লেভেল ০৪ হতে আমার অর্জন by @riyadx2

in hive-129948 •  last year  (edited)

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধ বার,১৫ নভেম্বর ২০২৩ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে ও আপনাদেরকে আমি লেভেল চার হতে যা অর্জন করেছি তা শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।

RIYAN_20231115_120311_👫Vivid Color .jpg

ইতোমধ্যেই আমি @abb-school থেকে লেভেল ০৪ এর ক্লাস এবং ভাইভা শেষ করেছি। আমাদের প্রফেসর @rupok ভাইয়া খুব সুন্দর করে লেভেল ০৪ এর বিষয় গুলো বুঝিয়েছেন। আমি তার দেয়া দিক নির্দেশনা অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি।

প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন:-১: p2p কি?

উত্তর: p2p হলো একজনের স্টিমিট আ্যাকাউন্ট থেকে অন্য আরেকজন স্টিমিট ব্যবহারকারীর অ্যাকাউন্টে স্টিম,এস বি ডি, টি আর এক্স (ট্রোন) ট্রান্সফার করা।

প্রশ্ন:-২: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:
ধাপ-১: প্রথমে আমরা এক্টিভ কী দিয়ে স্টিম ওয়ালেট লগইন করবো, তারপর আমরা নিচের দিকে গেলে sbd নামে একটা অপশন দেখতে পারবো। তারপর আমরা steem dollar লেখাটির উপরে ক্লিক করবো।

IMG_20231114_205000.jpg

ধাপ -২: steem dollar এর উপরে ক্লিক করার পর কয়েকটি অপশন আসবে, আমরা ট্রান্সফার অপশনটি সিলেক্ট করবো।

IMG_20231114_205043.jpg

ধাপ -৩: ট্রান্সফার অপশনটি সিলেক্ট করার পর আরেকটি পেজ ওপেন হবে, সেখানে প্রথমে আমার নিজের ইউজার নেম থাকবে,তারপর to নামে একটা অপশন থাকবে সেখানে আমরা যাকে ট্রান্সফার করবো তার ইউজার নাম দেবো। তারপর amount অপশনে কত পরিমাণ sbd ট্রান্সফার করবো সেটা বসাবো।আর মেমো অপশনে আপনারা চাইলে কি উদ্যোশে পাঠাচ্ছেন সেটি লিখতে পারেন। তারপর ওকে বাটনে ক্লিক করবো

IMG_20231114_205155.jpg

ধাপ-৪: ওকে বাটনে ক্লিক করার পর আবার নতুন একটি পেইজ আসবে, সেখানে আমরা দেখবো সব কিছু ঠিক আছে কি না? ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করবো।ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই যাকে ট্রান্সফার করতেছি তার ওয়ালেটে sbd চলে যাবে।

IMG_20231114_205217.jpg

প্রশ্ন-৩: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:

ধাপ-১: প্রথমে আমরা এক্টিভ কী দিয়ে স্টিম ওয়ালেট লগইন করবো, তারপর আমরা নিচের দিকে গেলে steem নামে একটা অপশন দেখতে পারবো। তারপর আমরা steem লেখাটির উপরে ক্লিক করবো।

IMG_20231114_211144.jpg

ধাপ -২: steem লেখাটির উপরে ক্লিক করার পর কয়েকটি অপশন আসবে, আমরা ট্রান্সফার অপশনটি সিলেক্ট করবো।

IMG_20231114_211227.jpg

ধাপ -৩: ট্রান্সফার অপশনটি সিলেক্ট করার পর আরেকটি পেজ ওপেন হবে, সেখানে প্রথমে আমার নিজের ইউজার নেম থাকবে,তারপর to নামে একটা অপশন থাকবে সেখানে আমরা যাকে ট্রান্সফার করবো তার ইউজার নাম দেবো। তারপর amount অপশনে কত পরিমাণ steem ট্রান্সফার করবো সেটা বসাবো।আর মেমো অপশনে আপনারা চাইলে কি উদ্যোশে পাঠাচ্ছেন সেটি লিখতে পারেন। তারপর ওকে বাটনে ক্লিক করবো

IMG_20231114_211312.jpg

ধাপ-৪: ওকে বাটনে ক্লিক করার পর আবার নতুন একটি পেইজ আসবে, সেখানে আমরা দেখবো সব কিছু ঠিক আছে কি না? ঠিক থাকলে ওকে বাটনে ক্লিক করবো।ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই যাকে ট্রান্সফার করতেছি তার ওয়ালেটে steem চলে যাবে।

IMG_20231114_211326.jpg

প্রশ্ন -৪: P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

ধাপ-১: প্রথমে আমরা এক্টিভ কী দিয়ে স্টিম ওয়ালেট লগইন করবো, তারপর আমরা নিচের দিকে গেলে steem নামে একটা অপশন দেখতে পারবো। তারপর আমরা trx লেখাটির উপরে ক্লিক করবো।

IMG_20231114_213407.jpg

ধাপ -২: trx লেখাটির উপরে ক্লিক করার পর কয়েকটি অপশন আসবে, আমরা ট্রান্সফার অপশনটি সিলেক্ট করবো।

IMG_20231114_213439.jpg

ধাপ -৩: ট্রান্সফার অপশনটি সিলেক্ট করার পর আরেকটি পেজ ওপেন হবে, সেখানে প্রথমে আমার নিজের ইউজার নেম থাকবে,তারপর to নামে একটা অপশন থাকবে সেখানে আমরা যাকে ট্রান্সফার করবো তার ইউজার নাম দেবো। তারপর amount অপশনে কত পরিমাণ trx ট্রান্সফার করবো সেটা বসাবো।আর মেমো অপশনে আপনারা চাইলে কি উদ্যোশে পাঠাচ্ছেন সেটি লিখতে পারেন। তারপর ওকে বাটনে ক্লিক করবো

IMG_20231114_213525.jpg

ধাপ -৫: ওকে বাটনে ক্লিক করার পর আবার নতুন একটি পেইজ আসবে, সেখানে trx প্রাইভেট কী চাইবে, আমরা trx প্রাইভেট কী দিয়ে ওকে বাটনে ক্লিক করবো।তার আমাদের কাজ হয়ে যাবে।

প্রশ্ন-৫: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর:

ধাপ -১: প্রথমে আমরা এক্টিভ কী দিয়ে স্টিম ওয়ালেট লগইন করবো। তারপর একবারে উপরে ডানে কোনায় তিন লাইন বিশিষ্ট একটি অপশন আছে, আমরা সেখানে ক্লিক করবো।

IMG_20231115_062858.jpg

ধাপ -২: তারপর আবার অনেক গুলো অফশন আসবে, আমরা currency market এ ক্লিক করবো।

IMG_20231115_062935.jpg

ধাপ -৩: তারপর আরেকটি নতুন পেইজ আসবে, আমরা সেখানে কত sbd পরিমাণ স্টিম কিনবো,তা সেখানে বাসাবো।আর আমরা price এর ঘরে ইচ্ছা মতো price বসিয়ে নিবো। তারপর আমরা buy steem এ ক্লিক করবো।

IMG_20231115_063444.jpg

ধাপ-৪: তারপর আমাদের একটা নতুন পেইজ আসবে সেখানে, আমরা কত sbd দিয়ে কত steem কিনছি সেটা দেখাবে এবং price ও দেখাবে।সব কিছু ঠিক থাকলে আমরা ওকে বাটনে ক্লিক করে দিবো, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ক্রয় কৃত স্টিম আমাদের ওয়ালেটে দেখতে পারবো।

IMG_20231115_063510.jpg

প্রশ্ন -৬:Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তর:-
ধাপ -১: প্রথমে Poloniex exchange site এর মধ্যে প্রবেশ করবো। তারপর get start অফশন এ ক্লিক করবো।

IMG_20231115_070009.jpg

ধাপ -২: তারপর আবার নতুন পেইজ আসবে, সেখানে অ্যাকাউন্ট খোলার জন্য ইমেইল এবং পাসওয়ার্ড বসাতে বলবে, আমরা সব কিছু ঠিক ভাবে বসিয়ে নিবো। তারপর create account এ ক্লিক করবো।

IMG_20231115_070124.jpg

ধাপ -৩: আবার নতুন একটি পেইজ আসবে, সেখানে ইমেইল ভ্যারিভিকেশনের জন্য একটি কোড পাঠাবে,তা আমরা জিমেইলের ইনবক্স গিয়ে দেখতে পারবো, এবং সেখানে থেকে নিয়ে এসে ঠিক ভাবে এখানে বসিয়ে দেবো।

IMG_20231115_070237.jpg

IMG_20231115_070315.jpg

ধাপ-৪: তারপর আমাদের অ্যাকাউন্ট খোলা সম্পুর্ন হয়ে যাবে। আমরা এখন চাইলে ট্রেডিং শুরু করতে পারবো।

IMG_20231115_070345.jpg

অ্যাকাউন্ট প্রোফাইল

IMG_20231115_070409.jpg

বি: দ্র: আপাতত Poloniex exchange site এ ডিপোসিট এবং উইথড্র বন্ধ আছে তাই, ডিপোসিট এবং উইথড্র এর কাজ টি করে দেখাতে পারলাম না,তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি Poloniex exchange নিয়ে আরেকটি আলাদাভাবে পোস্ট করার চেষ্টা করবো,যখন Poloniex exchange এর সকল কার্যক্রম পুরোপুরি ঠিক হবে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovbg6Xhy9M3FKC2zkkPgGggdUesBd1baM559FaAhdHPXxhgVZ7ZHJMsuNqgvZwx8E57nBhNzF2DU9b3GUX2FoV76n.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে অভিনন্দন আপনি লেভেল ৪ অর্জন করেছেন এবং বিস্তারিত আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রতিটি ইউজারের এগুলো খুবই জানা গুরুত্বপূর্ণ এবং এগুলো জানলে একটা ইউজার খুব সুন্দর ভাবে কাজ করতে পারবে এবং অন্যের কাছে প্রতারিত হতে হবে না নিজের কাজগুলো নিজেই করতে পারবে এবং অনেক সুন্দর ভাবে আপনি বিস্তারিত আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল

জী ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ।

ভাইয়া আপনাকে অভিনন্দন। বেশ ‍সুন্দর করে গুছিয়ে আপনি লেভেল-৪ হতে আপনার অর্জন আমাদের মাঝে তুলে ধরেছেন। সব মিলিয়ে আপনার উপস্থাপনাও বেশ দারুন ছিল। আশা করবো সামনের লেভেলেও আপনি আপনার দক্ষতা ধরে রাখতে পারবেন।

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আর একটিমাত্র ধাপ করলেই আপনারা ভেরিফাইড ব্লগার হবেন। লেভেল ফোর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। লেভেল ফোর হতে অনেক কিছু শিখেছেন এবং তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

আপনার লেভেল ফোরের পরীক্ষামূলক পোস্ট দেখে অনেক খুশি হলাম। যেখানে খুব সুন্দরভাবে পরীক্ষাটা আপনি সম্পন্ন করেছেন। আর আশা করি এরই মধ্য দিয়ে আপনি খুব শীঘ্রই ভেরিফাইড মেম্বার হওয়ার সৌভাগ্য অর্জন করবেন। কারণ আপনার পরীক্ষা দেওয়া পোস্ট থেকে বোঝা গেল আপনি বেশ সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করেছেন।

চতুর্থ লেভেল থেকে আপনি যে জ্ঞান অর্জন করেছেন তার আঙ্গিকে আজকের এই পোস্ট সাজিয়েছেন। বিষয়গুলো ঠিকঠাক ভাবেই তুলে ধরেছেন আশা করি খুব দ্রুতই লেভেল পার হয়ে যাবেন।

আশা রাখি কিছুদিনর মধ্যেই সেই অর্জন পূর্ণ করবো।

পোস্ট দেখে বোঝা যাচ্ছে লেভেল ফোরের বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। তবে পলোনিক্সে ডিপোজিট এবং উইথড্র বন্ধ থাকার কারণে কিছু বিষয় উপস্থাপন করতে পারেননি। আশা করি সেই বিষয়গুলো আপনি ভালোভাবে আয়ত্ত করেছেন। ধন্যবাদ আপনাকে।

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।