আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ২৮ ই অক্টোবর ২০২৪ ইং
ফুটবল খেলা আমাদের দেশের প্রতিটি মানুষের কাছে অনেক বেশি প্রিয় একটি খেলা। তবে, নাইট ফুটবল খেলা টি একটু ভিন্ন ধরনের।নাইট ফুটবল আমি ইতিমধ্যে কোনদিন দেখিনি। আজকে আমি প্রথম আমাদের এলাকায় এক বিশাল নাইট ফুটবল খেলা দেখার সুযোগ পেলাম।এই নাইট ফুটবল খেলা আমাদের এলাকার খোড়াগাছ পাইকাড়হাট বাজারের যুব উন্নয়ন সমাজ থেকে আয়োজন করা হয়েছিল। তারা খুবই সুন্দর করে খেলার আয়োজন করেছিল এবং পুরো খেলা খুবই সুন্দর ভাবে পরিচালনা করেছিল। তাদের এতো সুন্দর খেলা পরিচালনা দেখে বেশ ভালো লাগছিলো আমার কাছে। অন্যান্য জায়গায় কোন ধরনের খেলার আয়োজন করলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। তবে, আমাদের এলাকার এই নাইট ফুটবল টুর্নামেন্টের মধ্যে তেমন কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি।
এই নাইট ফুটবল টুর্নামেন্টের মধ্যে মোট চারটি দল অংশগ্রহণ করেছিল। প্রতিটি দল বেশ ভালোই খেলছিল।প্রথম খেলায় যারা অংশগ্রহণ করেছিল তারা দুই পক্ষই বেশ দারুন খেলেছিলেন। দুই টিমের খেলোয়াড় গুলো অসাধারন ছিল। কিন্তু দুই টিমের মধ্যে এক টিমের গোল কিপার কিছু টা দুর্বল ছিল।বলে হাফ টাইমের আগেই তাদের কে বিপরীত টিম গোল দিয়ে দেয়।আর যে দুটি গোল দিয়েছিলেন, সে দুটি বল ধরার মতোই ছিল। কিন্তু গোল কিপার ধরতে পারেননি।আর যখন হাফ টাইমের আগেই দুটি গোল হয়ে যায় তখন বিপরীত টিমের প্রতিটি খেলোয়াড়দের মধ্যে একটা চাপ পড়ে যায়। কেননা, তাদের কে গোল গুলো শোধ দিতে না পারলে তাঁরা পরাজিত হয়ে যাবে।
হাফ টাইমের পরে তারা তাদের কে আরো একটি গোল দিয়ে দেয়।এতে করে বিপরীত টিমের প্রতি চারটি গোল হয়ে যায়।আর হাফ টাইমের পরে এতো পরিমাণ গোল শোধ দেয়া খুবই কষ্টকর। পরবর্তীতে তাঁরা তাঁদের কে একটি গোল ও শোধ করতে পারেননি।এতে করে বিপরীত টিম জয়লাভ করে।আর এই জয় লাভের মাধ্যমে তারা ফাইনাল ম্যাচ খেলার জন্য মনোনীত হয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় খেলা টি প্রথম খেলার মতোই হয়।হাফ টাইমের আগে একদল বিপরীত টিম কে একটি মাত্র গোল দিয়ে দেয়।হাফ টাইমের পরে তারা আর এই গোল টি শোধ দিতে পারে না।ফলে বিপরীত টিম জয়লাভ করে এবং ফাইনাল খেলার জন্য মনোনীত হয়ে যায়।
ফাইনাল খেলার আগে বেশ কিছুক্ষণ সময় খেলার স্টেজের মধ্যে বেশ কিছু অতিথি খেলা নিয়ে বক্তব্য পেশ করেন।আর তাদের বক্তব্য গুলো আমার কাছে বেশ ভালো লাগছে। তারা এই নাইট ফুটবল খেলা নিয়ে খুবই সুন্দর সুন্দর আলোচনা শেয়ার করেছেন সকলের জন্য।আর এই খেলার মধ্যে আমাদের এলাকার বেশ কিছু জনপ্রিয় লোক ছিল। খেলা কমিটির আমন্ত্রণ এর মাধ্যমে এই খেলায় বেশ কয়েকজন অতিথি উপস্থিত হয়েছিলেন।খেলায় উপস্থিত প্রতিটি অতিথি আমার বেশ পরিচিত ছিল। যেহেতু আমি ছোট বেলা থেকেই এই এলাকার মধ্যে বেড়ে উঠেছি তাই আমি এই এলাকার সর্বস্তরের মানুষের সাথে বেশ পরিচিত।
যাইহোক, বেশ কিছু সময়ের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়ে যায়।আর এই খেলার মধ্যে প্রথম খেলায় বিজয়ী দল এবং দ্বিতীয় খেলায় বিজয়ী দল অংশগ্রহণ করেছিল।আর ফাইনাল খেলা শুরু হতেই অনেক রাত হয়ে যায়। তখন রাত প্রায় বারোটা বেজে গিয়েছিল।তাই আমি আর তাদের ফাইনাল খেলা দেখতে পারিনি। তবে আজকে আমি সকালে জানতে পারলাম যুব উন্নয়ন সমাজের নিজস্ব দল ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে। খেলা বিজয়ীদের জন্য ছিল বিশেষ কিছু পুরুস্কার। তারা রাতের মধ্যেই দুই দল কে তাদের পুরুস্কার বিতরণ করে। যাইহোক, খেলা টি বেশ দারুন ভাবে সম্পন্ন হয়েছিল।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি আমার জীবনে কোনদিন রাতে ফুটবল টুর্নামেন্ট দেখি নাই। যখন কুষ্টিয়া মেসে থাকতাম তখনও আমার বান্ধবীরা বেশ খেলাধুলা দেখায় অবসর ছিল কিন্তু আমি শুধু টিভিতেই যা দেখেছি। যা হোক আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দরভাবে নাইট ফুটবল টুর্নামেন্ট শেয়ার করেছেন। কিছুদিন আগে আমাদের গ্রামে এই ফুটবল টুর্নামেন্ট হয়েছিল আমিও এই খেলায় অংশগ্রহণ করেছিলাম। সত্যি রাতের বেলায় ফুটবল খেলা বেশ দারুন মজা। ধন্যবাদ ভাই এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে লিখে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরেকদিন কার আইডিতে নাইট ফুটবল টুর্নামেন্ট দেখেছিলাম। আমাদের দিকে এই সিস্টেমটা নাই। আমাদের দিকে দিনের বেলাই খেলা হয়ে থাকে। শহরে আবার রাতের বেলা খেলা হয়। কিন্তুু আপনাদের দিকে নাইট ফুটবল টুর্নামেন্ট হয়। যেটা আমার কাছে সতিই ভালো দিন মনে হয়েছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফুটবল খেলা বাঙ্গালীদের খুবই প্রিয় একটি খেলা। যখন গ্রাম অঞ্চলে এই খেলা গুলোর আয়োজন করা হয় তখন গ্রামের মানুষ অনেক আনন্দ নিয়ে সেখানে যায়। আসলে এই ধরনের খেলার আয়োজন গুলো দেখতে অনেক ভালো লাগে। ছোটবেলায় আমিও অনেক গিয়েছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit