আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার ,১৩ ফেব্রুয়ারি ২০২৪ ইং
আপনারা ইতোমধ্যে প্রথম পর্বে রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কের প্রাথমিক ধাপ এবং ঝরনার পাহাড় দেখতে পেরেছেন। আজকে আপনাদের সাথে চিকলি ওয়াটার আরো কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো এবং আলোচনা করবো। উপরে যে ছবিটি দেখতে পেরেছেন, এটি আমাদের রংপুর জেলার মধ্যে সব থেকে বড় নাগরদোলা।এই নাগরদোলাটি রংপুর জেলার গ্ৰাম অঞ্চলের যে কোন বাড়ির ছাদের উপরে দেখা যায়। এই নাগরদোলাটি রংপুর সিটি চিকলি ওয়াটার পার্কের একটি বিশেষ আকর্ষণ। অনেকে এই নাগরদোলাটি দেখার জন্য এই পার্কের মধ্যে আসে। রাতের বেলা নাগর দোলাটি বিভিন্ন ধরনের লাইটে ঝলমল করে। তখন দেখতে বেশ ভালোই লাগে।
এই পার্কের একদম মাঝ দিয়ে একটি মোটা রাস্তা রয়েছে।এই রাস্তার মাধ্যমে এই পার্কের যে কোন প্রান্তে যাওয়া সম্ভব। আপনারা চাইলে এই পার্কের মধ্যে আপনার প্রাইভেট কার নিয়ে প্রবেশ করতে পারবেন।আর এই রাস্তার দুই পাশ দিয়ে বসার সীট রয়েছে।আপনারা চাইলে আপনার প্রিয় মানুষটি কে সাথে নিয়ে এসে এই সীট গুলোর মধ্যে বসে মনের কথা গুলো শেয়ার করতে পারেন। অনেকেই তাদের প্রিয় মানুষ কে সাথে নিয়ে আসে।পার্ক টি ছোট হলেও পার্কটি দেখতে অনেক বেশি সুন্দর।
এই পার্কের বাম দিকে রয়েছে একটি বিশাল বড় বিল।আর এই বিলের নামে এই পার্কের নাম করণ হয়েছে, রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক। বিলের মধ্যে ছবি তোলার জন্য একটি অনেক সুন্দর জায়গা রয়েছে। এখানে পানিতে চালানোর জন্য বিভিন্ন ধরনের সাইকেল রয়েছে, একটি সাইকেলের মধ্যে দুজন বসে চালানো যায়। আপনার চাইলে আপনার প্রিয় মানুষটি কে নিয়ে চিকলির বিলে সাইকেল চালাতে পারবেন। এছাড়াও রয়েছে স্পিড বোর্ড, স্পিড বোর্ডে উঠার জন্য প্রথমে আপনাকে একটি টিকেট সংগ্রহ করতে হবে। এছাড়া ও ছোট বাচ্চাদের জন্য আরো বিভিন্ন ধরনের খেলনা জিনিস পত্র রয়েছে।
এই পার্কের মধ্যে ছবি তোলার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সাজানো হয়েছে। তবে আমার কাছে সিংহাসনের চেয়ার টি অনেক বেশি ভালো লাগে। আমি এই পার্কের মধ্যে গেলে সর্বপ্রথম এই চেয়ারে বসে কয়েকটি ছবি উঠাই।আর এই চেয়ারে বসলে নিজের মনের মধ্যে অন্তরকম একটি অনুভূতি কাজ করে।এই সিংহাসনের চেয়ার ছাড়াও এই পার্কের মধ্যে ছবি তোলার জন্য আরো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সবমিলিয়ে এই পার্ক রংপুর জেলার মধ্যে একটি সুন্দর বিনোদন পার্ক।আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। আপনাদের সকলের আমন্ত্রণ রইল।
ধন্যবাদ সবাইকে।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://twitter.com/riyad_xx2/status/1757305066632138931?t=vtorrHVn7ipgJD1ZKiFA8A&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রংপুর সিটি চিকলি ওয়াটার পার্ক মোটামুটি বেশ ভাইরাল হয়েছে। আপনি ভ্রমন করতে গিয়ে অনেক সুন্দর মহূর্ত উপভোগ করেছেন। সিংহাসন এ বসে ছবি তুলেছেন দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ভ্রমণের পূর্ববর্তী পর্বগুলো আমি পড়েছিলাম৷ আজকে এই পরবর্তী পর্ব দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দরভাবে আপনি এই ভ্রমণের মধ্যে এই জায়গার সবকিছু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। একইসাথে এই ফটোগ্রাফি দ্বারা এই স্থান সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম ও দেখতে পারলাম। আমার কাছেও সিংহাসনের চেয়ার অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit