আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার, ১৩ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং
আসলে ছোট বোন সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক অশেষ রহমতে। এই পৃথিবীতে যাদের একজন ছোট বোন রয়েছে তারা আসলে অনেক বেশি ভাগ্যবান।আমি আমার জায়গা থেকে মনে করি ছোট বোন সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত, যা আর অন্যান্য কোন সম্পর্ক এই সম্পর্কের মাঝে আসতেই পারবে না। আসলে আমাদের মাঝে এমন কিছু সম্পর্ক রয়েছে যে গুলোর মধ্যে নেই তেমন কোন ধরনের বন্ধন। কিন্তু ভাই এবং বোনদের বন্ধন কখনো নষ্ট হয়ে যায় না।ভাই এবং বোনদের সম্পর্ক এমন একটি বন্ধন যে বন্ধন খুব সহজে নষ্ট হয়ে যায় না।ভাই এবং বোনদের সম্পর্ক স্বয়ং সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসে।
আসলে আমার নিজের কোন ছোট বোন এবং বড় বোন নেই।আমি নিজেই বুঝি একজন বোনের অপূর্ণতা। আসলে আমাদের আশেপাশের বাড়ি গুলোর মধ্যে যখন ভাই এবং বোনদের মধুর সম্পর্ক গুলো দেখতে পাই, তখন আমার ও মনে এমন কিছু আশা জাগে, যদি আমার এরকম একটি ছোট বোন থাকতো তাহলে হয়তো আমি ও তাদের সাথে এরকম সুন্দর সময় উপভোগ করতে পারতাম। আসলে একজন বোন একজন মায়ের সমতুল্য।এই পৃথিবীতে এমন কিছু কিছু জিনিস রয়েছে যে গুলো মায়ের পরিবর্তে বোনেরা পূর্ণ করতে পারে। কিন্তু এমন ভাগ্য আর আমার নেই।আমি এই দিক থেকে বঞ্চিত।
আমার নিজের কোন বোন না থাকলেও আমাদের গ্ৰামের মধ্যে অনেক গুলো ছোট বোন রয়েছে , যে গুলো আমাকে অনেক বেশি ভালোবাসে। আমিও তাদের কে ছোট বোনের মতোই দেখি। বেশ কিছু দিন ধরে আমার এক ফুফাতো বোন আমার সাথে সব সময় বিভিন্ন ভাবে দুষ্টুমি করে। আসলে ছোট মানুষ দুষ্টুমি করতে পছন্দ করেন, তাই আমি ও তাদের সাথে দুষ্টুমি করার চেষ্টা করি। আমাদের গ্ৰামের মধ্যে এমন জুটি ছোট ছোট বোন রয়েছে, তারা আমার দেখা পেলেই দুষ্টুমি করার চেষ্টা করে। আমার মন খারাপের সময় আমি আমাদের বাসা থেকে বের হয়ে তাদের সাথে ফাজলামি করার চেষ্টা করি। তাদের সকলের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে আমার কাছে।
গত কয়েক দিন আগে আমাদের গ্ৰামের মধ্যে আমার এক গ্ৰাম্য ফুফাতো বোন এসেছে। আসলে তারা ফরিদপুরে থাকেন। কিন্তু সে তার আম্মুর সাথে তার নানার বাড়িতে বেড়াতে এসেছেন। বেশ কিছু দিনের মধ্যেই তার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়।আমি দেখা পেলেই সে বিভিন্ন ভাবে দুষ্টুমি করার চেষ্টা করি। আমিও তার সাথে দুষ্টুমি করার চেষ্টা করি।গত কয়েকদিন ধরে সে আমার কাছে এসে বিভিন্ন ধরনের আবদার চেয়ে বসে। আমাদের গ্ৰামের মধ্যে প্রচুর পরিমাণে আম গাছ ।আর এই আম গাছ গুলোর মধ্যে উঠা তার সব থেকে বড় আবদার। ফরিদপুর এলাকার মধ্যে তেমন একটা আম গাছ নেই।তাই সে এখানে এসে নতুন নতুন আম গাছ দেখতে পারে।
আর প্রতিদিন তার সাথে দেখা হলেই সে আম গাছ গুলোর মধ্যে উঠার জন্য একদম বায়না ধরে। আমার আবার ভয় কাজ করে তাদের কে আম গাছ গুলোর মধ্যে উঠাই দিতে।যদি আম গাছ গুলোর মধ্যে থেকে পড়ে গিয়ে হাত কিংবা পা ভেঙ্গে যায়, তাহলে অনেক ধরনের সমস্যা হবে। তাদের আবদার পূরণ করার জন্য আমি রিস্ক নিয়ে তাদের কে গাছের মধ্যে উঠিয়ে দেয়ার চেষ্টা করি। আবার অল্প কিছু সময়ের মধ্যে নেমে দেই। যদি তাদের মতো আমার একটি ছোট বোন থাকতো তাহলে হয়তো আমার জীবন টা আরো বেশি সুন্দর হতো।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে নিজের ছোট বোন থাকলে হয়তো অনেক বেশি আদর করতেন। কিন্তু আপনার ভাগ্যে তো তা নেই। যাই হোক প্রতিবেশীদের মধ্যে অনেক ছোট বোন আছে। তাদের খুব আদর করেন দেখে খুবই ভালো লাগে। আর ছোট বোন সবসময় খুব আদরের হয়। তাদের আবদার গুলো পূরণ করতে ইচ্ছে করে। তাই আপনি তার আবদার পূরণের জন্য তাকে আম গাছে উঠিয়েছেন এবং নামিয়ে দিয়েছেন। বেশ ভালই করেছেন, খুব আনন্দ করেছে দেখছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit