আমার পরিচয়

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামুয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার পরিচয় তুলে ধরবো।

আমার বিস্তারিত পরিচয়:
আমার নাম মোঃ রিয়াদ হাসান, আমার বাবার নাম মোঃ মনজুরুল ইসলাম, আমার মায়ের নাম মোছাঃ রশীদা পারভীন।সাতজন সদস্য মিলে আমাদের পরিবার।সদস্য গুলো হলো মা, বাবা, ভাই, ভাবী, দাদা, দাদী এবং আমি। আমার বাবা মুলত একজন কৃষক। কৃষি কাজ করে সংসার পরিচালনা করেন। আমার বাসা বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এক নং খোড়াগাছ ইউনিয়ন এর তিন নং ওয়ার্ডে অবস্হিত। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান।

Screenshot_20230102-102149~2.png

আমার শিক্ষা জীবন:
আমি সর্বপ্রথম খোড়াগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ভর্তি হই। সেখান থেকে আমি এস এস সি (সমমান) পাস করি। রেজাল্ট মোটামোটি অনেক ভালোই হয়েছে। তারপর আমার বাবার সিদ্ধান্ত অনুযায়ী কুতুব পুর ডিগ্ৰি কলেজে ভর্তি হয়ে যাই। ইতোমধ্যে আমার প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। আমি পাস করে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছি। বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন যে এপ্রিল মাসের ৩০ তারিখ থেকে নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং জুলাই মাসে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

received_575771517712317.jpeg

আমার শখ:
আমার শখ হচ্ছে আমি বড় হয়ে একজন মানুষের মত মানুষ হওয়া। একজন সফল উদ্যোক্তা হওয়া। আমি প্রতিনিয়ত আমার সফল হওয়ার জন্য কাজ করে যাচ্ছি।

যে কারণে স্টিমিট প্লাটফর্মে কাজ করা:
আমার পরিবার একটা মধ্যবিত্ত পরিবার। আমি এই প্লাটফর্মে কাজ করে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে চাই। আমি কাজ করতে ভালোবাসি। আমি এই প্লাটফর্মে সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে কাজ করার চেষ্টা করবো।

Screenshot_20221018-220322~2.png

যার মাধ্যমে আমি এই প্লাটফর্মে আসি:
আমি আগে থেকেই একটু একটু জানতাম স্টিমিট একটি ব্লকচেইন প্লাটফর্ম। কিছু দিন পর দেখি যে আমাদের এলাকার একজন দাদা এই প্লাটফর্মে কাজ করে। আমি তার সাথে দেখা করে বিস্তারিত তথ্য জেনে নেই। তিনি আমাকে সকল তথ্য গাইড করেন। তিনি হলেন @amitab দাদা। তাকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এই প্লাটফর্মে কাজ শিখার জন্য।

সকলের সুস্থতা কামনা করে আমি আমার পরিচয় মূলক পোস্ট এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম। আশা করি অমিতাব দাদার মাধ্যমে আমাদের কমিউনিটির সব ধরনের নিয়ম কানুন সম্পর্কে অবগত হয়েছেন। সকল নিয়মকানুন সঠিকভাবে মেনে কাজ করে আমাদের সাথে এগিয়ে যাবেন এই আশাই করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

  ·  2 years ago (edited)

কমিউনিটির সকল নিয়ম কানুন মেনে চলবো

অমিত দাদাকে আমরা সকলেই চিনি। উনি আপনাকে এই প্লাটফর্মে আসতে সহায়তা করেছেন জেনে ভালো লাগলো। আশা করছি আপনি নিজের দক্ষতা এবং প্রতিভা কাজে লাগিয়ে কাজ করে যাবেন। এই প্লাটফর্মে নিজের অবস্থান তৈরি করে নিবেন এবং সকল নিয়ম কানুন মেনে চলবেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু

আপনার পরিচিত মূলক পোস্ট পড়ে ভাল লাগল। অনেক সুন্দর ভাবে উপ্সথাপন করেছেন।
তবে আপনাকে আগেই বলা হয়েছে যে আপনি যার নাম রেফারেন্স এ উল্লেখ করেছেন তিনি এখন ইন্যাক্টিভ। সেই ক্ষেত্রে এই মুহূর্তে আপনার পোস্ট আমি গ্রহণ করতে পারছি না। তবে কিছুদিন অপেক্ষা করুন, বিবেচনা করে জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ।

আপু দয়া করে একটু সুযোগ করে দেয়ার চেষ্টা করেন, দীর্ঘ পাঁচ মাস ধরে এই প্লাটফর্মে কাজ করার জন্য চেষ্টা করতেছি 😢। ধন্যবাদ

জয়েন করুন আমাদের discord চ্যানেলে।
Discord link: https://discord.gg/5aYe6e6nMW

তোমার জন্য অবিরাম শুভকামনা রইল। আশা রাখি আমার বাংলা ব্লগের সকল নিয়ম-কানুন মেনে সামনের দিকে এগিয়ে যাবে।