আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০১ ই নভেম্বর ২০২৪ ইং
আপনারা হয়তো অনেকেই রংপুর কারমাইকেল কলেজ সম্পর্কে অবগত আছেন। বিশেষ করে যাদের বাসা উত্তর বঙ্গের মধ্যে তারা হয়তো প্রত্যেকেই এই কলেজ সম্পর্কে অবগত আছেন।এই কলেজ টি ১৯১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই কলেজের সাথে বেশ পরিচিত। আয়তনের দিক থেকে এই কলেজ টি বাংলাদেশের বড় বড় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের থেকে বড়।প্রায় তিনশত একর জমি নিয়ে এই কলেজ টি বিস্তৃত। এটা থেকেই বোঝা যাচ্ছে এই কলেজের আয়তন বিশাল। তবে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার সময় কারমাইকেল কলেজের বেশ কিছু জমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেয়া হয়। তবু ও কারমাইকেল কলেজের বর্তমান আয়তন বিশাল। আয়তনের দিক থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের থেকে ও কয়েক গুনে বড় কারমাইকেল কলেজ।
আমাদের উত্তর বঙ্গের বেশিরভাগ ছাত্র ছাত্রীদের এই কারমাইকেল কলেজে পড়ার একটি স্বপ্ন থাকে।এক সময় আমার ও এই কারমাইকেল কলেজে পড়ার একটি স্বপ্ন ছিল। কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করতে সক্ষম হতে পারিনি। যাইহোক, বেশ কিছু দিন আগে আমি এবং আমার এক বন্ধু সহ রংপুর ঘুরতে গিয়েছিলাম। রংপুরে গিয়ে বেশ অনেক গুলো কাজ করছিলাম।কাজ শেষ করে বাড়ি আসার পথে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করি আড্ডা দেয়ার জন্য। আমার বেশ কয়েকজন বন্ধু বান্ধব এই কলেজের পড়ে। আমরা দুই বন্ধু কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে সুন্দর একটি জায়গায় বসে পড়লাম। এরপর আমরা আমাদের বেশ কয়েকজন বন্ধু বান্ধবীদের কে কলেজ ক্যাম্পাসের মধ্যে আসতে বললাম।
তারা কেউ কারমাইকেল কলেজের একদম পাশের মেসেই থাকে, আবার কেউ কেউ কারমাইকেল কলেজ হোস্টেলে থাকে। বেশ কিছু সময়ের মধ্যে তারা আমাদের কাছে চলে আসে। বেশ কিছু দিন পর তাদের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিলো। আমরা মূলত আগে সকলেই এক সাথে পড়ালেখা করতাম। কিন্তু এইচএসসি সমমান পরীক্ষা দেয়ার পর বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে যায়। আবার অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স পেয়েছে। এখন মূলত আমরা সকলেই ছড়াছড়ি হয়ে পড়ছি। তাই এখন আমরা তেমন একটা দেখা সাক্ষাৎ করতে পারি না। যাইহোক, যে যেখানেই থাকুন না কেন কিন্তু আমাদের মনের মধ্যে সকলেই সমান ভাবে আছে। সকলেই যেন তাদের নিজ নিজ জায়গা থেকে ভালো জায়গায় পৌঁছে যায়, এমনটাই প্রত্যাশা করছি।
বেশ কিছুক্ষণ সময় ধরে গল্প করছিলাম। গল্প করা শেষ করে আমরা কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ঘোরাঘুরি শুরু করলাম।পুরো ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সবুজ শ্যামল গাছপালা দিয়ে ভরপুর। এজন্য প্রচন্ড রোদ থাকার পর ও সেদিন তেমন একটা কষ্টবোধ হয়নি। আমরা গল্প করছিলাম আর ক্যাম্পাসের চারদিকে ঘোরাঘুরি করছিলাম। বেশ কিছু দিন পর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগছিলো।আর আমার কাছে বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে।আর সবুজ শ্যামল প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে। ক্যাম্পাসের মধ্যে দেখছিলাম অনেকেই গ্ৰুপ স্টার্ডি করছিল। তাদের পড়ালেখা করা দেখে আমার ও তাদের সাথে বসে পড়ালেখা করতে ইচ্ছে করছিল। কারমাইকেল কলেজের পরিবেশ টা পুরোপুরি ভাবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই।কোন অংশে মনে হয় না এটি একটি জাতীয় বিশ্ববিদ্যালয়।
যেহেতু কলেজ টি অনেক পুরনো তাই কলেজের প্রতিটি ভবন অনেক বেশি পুরনো। আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এই কলেজের মধ্যে। বেশ কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করার পর আমরা কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে গেলাম লালবাগ বাজারে। বাজারে গিয়ে একটি হোটেলে গিয়ে বেশ কিছু নাস্তা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসি। দীর্ঘ দিন পরে বন্ধুদের সাথে এতো সুন্দর একটি সময় উপভোগ করতে বেশ ভালোই লাগছিলো। খুবই সুন্দর ভাবে সেদিনের দিন টি উপভোগ করছিলাম। আর মাঝে মাঝে বন্ধুদের সাথে এমন ভাবে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 11+11 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 3/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রংপুরের কারমাইকেল কলেজ আমরাও নাম জানি ভাই। ইংরেজ আমল থেকেই এটি বেশ পুরনো একটি কলেজ। তবে ছবিগুলি এই প্রথম দেখলাম। কলেজ বিল্ডিংটির মধ্যে একটি ঐতিহাসিক ছাপ আছে। প্রায় ১০০ বছর অতিক্রম করে এটি এখনো দাঁড়িয়ে আছে একই রকম ভাবে। আপনার আড্ডার গল্প শুনতেও ভালো লাগলো। বন্ধুরা থাকার সুবাদে সকলে মিলে এমন সুন্দর কলেজে বসে আড্ডা দিয়েছেন এটাতো বেশ ভালো ব্যাপার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit