আমি @riyadx2 বাংলাদেশ থেকে
রবিবার, ২৯ ই সেপ্টেম্বর ২০২৪ ইং
আপনারা হয়তো ইতোমধ্যে সকলেই অবগত আছেন যে, পলোনিক্স এক্সচেঞ্জ একটি ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ। আমরা যারা ইতোমধ্যে এবিবি স্কুল থেকে লেভেল চারের ক্লাস করেছি, তারা হয়তো প্রত্যেকেই পলোনিক্স এক্সচেঞ্জের খুঁটিনাটি বিষয়ে অবগত আছি।আর যারা এখন পর্যন্ত পলোনিক্স এক্সচেঞ্জ সম্পর্কে অবগত নন, তারা লেভেল চারের ক্লাস টি মনযোগ সহকারে করার চেষ্টা করবেন। তাহলে প্রতিটি বিষয় বস্তু খুবই সুন্দর ভাবে বুঝতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে পলোনিক্স এক্সচেঞ্জের মধ্যে পুস কয়েন ডিপোজিট এর টিউটোরিয়াল শেয়ার করবো।আর আপনারা যারা পুস কয়েন হোল্ড করেছেন, তারা হয়তো ইতোমধ্যে অবগত আছেন যে, পুস কয়েন ইতোমধ্যেই পলোনিক্স এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হয়ে গিয়েছে।তাই আপনাদের অনেকের সুবিধার্থে এই টিউটোরিয়াল পোস্ট টি শেয়ার করতে যাচ্ছি।
টিউটোরিয়াল কার্যপ্রণালী
ধাপ-১: আপনারা হয়তো প্রত্যেকেই ট্রোন লিংক প্রো অ্যাপস এর মধ্যে স্টিমিট একাউন্টের প্রাইভেট কি দিয়ে ইমপোর্ট করেছেন। এখন আমরা প্রথমে আমাদের ট্রোন লিংক প্রো অ্যাপস এর মধ্যে প্রবেশ করবো এবং পুস কয়েনের উপর ক্লিক করবো।
ধাপ-২:
এরপর আমাদের মাঝে আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে।আর এই ইন্টারফেসের মধ্যে দুটি অপশন দেখতে পারবো। আমরা সেন্ড অপশন টি বেছে নিবো।
ধাপ-৩:
এখন আমরা ডিপোজিট করার জন্য পলোনিক্স এক্সচেঞ্জের মধ্যে চলে যাবো, এবং সেখানে গিয়ে ওয়ালেট অপশনে ক্লিক করবো। ওয়ালেট অপশনের মধ্যে যাওয়ার পর আমরা ডিপোজিট নামে অপশন দেখতে পারবো। আমরা সেই ডিপোজিট অপশনে ক্লিক করবো।
ধাপ-৪: ডিপোজিট অপশনে ক্লিক করার পর আমাদের মাঝে বেশ কিছু কয়েন চলে আসবে। এরপর আমরা সার্চ বাটনে ক্লিক করে, পুস লিখে সার্চ করবো। এরপর আমাদের মাঝে পুস কয়েন চলে আসলে আমরা পুস কয়েনের উপর ক্লিক করবো।
ধাপ-৫: পুস কয়েনের উপর ক্লিক করার পর আমাদের মাঝে আরেকটি নতুন পেইজ ওপেন হবে। এই পেইজের মধ্যে নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে, আমরা পেইজের মধ্যে (টি আর এক্স) টি আর সি ২০ নেটওয়ার্ক সিলেক্ট করে নিবো।
ধাপ-৬: এরপর আমাদের মাঝে পুস কয়েনের ডিপোজিট অ্যাড্রেস সো করবে। আমরা পুস কয়েনের ডিপোজিট অ্যাড্রেস টি কপি করে নিবো।
ধাপ-৭: এরপর আমরা আবার ট্রোন লিংক প্রো অ্যাপস এর চলে আসবো এবং পুস কয়েন ডিপোজিট এর অ্যাড্রেস টি বসিয়ে নিবো। অ্যাড্রেস টি বসিয়ে নেয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করে বসাতে হবে।
ধাপ-৮: অ্যাড্রেস দিয়ে ওকে করার পর আমাদের মাঝে আরেকটি নতুন পেইজ ওপেন হবে। এই পেইজে আপনার পুস এমাউন্ট বসিয়ে নিতে হবে।
ধাপ-৯: পুস এমাউন্ট বসিয়ে ওকে করার পর আমাদের মাঝে আরো একটি নতুন পেইজ ওপেন হবে।এই পেইজের মধ্যে আপনার অ্যাড্রেস ঠিক আছে কি না সে দেখবেন। অ্যাড্রেস ঠিক থাকলে কনফার্ম করে দিবেন।আর আপনার ওয়ালেটের মধ্যে মিনিমাম ছয়টি টি আর এক্স রেখে দিবেন।
ধাপ-১০: এরপর আমরা আমাদের ট্রোন লিংক প্রো অ্যাপস এর পাসওয়ার্ড টি বসিয়ে নিবো।
ধাপ-১১: পাসওয়ার্ড বসিয়ে দেয়ার পর আমাদের উইথড্র নিশ্চিত হয়ে যাবে। এখন আমরা চাইলে ট্রোন স্কেনের মধ্যে গিয়ে আমাদের ট্রান্সেকশন দেখতে পারবো।
ধাপ-১৩: এরপর বেশ কিছুক্ষণ সময় পরে আমাদের পলোনিক্স এক্সচেঞ্জের মধ্যে চলে যাবো এবং ওয়ালেটের মধ্যে প্রবেশ করলে দেখতে পারবো আমাদের ডিপোজিট কনফার্ম হয়ে গিয়েছে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পলোনিক্স এক্সচেঞ্জের মধ্যে ডিপোজিট করার টিউটোরিয়াল অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। খুব সহজেই আপনার পোস্ট দেখে কাজটি করতে পারবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন প্রয়োজনীয় একটি টিউটোরিয়াল শেয়ার করলেন ভাই। ভীষণ উপকার হলো এই টিউটোরিয়ালটি পড়ে। কিভাবে আমাদের পুশ পোলোনিক্সে আদান প্রদান করা হবে তা খুব সুন্দর করে বুঝে গেলাম। অনেক ধন্যবাদ এমন একটি প্রাসঙ্গিক টিউটোরিয়াল শেয়ার করবার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পলোনিক্স ডিপোজিট এর টিউটোরিয়াল দেখে অনেক ভালো লাগলো। আপনার এটা দেখে হয়তো সবাই উপকৃত হবে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ পুশ কয়েন ডিপোজিট নিয়ে খুবই দরকারি একটি টিউটোরিয়াল আপনি শেয়ার করেছেন।ভালো লাগলো পোস্টটি,অনেক হেল্পফুল ছিল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit