আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৩৮: কাগজ দিয়ে কলম দানী তৈরি

in hive-129948 •  2 years ago 
হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম/আদাব, আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আমি @আমার বাংলা ব্লগ এর দ্বিবর্ষ উপলক্ষে একটি প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করতে যাচ্ছি। প্রতিযোগিতার নাম হচ্ছে শেয়ার করো তোমার ডাই প্রজেক্ট। আমি আমার মতো করে একটি কলম দানী তৈরি করে এই প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করেছি। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


20230608_131229_0000.png

জীবনে আমি অনেক প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করেছিলাম, কিন্তু আমার বাংলা ব্লগ এর কোন প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করতে পারি নাই। আজকে আমার প্রথম অংশ গ্ৰহণ,তাও আবার দ্বিবর্ষপূর্তি উপলক্ষে ডাই প্রজেক্ট এর প্রতিযোগিতা।অন্যান্য প্রতিযোগিতায় অংশ গ্ৰহণের থেকে আমার বাংলা ব্লগ এর প্রতিযোগিতায় অংশ গ্ৰহণের অনুভূতি একটু ভিন্ন রকম। আমি এর আগে আমার বাংলা ব্লগ এর কোন প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করি নাই, তবে এর আগে আমি যত প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করেছি, তার থেকে আমার বাংলা ব্লগ এর এই প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করে একটু বেশি ভালো লাগতেছে। আমার বাংলা ব্লগ এর প্রতিযোগিতা অন্যান্য প্রতিযোগিতার থেকে একটু ভিন্ন, আমার বাংলা ব্লগ সব সময় ইউনিক প্রতিযোগিতার আয়োজন করে।তাই আমার একটু বেশি ভালো লাগে। আজকে আমি আমার বাংলা ব্লগ এর প্রতিযোগিতায় করতে পেরে অনেক ভালো লাগতেছে। আমি কখনো ভাবতে পারিনি যে আমি এতো সুন্দর একটি প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করতে পারবো। আমি আবার ও ধন্যবাদ জানাচ্ছি যারা এতো সুন্দর করে একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমার বাংলা ব্লগ সব সময় ইউজার দের ভালো কিছু দেয়ার চেষ্টা করে। ধন্যবাদ আমার ব্লগ কমিউনিটিকে এবং ধন্যবাদ আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার এবং কো ফাউন্ডার এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল অ্যাডমিন এবং মডারেটর কে যারা কঠোর পরিশ্রম করে আমার বাংলা ব্লগ কে এগিয়ে নিয়ে যাচ্ছে।

IMG_20230514_230530.png

IMG_20230608_195302.jpg

প্রয়োজনীয় উপকরণ
একটি পুরনো বই
একটি কাঁচি
একটি আটা
একটি চিকন পেন

IMG_20230514_230530.png

প্রক্রিয়াকরণ

ধাপ - ০১:

প্রথমে আমরা একটি চিকন পেন নিবো, তারপর বইয়ের পেজ গুলো মোড়াবো।

IMG_20230605_134642.jpg

ধাপ - ০২:

তারপর আমরা নিয়ম অনুসারে অনেক গুলো পেজ মুড়িয়ে নিলাম।

IMG_20230605_135852.jpg

ধাপ - ০৩:

এরপর আমরা মোড়া পেপার গুলো ১৯ সে মি লম্বা করে কেটে নিলাম।

IMG_20230605_141226.jpg

ধাপ - ০৪:

এরপর কাটা পেপার গুলো একটা একটা করে আটা দিয়ে যুক্ত করে নিলাম।এই নিয়ম অনুসারে অনেক গুলো এভাবে যুক্ত করে নিলাম।

IMG_20230605_134030.jpg

ধাপ - ০৫:

এরপর আমরা আটা দিয়ে যুক্ত করা মোড়া পেপার গুলো দিয়ে ঘরের মতো তৈরি করে নিলাম।

IMG_20230605_224251.jpg

ধাপ - ০৬:

নিয়ম অনুসারে এভাবে দুটি ঘরের মতো তৈরি করে নিলাম।

IMG_20230605_224343.jpg

ধাপ - ০৭:

এরপর আগের নিয়ম অনুসারে একটি টেবিলের মতো তৈরি করে নিলাম।

IMG_20230607_225504.jpg

ধাপ - ০৮:

তারপর টেবিলের উপর ঘরের মতো দুটি বসিয়ে নিলাম। এরপর মাঝামাঝি আরো সৌন্দর্য বৃদ্ধির জন্য আরো একটি ছোট ঘর বানিয়ে নিলাম।

IMG_20230608_195007.jpg

ধাপ - ০৯:

এরপর আমাদের কলম দানী তৈরি হয়ে গেল। আমি দুইপাশের দানিতে বিভিন্ন ধরনের কলম এবং এর মাঝে একটি মোবাইল রেখে একটি ছবি উঠাইলাম।

IMG_20230608_195208.jpg

IMG_20230514_230530.png

বি দ্র : এর আগে কোনদিন এরকম প্রতিযোগিতায় অংশ গ্ৰহণ করি নাই,এটাই আমার প্রথম অংশ গ্ৰহণ।তাই বেশি সুন্দর করতে পারি নাই।যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামীতে আরো বেশি সুন্দর করার চেষ্টা করবো। ধন্যবাদ

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

CategoryDiy project
DeviceRedmi 10C
Camera48 MP
LocationBadargonj, Rangpur

logo.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে রঙিন কাগজ ব্যবহার করে কলম দানি তৈরি করে শেয়ার করেছেন দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। এর আগে আমি এরকম একটি কলমদানি তৈরি করেছিলাম এই কলমদানি তৈরি করতে অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কলমদানি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।