আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বৃহস্পতিবার ,৩০ নভেম্বর ২০২৩ ইং
ফেরি কদম
ডিভাইস: রেডমি ১০ সি
সময়: ৩.২৩ মিনিট
তাঁরিখ: ১০/১১/২০২৩ ইং
অবস্থান
রমনা ফেরি ঘাট বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্ৰাম উপজেলার চিলমারী উপজেলায় অবস্থিত।এই ফেরিঘাট বাংলাদেশের বড় বড় ফেরি ঘাট গুলোর মধ্যে অন্যতম একটি ফেরিঘাট, এই ফেরিঘাটে ফেরি ছাড়া ও আরো অনেকে ধরনের পানীয় পথে যানবাহন চলাচল করে, যেমন, নৌকা লঞ্চ, স্টিমার। ফেরিঘাটে সারাদিন সারারাত মানুষের আমেজ থাকে, কেননা সারারাত মানুষেরা নৌকা, লঞ্চ, স্টিমার ইত্যাদির মাধ্যমে যাতায়াত করে থাকে, তাই এখানে সব সময় মানুষের ভিড় লেগেই থাকে।
গত কয়েকদিন আগে আমি এবং আমার কিছু সহপাঠী সহ রমনা ফেরি ঘাট ঘুরার জন্য গিয়েছিলাম, আমরা প্রথমে সেখানে গিয়ে দেখতে পারলাম বিশাল বড় একটি ফেরি দাড়ে আছে। আমরা প্রথমে ফেরির উপরে গিয়ে উঠলাম, উঠে আমার বেশ অনেক বেশি ভালো লাগতেছে, কেননা এর আগে আমি কোন দিন এভাবে সামনাসামনি ফেরি দেখার সুযোগ হয়নি।আজকেই প্রথম নিজের চোখে দেখছিলাম, তাই একটু বেশি ভালো লাগছিলো
ফেরি কদম
ডিভাইস: রেডমি ১০ সি
সময়: ৩.২৫ মিনিট
তাঁরিখ: ১০/১১/২০২৩ ইং
অবস্থান
ফেরিতে বেশ কিছুক্ষণ সময় অতিক্রম করলাম, আমাকে বেশ অনেক বেশি ভালো লাগছিলো।ফেরির নিচ থেকে উপরে উঠার অনেক বেশি ইচ্ছা করছিল, কিন্তু আমার অনেক বেশি ভয় করছিল, কেননা যদি উপরের দিকে উঠে পড়লে কেউ বকা দেয়, তাই মনের মনে মধ্যে একটু ভয় ভীতি কাজ করছিলো।তারপর আমি ফেরির একজন সেবক দের কাছে থেকে অনুমতি চাইলাম, তারপর সে আমাকে উপরে উঠার অনুমতি দিলো, এখন আমি উপরে উঠার জন্য সিড়ির কাছে গেলাম, সেখানে গিয়ে দেখতে পারলাম, সিড়ির দরজা বন্ধ, তারপর আমি অন্য পাশের সিড়ি দিয়ে উপরে উঠে পড়লাম, উপরে উঠে দেখতে পারলাম বাড়ির মতো একটি জায়গা।বসার মতো কয়েকটি সীট আছে, টয়লেট, বাথরুম আছে, ড্রয়িং রুম আছে।সব কিছু আমি ঘুরে ঘুরে দেখলাম, দেখে আমার অনেক বেশি ভালো লাগছিলো, কেননা এর আগে আমি কখনো এই ভাবে নিজের চোখে ফেরি দেখতে পারি নাই, এমনিতে ভিডিওতে দেখছিলাম আগে।আজ সামনাসামনি দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগছিলো।
নদী
ডিভাইস: রেডমি ১০ সি
সময়: ৩.২৩ মিনিট
তাঁরিখ: ১০/১১/২০২৩ ইং
অবস্থান
আমি ফেরির উপর থেকে নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম, ফেরির উপর থেকে নদীটি অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিলো, আর বিকেল বেলা হয়ে আরো বেশি সুন্দর লাগছিলো নদীটি কে। কিছুক্ষণ এর জন্য এই বিশালাকার নদীর সৌন্দর্যের প্রেমে পড়ে গিয়েছিলাম।এর আগে এতো বড় নদীতে কখনো যাওয়া এবং দেখা ও হয়নি। আজকে স্বচক্ষে দেখতে পেরে অনেক বেশি ভালো লাগছিলো।আর আমি একজন প্রকৃতি প্রেমি মানুষ, তাই খুব সহজেই প্রকৃতির সৌন্দর্যের প্রেমে পড়ে যাই। কিছুক্ষণ পর সূর্য অস্ত যাওয়ার সময় নদীটি দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিলো, মনে হচ্ছিলো কোন এক সাগরের চরে ঘুরতে আসছি। তার কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসলো। তারপর আমরা সেখান থেকে চলে আসলাম।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
https://twitter.com/Riyad9424187819/status/1730218157250605155?t=T-3aHXvFUOSAZRg40hC8wA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাবার সাথে ছেলেবেলায় যখন গ্রামের বাড়ি যেতাম তখন কিন্তু বেশ কয়েকবার আমি ফেরিতে চড়েছি। আর আপনার আজকের ভ্রমন পোস্টের মাধ্যমে সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। আপনিও দেখছি আমার মত প্রকৃতি প্রেমি। দারুন লাগলো আপনার আজকের ভ্রমন কাহিনী।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফেরিঘাটে গিয়ে সহপাঠীদের সাথে দারুন সময় অতিবাহিত করেছেন। হয়তো আপনার প্রথমবার আসলে ফেরির উপরে যাত্রীদের বসার জন্যই সিট রাখা হয়েছে প্রথমবার সেজন্য তো ভয় পেয়েছেন। যেকোনো জায়গার প্রথম অনুভূতিটাই থাকে অন্যরকম । সবার ক্ষেত্রে এরকম সুন্দর সুন্দর মুহূর্ত জীবনে ফিরে আসুক সেটাই কামনা করি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রমনা ফেরিঘাট এর দারুন চিত্র আপনি আমাদের মাঝে ফটোগ্রাফি করে শেয়ার করেছেন পাশাপাশি সুন্দর বর্ণনা। যেখানে নদীর বুকে চলমান নৌকার সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করেছেন,নদীর কিনারে থাকা নৌকার দৃশ্য দেখতে বেশ ভালো লাগলো। আর প্রত্যেকটা ফটো কিন্তু ছিল অনেক সুন্দর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পদ্মা সেতু হওয়ার আগ পর্যন্ত আমরা ঢাকা থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য ফেরি ব্যবহার করতাম। তবে পদ্মা সেতু হওয়ার পর আর আমাদেরকে ফেরি ব্যবহার করতে হয় না ঢাকা থেকে আসা যাওয়ার জন্য। যেহেতু অনেকবার ফেরিতে আসা-যাওয়া করেছি তাই এই ধরনের ফেরীগুলো আমার কাছে খুবই পরিচিত। যখনই আমি ফেরিতে যাতায়াত করতাম তখন বাস ফেরিতে ওঠার পর আমি সোজা বাস থেকে নেমে চলে যেতাম ফেরির উপরের ডেকে। কারণ সেখান থেকে নদীর চমৎকার একটা ভিউ পাওয়া যেতো। যাই হোক আপনিও আশা করি ফেরিতে কাটানো সময়টা বেশ ভালই উপভোগ করেছেন। ধন্যবাদ আপনাকে।
খেয়াল করে দেখুন এই তিনটি বাক্য অনেকটা একই রকম হয়ে গিয়েছে। পোস্ট লেখার সময় এই বিষয়গুলোর প্রতি আরেকটু খেয়াল রাখবেন। তাহলে পোস্টের কোয়ালিটি আরো ভালো হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে পরবর্তী পোস্ট থেকে সব কিছু আরো সুন্দর করার চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit