আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ২২ ই মার্চ ২০২৪ ইং
আজকে আমি বেশ কয়েকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম। আসলে আমি কয়েকদিন ঢাকায় কোন এক কাজের জন্য গিয়েছিলাম, সেখানে গিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই আমি স্টিমিট প্লাটফর্মের মধ্যে তেমন এক্টিভ হতে পারিনি।ঢাকা থেকে চলে আসার পর আমি আমাদের আম বাগান ঘুরতে গিয়েছিলাম। আসলে বর্তমান বাংলাদেশের প্রতিটি আম বাগানের মধ্যে আমের মুকুল চলে এসেছে। আপনারা যারা ইতিমধ্যে আমার প্রতিটি পোস্ট পড়েছেন তারা হয়তো ইতোমধ্যে জানেন যে, আমাদের খোড়াগাছ এলাকা হাঁড়িভাঙ্গা আমের জন্য বিখ্যাত। হাঁড়িভাঙ্গা আম দিয়ে আমাদের এলাকার মানুষ অনেকটা স্বচ্ছল।
আমি বেশ কয়েকদিন ধরে আমাদের আম বাগান গুলো দেখতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে আমাকে ঢাকায় চলে যেতে হয়।তাই আমার আর তখন যাওয়া হয়নি।ঢাকা থেকে আসার পর আমার বাবা আমাকে আম বাগান গুলো দেখে আসার জন্য বার বার বলছিল।আর আমি ও মনে মনে ভাবছি যে, আমাদের আম বাগান গুলো দেখতে যাবো। এরপর পরশুদিন সকাল বেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমাদের আম বাগান গুলো দেখার জন্য প্রস্তুতি নিয়ে আম বাগান দেখার জন্য বের হয়ে পড়লাম। কিছুদূর যাওয়ার পর পথিমধ্যে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়।
এরপর আমি আমার বন্ধু কে সাথে নিয়ে আমাদের আম বাগান দেখার জন্য হাঁটতে শুরু করলাম। আমাদের বাসা থেকে আমাদের আম বাগান গুলোর দূরুত্ব প্রায় এক কিলোমিটার।তাই আমরা হেঁটে হেঁটে আগাইতে শুরু করলাম। বেশ কয়েক মিনিট হাঁটার পর আমাদের আম বাগান গুলোর মধ্যে চলে আসলাম। আর আপনারা উপরের ছবিতে দেখতে পারছেন আম বাগানের মধ্য দিয়ে সরু রাস্তাটি কত সুন্দর।আম বাগান গুলো মধ্যে গিয়ে দেখতে পারলাম বেশ ভালোই মুকুল চলে এসেছে।
আমরা আম বাগানের চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের বেশ কয়েকটি আম বাগান রয়েছে। আমরা এক এক করে প্রতিটি আম বাগানের মধ্যে ঘুরতে যাবো। বেশ কিছুক্ষণ এর মধ্যেই আমরা একটি আম বাগান দেখা শেষ করলাম। এরপর আমরা আরেকটি আম বাগানের মধ্যে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলাম। একটি আম বাগান থেকে আরেকটি আম বাগানের দুরুত্ব প্রায় দুই মিনিটের পথ। বেশ কিছুক্ষণ এর মধ্যেই আমরা আরেকটি আম বাগানের মধ্যে উপস্থিত হয়ে গেলাম।
ওই আম বাগানের থেকে এই আম বাগানের মধ্যে একটু বেশি মুকূল এসেছে। মুকুল গুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি আম গাছের মুকূল গুলো হাত দিয়ে ছুয়ে দেখছিলাম। সাথে আমার বন্ধু ও হাত দিয়ে ছুয়ে দেখছিলো।আম গাছের মুকুল গুলোর একটা সুন্দর সুগন্ধ বের হয়েছে। আর সুগন্ধ টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমরা দুজন আম বাগানের চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম।
এ বছর হাঁড়িভাঙ্গা আম জি আই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়ে আম চাষীরা অনেক বেশি আনন্দিত। কেননা এখন থেকে আমাদের হাঁড়িভাঙ্গা আম দেশের বাহিরে চলে যাবে। এতে করে হাঁড়িভাঙ্গা আমের দাম বৃদ্ধি পাবে। আসলে হাঁড়িভাঙ্গা আম দিয়ে আমাদের এলাকার বেশিরভাগ মানুষ স্বচ্ছল হয়ে উঠেছে। হাঁড়িভাঙ্গা আম চাষ করে আমাদের এলাকার মানুষের অল্প সময়ের মধ্যে অনেক বেশি পরিবর্তন সাধিত হয়েছে। এটা আসলে আমাদের জন্য একটি ভালো দিক।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাঁড়িভাঙ্গা আম যে জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে এটা দেখেছি। তবে এবার আমাদের এলাকায় আম বাগানের অবস্থা খারাপ। সেরকম মুকুল আসে নাই। যা এসেছে সেগুলো ঝড়ে পড়ছে। এই আম বাগানটা দেখছি অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত। বেশ সুন্দর লাগছে জায়গাটা আমার কাছে। এখানে হাঁটতে বা ঘুরতে কিন্তু যাওয়ায় যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া আমাদের এলাকায় এবছর বেশ ভালো মুকুল এসেছে। তবে ঝড় বৃষ্টির মধ্যে কিছুটা ক্ষতি হয়েছে আমের মুকুলের। তবে আশা করছি এবছর খুবই সুন্দর ফলন হবে হাঁড়িভাঙ্গা আমের।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাড়িভাঙ্গা আম বাগান ঘোরাঘুরির চমৎকার একটি মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে এরকম একটি আমবাগান থাকা সত্যিই গর্বের বিষয়। আপনার আম বাগানের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি গাছে আমের মুকুল এসেছে। পাশাপাশি হাড়িভাঙ্গা আমের মূল্যটা অন্যান্য আমলের তুলনায় বেশ ভালো হয়। যাহোক অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আম বাগান গুলো স্বচক্ষে দেখতে পারলে অনেক বেশি ভালো লাগে।আর বর্তমান প্রতিটি গাছের মধ্যে মুকুল চলে এসেছে এজন্য একটু বেশি সুন্দর লাগছে। আসলে হাঁড়িভাঙ্গা আম টি অল্প সময়ের মধ্যে অনেক বেশি বিখ্যাত হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আম বাগান দেখে অনেক ভালো লাগলো আপনাদের হাড়িভাঙ্গা আম বাগানের মুকুল গুলো। মাঝে মধ্যে ব্যস্ত হয়ে পড়ি আমরা সবাই নিজেদের ব্যক্তিগত কাজের জন্য। তবে আবারও ভালোমতো কাজ করার চেষ্টা করি। এগুলো হচ্ছে জীবনের ধারাবাহিকতা। তবে বেশ ভালোই করলেন আম বাগানে ঘুরতে গেলেন। বিশাল একটি আম বাগান অনেক ভালো লাগবে এখানে ঘুরতে। সুন্দর একটি অনুভূতি ছিল আপনার অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পরে আম বাগানে ঘুরতে গিয়েছেন দেখে খুবই ভালো লাগছে৷ এখানে আম বাগানে ঘুরে আপনি খুব সুন্দর কিছু সময় পার করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন৷ একইসাথে এই আম গাছগুলোতে শুধুমাত্র এখন ফুল দেখা যাচ্ছে কিছুদিন পরে যখন আবার যাবেন তখন দেখতে পাবেন যে শুধু আম আর আম৷ তখন সে আমগুলো দেখে খাওয়া ছাড়া কোন উপায় থাকবে না৷ আশায় রইলাম অতি তাড়াতাড়ি এই গাছগুলোতে আম চলে আসবে৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/riyad_xx2/status/1771502281264873919?t=v4gfDwQkd0byTphewGblZg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit