরা যারা দীর্ঘদিনের জন্য এই পুস কয়েন হোল্ড করতে চাচ্ছি, তাদের জন্য আমার পক্ষ থেকে একটি দিক নির্দেশনা থাকবে, সেটি হচ্ছে, আপনার বাই করা টোকেন গুলো আপনার ওয়ালেটের মধ্যেই রাখা। আমরা যদি নিজের পুস কয়েন গুলো কোন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ এ রাখি। তাহলে এই টোকেন গুলো এতটা নিরাপদ থাকে না।অনেক সময় দেখা যায়, সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ একাউন্ট গুলো ব্যান করে দেয়া হয়।তাই আমার মতে, ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে রাখাই উত্তম।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া একটু মার্কেটের কোন ভরসা নেই। এখানে যেমন লাভবান হওয়ার সম্ভাবনাও রয়েছে অনেক বেশি। আর আমার মনে হয় এই টোকেনের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের দীর্ঘ সময় হোল্ড করা উচিত। এই কয়েনের দাম যদি যেমন বৃদ্ধি পাবে তেমনি আমরা আরো বেশি লাভবান হতে পারবো। যাই হোক ভাইয়া ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন। আসলে ভাইয়া ঠিকই বলেছেন এটা হচ্ছে একটা ক্রিপ্ট কারেন্সি। তাই এটা কখন আপ হবে কখন ডাউন হবে এটা আমরা কেউ জানিনা। ধন্যবাদ ভাইয়া পোস্টে লিখে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন পুস কয়েন বাই সেল করে কীভাবে আমরা লাভবান হতে পারি। আপনি খুব চমৎকার একটি টপিক্স নিয়ে আমাদের মাঝে আলোচনা করেছেন। ঠিক বলেছেন ভাই আপনি আমরা চাইলে $puss কয়েন দিয়ে বিভিন্ন উপায়ে ট্রেডিং করে লাভবান হতে পারি। যেহেতু আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তাই আশা করি ভালো কিছু করবেন আপনি ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মার্কেট মানেই এরকম ভবিষ্যতের জন্য আমাদের হোল্ড রাখাই বুদ্ধিমানের কাজ হবে।যেকোনো কিছুতেই সময় নেওয়া উচিত।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit