আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ২১ ই মার্চ ২০২৫ ইং
বেশ কয়েক বছর আমাদের রংপুরের মধ্যে নতুন একটি শপিং কমপ্লেক্স দেয়া হয়। তবে, আমি এর আগে এই মার্কেটের মধ্যে তেমন একটা কেনাকাটা করিনি।এটি রংপুর শহরের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট এর পাশেই অবস্থিত। এটিকে সেনা শপিং কমপ্লেক্স ও বলা হয়।যে যেভাবেই চিনে আর কি এই শপিং কমপ্লেক্স কে। প্রতি বছর ঈদ চলে আসলেই কেনাকাটা করার একটি ধুম পড়ে যায়। কেননা প্রতি বছর ঈদ চলে আসলেই নতুন নতুন কাপড়ের কালেকশন চলে আসে।আর সকলেই মনের আনন্দে এসব জিনিস পত্র কেনাকাটা করার চেষ্টা করে।আমি আমার সামর্থ অনুযায়ী প্রতি বছর দুই ঈদের মধ্যে সামান্য হলেও কিছু জিনিস পত্র কেনাকাটা করার চেষ্টা করি।
গত বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে ঈদের কেনাকাটা করতে যাবো। তবে, যাওয়ার জন্য সুযোগ হয়ে উঠেনি। কিন্তু সেদিন হঠাৎ আমার এক বান্ধবী আমাকে ফোন কিনতে যাওয়ার জন্য বলে। তাই আমি তার সাথে ফোন কিনতে যাওয়ার জন্য বের হয়ে পড়ি। আমরা মূলত বাসা থেকেই পরিকল্পনা করেছিলাম যে, আর এ এম সি সুপার শপিং কমপ্লেক্সের মধ্যে ফোন কিংবা এবং আমার ঈদের জন্য বেশ কিছু জিনিস পত্র কেনাকাটা করবো।তাই আমরা বাসা থেকে বের হয়ে এক সাথে চলে গেলাম আর এ এম সি সুপার শপিং কমপ্লেক্সের মধ্যে। আমাদের বাসা থেকে রংপুর আর এ এম সি শপিং কমপ্লেক্সের খুব একটা দূরে ছিল না। আমরা একটি ইজিবাইকে করে চলে যাই আর এ এম সি শপিং কমপ্লেক্সের মধ্যে।
আমরা প্রবেশ করলাম মার্কেটের মধ্যে। এরপর আমরা লিফট এর মাধ্যমে মার্কেটের তৃতীয় তলায় উঠে পড়লাম। কেননা এই মার্কেটের তৃতীয় তলায় মোবাইল থেকে শুরু করে যে কোন ইলেকট্রনিক এক্সেসরিজ পাওয়া যায়।তাই মোবাইল কিনার জন্য সর্বপ্রথম চলে গেলাম শাওমি মোবাইলের অফিশিয়াল শোরুমের মধ্যে। আসলে এই মার্কেটের মধ্যে প্রায় সব ধরনের ব্রান্ডের ফোন রয়েছে। যাইহোক, আমরা শাওমি মোবাইলের শোরুমে প্রবেশ করে আমাদের বাজেট অনুযায়ী বেশ কয়েকটি ফোন দেখলাম।এর মধ্য থেকে আমার বান্ধবী একটি ফোন পছন্দ করে। আমরা সেটি নিশ্চিত করার পর নিয়ে নিলাম। ফোনটি আমার কাছে সব কিছু দিক থেকে অনেক বেশি ভালো লেগেছে।তার ও বেশ পছন্দ হয়েছে ফোন টি।
ফোন কেনাকাটা করা শেষে আমরা ঈদের কেনাকাটা করার জন্য চলে গেলাম মার্কেটের দ্বিতীয় তলায়। কেননা এই মার্কেটের দ্বিতীয় তলায় সকল ধরনের কাপড় পাওয়া যায়। আমরা দ্বিতীয় তলায় এসে আমার বান্ধবীর বোরকা কিনার জন্য চলে গেলাম একটি বোরকা হাউসে। সেখানে গিয়ে আমরা বেশ কয়েকটি বোরকা দেখেছিলাম।আমি আমার বান্ধবী সহ বেশ কয়েকটি বোরকা দেখলাম, কিন্তু আমাদের তেমন একটা পছন্দ হয়নি বোরকা গুলো।তাই ভাবলাম যে আমরা আরেকটি শপিং মলে প্রবেশ করি। এরপর আমরা চলে এলাম আরেকটি শপিং মলের মধ্যে। সেখানে ছেলে মেয়ে উভয়েরই কাপড় পাওয়া যায়। আমরা যেহেতু দুজনই কেনাকাটা করবো, তাই আমরা সেখানে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখতে পারলাম সেখানকার কালেকশন গুলো খুবই সুন্দর সুন্দর।
আমি আমার জন্য পাঞ্জাবি, টিশার্ট এবং প্যান্ট দেখছিলাম।আর অপরদিকে আমার বান্ধবী তার জন্য বোরকা দেখছিলাম। বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে একটি পাঞ্জাবি পছন্দ করি। পাঞ্জাবি টী ট্রায়েল দেয়ার জন্য ট্রায়েল রুমে গিয়ে ট্রায়েল দিলাম।ট্রায়েল দেয়ার পর দেখলাম পাঞ্জাবি টি বেশ ভালোই মানিয়েছে। যাইহোক, এর পর আমি এই পাঞ্জাবি টি নিশ্চিত করলাম। এরপর আমি প্যান্ট এবং টিশার্ট দেখছিলাম। কিন্তু আমার তেমন একটা পছন্দ হয়নি।তাই শুধু মাত্র পাঞ্জাবি টি নিয়েছিলাম। অপরদিকে আমার বান্ধবী একটি বোরকা পছন্দ করে সেটি নিশ্চিত করে। এরপর আমরা উভয়েই একসাথে পেমেন্ট করে দিলাম। আমাদের আরো বেশ কিছু কেনাকাটা ছিল, কিন্তু রোজা থাকা অবস্থায় ঘোরাঘুরি করতে ভালো লাগছিলো না।তাই ভাবলাম যে আবার কয়েকদিন পর আসবো। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন সকলেই।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
ডেইলি টাস্ক:
https://x.com/Riyadx2P/status/1902962465454878936?t=qJ7GeCZGBs30LT3fpdmrjQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রংপুরে বেশ অনেকগুলোই বড় বড় শপিং কমপ্লেক্স তৈরি হয়েছে। ঢাকার মতোই উন্নত হয়েছে এবং লেটেস্ট কালেকশন ও সব পাওয়া যায় রংপুরেই! আপনার বান্ধবীর ফোন, সাথে দুজনের শপিং অভিজ্ঞতা জেনে ভালো লাগলো। আসলেই রোজা রেখে একই দিনে সব শপিং করা কষ্টসাধ্য ব্যাপার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ এম সি শপিং কমপ্লেক্সে কেনাকাটা করতে গিয়েছেন দেখে ভালো লাগলো। আপনারা দুজনেই নিজেদের জন্য পছন্দ অনুযায়ী জিনিস কিনেছেন। শপিং কমপ্লেক্স টা খুবই সুন্দর। এখানে ভালো ভালো কালেকশন গুলোই পাওয়া যাবে। কেনাকাটার মুহূর্তগুলো দেখে ভালো লাগলো। রোজা রেখে আসলে খুব বেশিক্ষণ ঘোরাঘুরি করা যায় না। ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রোজায় থেকে মার্কেটে গিয়ে ঘোরাঘুরি করলে আরও বেশি ক্লান্ত হয়ে যেতে হয়। আপনাদের কেনাকাটা থাকা সত্ত্বেও আপনি আপনার জন্য একটি পাঞ্জাবি এবং আপনার বান্ধবী তার জন্য একটি বোরকা নিয়ে আপনারা চলে এসেছেন। মাঝে মাঝে মার্কেটে গিয়ে মনে হয় কিছুই পছন্দ হয় না আবার মাঝে মাঝে এক দেখাতেই পছন্দ হয়ে যায়। যাই হোক ঈদের কেনাকাটা খুব সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদে কেনাকাটা করা আসলেই মজার এক অনুভূতি, আর বিশেষ করে রংপুরের সুপার শপিং কমপ্লেক্সে আপনার পছন্দের পোশাক খুঁজে পাওয়া খুবই আনন্দের ব্যাপার। পাঞ্জাবি এবং বোরকা পছন্দ করে কেনাকাটা সম্পন্ন করার পর পরবর্তী শপিংয়ের জন্য অপেক্ষা করার মতো আনন্দও থাকে। আশা করি আপনার পরবর্তী শপিং আরও সফল এবং আনন্দময় হবে!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit