আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার ,২৫ নভেম্বর ২০২৩ ইং
ফটো কলেজ: এম আই গ্যালারি ইডিটর
তারিখ: ২৫/১১/২০২৩ ইং
লোকেশন
সময় সকাল: ৮.১৭ মিনিট।
প্রায় এক সপ্তাহ পর আমি আমার গ্ৰামের বাসায় বেড়াতে যাই। সকাল বেলা আমার বাবা আমাকে আমাদের জমিতে যাওয়ার জন্য বলে, তাই আমি খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে আমাদের জমির উদ্যেশে যাওয়ার জন্য বের হই, কেননা আজকে আমাদের জমিতে আলু ক্ষেত লাগাবে।তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের জমিতে পৌঁছে গেলাম, গিয়ে দেখতে পাইলাম ইতোমধ্যে আমাদের জমিতে আলু ক্ষেত লাগানো শুরু করে দিয়েছে। খুবই সকালে গিয়েছিলাম তাই এখানো মাঠে একটু একটু শীত পড়ছিলো, সূর্য টা ও একটু হালকা কিরণ দিতেছিল,খুব একটা দুরে দেখা যাচ্ছিলো না শীতের কারণে। আমাদের খুব সকালে জমিতে আসার মুল কারন হলো জোহর নামাজের আগে আলু ক্ষেত লাগা শেষ করে বাসায় গিয়ে জুম্মার নামাজ আদায় করবো, তাই খুব ভোরে জমিতে গিয়েছিলাম। জমির পরিমাণ ছিল প্রায় সতেরো সতক।
জমির ফটোগ্রাফী
তারিখ: ২৫/১১/২০২৩ ইং
লোকেশন
সময় সকাল: ৮.২০ মিনিট।
সবাই আলু ক্ষেত লাগাতে ব্যস্ত আর আমি চারদিকের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম, কেননা মাঠের প্রকৃতি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আমি চারদিকের ঘোরাঘুরি করছিলাম আর সকাল বেলার ঠান্ডা আবহাওয়া উপভোগ করছিলাম, আর ওই দিকে সবাই আলু ক্ষেতে আলু লাগাচ্ছে।আর আমি ছোটবেলা থেকেই শহরের মধ্যে বসবাস করি তাই কোন রকম কাজ জানি এবং করতেও পারি না, তাই আমি কাজ বাদ দিয়ে এদিকে এসে প্রকৃতির আবহাওয়া উপভোগ করছি। কিছুক্ষণ পর আমি তাদের কাছে গিয়ে দেখতে পারলাম এক তৃতীয়াংশ শেষ হয়েছে, তাই আমি ও একটু কাজ করার চেষ্টা করলাম কিন্তু কোনভাবেই করতে পারছি না, কেননা এর আগে এই ধরনের কাজ কখনো করি নাই, তবে ভবিষ্যতের জন্য এই ধরনের কাজ গুলো জেনে রাখা খুবই জরুরি, কেননা বর্তমানে বাংলাদেশে চাকুরী পাওয়া খুবই কঠিন একটি বিষয় ,তাই পরবর্তীতে চাকরি না পেলে জমিতে কাজ করে সংসার পরিচালনা করতে হবে।তাই এই ধরনের কাজ গুলো জেনে রাখা খুবই জরুরি।আর আমার বাসা যেহুতু গ্ৰামান্ঞ্চলে তাই আমার এই কাজ গুলো শিখিয়ে রাখা অত্যন্ত জরুরি, ভবিষ্যতে অনেক বড় কাজে লাগবে ।
আলু ক্ষেত লাগানোর ফটোগ্রাফী
তারিখ: ২৫/১১/২০২৩ ইং
লোকেশন
সময় সকাল: ৮.২০ মিনিট।
সবাই আলু ক্ষেত লাগানোর কাজে ব্যস্ত আর আমি তাদের কাজ গুলো মন দিয়ে দেখছিলাম, কিভাবে কাজ করছে তারা! কিছুক্ষণ দেখার পর আমি ও একটা কোদাল দিলে চেষ্টা করলাম কিন্তু কোনভাবেই পারছিলাম না।তাই আমি পরে আমি সব বাদ দিয়ে রোদের মধ্যে গিয়ে শীতকালের মিষ্টি রোদ উপভোগ করছিলাম, কেননা শীতকালে আমার রোদ অনেক বেশি ভালো লাগে। তার কিছুক্ষণ পর আমি আবার আমাদের জমিতে গেলাম, জমিতে গিয়ে দেখতে পারলাম জমিতে আলু লাগা প্রায় শেষ, তাই আমি ভাবলাম বাসায় চলে যাবো। তারপর আমি বাসায় চলে আসলাম।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
কিছুদিন আগে গ্রামে গিয়ে আমি এই দৃশ্যগুলো স্বচক্ষে দেখে এসেছি। আজকে আবারো আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখে বেশ ভালো লাগলো। এই সময় জমিতে আলু লাগানোর বেশ তোড়জোর শুরু হয়ে গিয়েছে। জমিতে আলু লাগানোর অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাসায় গিয়ে আপনার বাবার কথায় সকালবেলা ঘুম থেকে উঠে নিজেদের জমিতে গিয়েছিলেন এটা জেনে খুবই ভালো লাগলো। অনেকদিন পর বাসায় গেলে আমিও মাঝে মাঝে নিজেদের জমি দেখতে পাই আর আপনি আলু লাগানোর দৃশ্যটা দেখতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে প্রকৃতির সঙ্গে সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন বোঝাই যাচ্ছে। যদিও আপনিও চেষ্টা করেছিলেন কিন্তু হয়তোবা পারেননি। যাইহোক আপনার কাটানো সুন্দর মুহূর্তটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাক আপনি ছোট বেলা থেকে শহরে বড় হয়েছেন জেনে ভালো লাগলো। তবে গ্রামের কাজ কর্ম না জানলে সমস্যা ভাই। গ্রামের কাজ গুলো ভবিষ্যতে আমাদের উপকারে আসবে।আপনাতের আলু ক্ষেতে সবাই কাজ করতেছে আর আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন।আমার কাছেও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভীষণ ভালো লাগে। আপনি আপনার মনের অনুভূতি গুলো চমৎকার ভাবে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেহেতু আপনাদের গ্রামে জমিজমা রয়েছে এবং আপনাদের পরিবার সেখানে চাষাবাসও করে তাই এই কাজগুলো আপনার জানা খুবই প্রয়োজন। শুধু চাকরির বিকল্প হিসেবে তা নয়। সামনের সময়টা খারাপ আসতে চলেছে। তখন এই ধরনের কৃষিকাজের দক্ষতা অনেক কাজে লাগতে পারে। আপনার পোস্টে ছোটখাটো কিছু ভুল আছে। বাদবাকি সব ঠিক আছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওকে ভাইয়া সব কিছু শুধরানোর চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit