আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার বার,১১ নভেম্বর ২০২৩ ইং
আপনারা ইতোমধ্যে টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করবো। আজকে আমি ওয়াজ মাহফিলের আয়োজনে তবারক খাওয়ার অনুভূতি শেয়ার করবো আপনাদের সাথে।
গতকাল আমরা রংপুরের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় মাহফিল শুনার জন্য গিয়েছিলাম। আমরা সকাল নয়টায় গাড়িতে উঠে,ঠিক একটায় আমাদেরকে মাহফিলের স্হানে এনে পৌঁছে দেয়। আমরা জুম্মার নামাজ চিলমারী উপজেলা থানা মসজিদের মধ্যে পড়ি। নামাজ শেষ করে আমরা মাহফিলের স্টেজের সামনে গেলাম। সেখানে গিয়ে দেখতে পাইলাম, সেখানে প্রচুর পরিমাণ মানুষের সমাগম, কিছুক্ষণ থাকার পর আমি দেখতে পেলাম, সবাই লাইন হয়ে বসতেছে। আমি শহীদ মিনারের উপরে বসে সব কিছু দেখছিলাম।
কিছুক্ষণ এর মধ্যেই আমি দেখতে পেলাম, মাঠটি সম্পুর্ন ভর্তি হয়ে গেল। তারপর আমি ও চিন্তা করলাম আমি ও বসে পড়বো, কিন্তু তেমন কোন ফাকা জায়গা পাচ্ছিলাম না। একটু ফাঁকা জায়গা পাইছিলাম, কিন্তু সেই জায়গাটি একেবারে পিছনের লাইনে,এই লাইনে খিচুড়ি আসতে প্রায় এক ঘন্টা সময় লাগবে।তাই আমি ভাবলাম যে, প্রথমের লাইনে গিয়ে দেখি জায়গা আছে কি না! তারপর আমি পিছনের লাইন থেকে উঠে সামনের লাইনে চলে আসলাম। কিন্তু সামনের লাইন সম্পুর্ন ভর্তি একটু ও জায়গা পাচ্ছিলাম না। তখন আমার মন ভীষণ খারাপ হয়ে যায়। তারপর ও একটু ঘুরে দেখছিলাম একটু জায়গা পাওয়া যায় কি না! তারপর ঘুরে দেখলাম কোন জায়গা নেই। কিছুক্ষণ পর আমি একজন স্বেচ্ছাসেবক কর্মীর কাছে গিয়ে আমাকে একটু জায়গা করে দিতে বলি। স্বেচ্ছাসেবক কর্মী আমাকে সাথে নিয়ে গিয়ে একেবারে প্রথমে অল্প একটু জায়গার ব্যবস্থা করে দেয়। আমি সেখানে চেপে বসলাম।
কিছুক্ষণ পর প্লেট বিতরণ শুরু হয়ে গেল।প্লেট বিতরণ টা ছিল অন্যরকম। লাইনের শুরুতে যারা থাকেন,তাকে প্লেট গুলো একটা একটা করে দেয় সে তার পরবর্তী লোকদের কে পাস করে, এভাবে লাইনের শেষ পর্যন্ত যাইতে থাকে প্লেট গুলো। এভাবে একটা লাইন শেষ হলে আরেকটি লাইনে দেয়া শুরু করে। এভাবে চলতে থাকে। কিছুক্ষণ এর মধ্যেই আমি আমার প্লেট টি পেয়ে গেলাম।প্লেট পেয়ে তো আমি খুশি হয়ে গেলাম। কেননা দীর্ঘক্ষণ যেটার জন্য পরিশ্রম করছিলাম, এখন তা পেয়ে গিয়েছি। তারপর প্লেটের এক পাশ থেকে খাইতে শুরু করলাম, প্রথমে একটু মুখে দিয়ে দেখলাম রান্নাটা অসাধারণ হয়েছে। তারপর আস্তে আস্তে আমার খাওয়া শেষ হলো,হাত ধোয়ার জন্য আলাদা একটি জায়গা রয়েছে, সেখানে গিয়ে হাত ধুয়ে নিলাম। তারপর কিছুক্ষণ এর মধ্যেই খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যায়।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote @bangla.witness as witness
আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।
এই ধরনের প্রোগ্রামগুলোতে খুবই ভালো সময় অতিবাহিত করা যায়। এখন প্রায় সব জায়গাতেই ওয়াজ মাহফিলে খিচুড়ির ব্যবস্থা করা হয়। আর সেই খিচুড়ি গুলো অনেক সুন্দর ভাবে রান্না করে বলে খেতেও খুবই ভালো লাগে। অনেক পরিশ্রমের পরে অবশেষে হাতে খিচুড়ির প্লেট পেয়েছেন এটা দেখে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তবারক খওয়া যেন যুদ্ধ জয় করার মতো অবস্থা হয়েছিল আপনার। তবে এমন করে খেতে কিন্তুু বেশ ভালো লাগে তাই যতো কষ্টই হোক না কেন খেয়েছেন। পোস্ট টি কিন্তুু দারুণ হয়েছে। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit