আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ১৭ ই ডিসেম্বর ২০২৪ ইং
আপনারা হয়তো কম বেশি সকলেই ফ্রি ফায়ার অনলাইন গেইম সম্পর্কে অবগত আছেন। বর্তমান সময়ে তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের একটি জনপ্রিয় গেইম হচ্ছে ফ্রি ফায়ার গেইম।আর এই গেইমের কারণে আজ পৃথিবী থেকে কোটি কোটি ছাত্র ছাত্রীরা ধ্বংসের পথে অগ্ৰসর হচ্ছে। আপনারা হয়তো সকলেই এই গেমটি সম্পর্কে অবগত আছেন।করণা ভাইরাসের সময়ে কম বেশি সকল ছাত্র ছাত্রীরা বাড়িতে বসে ছিল।আর তারা অ্যাসাইনমেন্ট এর নাম করে বাড়ি থেকে টাকা নিয়ে মোবাইল কিনে এবং সেই মোবাইলে ফ্রী ফায়ার নামক টি ইন্সটল করে।গ্ৰামের এলাকায় এই কাজ টি একটু বেশি ঘটেছিল।এক পর্যায়ে তারা এই গেইমের মধ্যে অনেক বেশি আসক্ত হয়ে পড়ে।আর এই গেইমের আসক্তি থেকে বের হয়ে যাওয়া খুবই কঠিন একটা ব্যাপার।
আপনারা হয়তো সকলেই ভাবতে পারেন, কিভাবে ফ্রী ফায়ার গেইমের মধ্যে মানুষ মারা যায়! এটি তো একটি ভার্চুয়াল অনলাইন গেইম। আসলে এই প্রশ্নের উত্তর টি পাওয়ার জন্য আমার পুরো পোস্ট টি পড়তে হবে। যাইহোক, বেশ দুই বছর আগে আমাদের গ্ৰামের এক ছেলে ফ্রি ফায়ার নামক এই গেইমের জন্য একটি সতেজ প্রাণ হারিয়েছিলেন।তার মৃত্যুর আজ দুই বছর পূর্ণ হলো। তাকে আজ আমার খুবই মনে পড়ছে। আসলে সে আমার এক প্রিয় আনকেল ছিল। বেশিরভাগ সময় আমরা একসাথে ঘোরাঘুরির মাধ্যমে কাটিয়েছিলাম।গত দুই বছর আগে যখন আমি তার মৃত্যুর কথা শুনতে পারি তখন আমি অনেক বেশি ভেঙে পড়ে গিয়েছিলাম।
আপনারা যারা জীবনে একবার হলেও ফ্রি ফায়ার নামক গেইম টি খেলেছেন কিংবা অন্যের খেলা দেখেছেন, তারা হয়তো প্রত্যেকেই অবগত আছেন যে, ফ্রি ফায়ার গেইমের মধ্যে নৃত্য নতুন ফিচার যুক্ত করতে হলে কিছু পরিমাণ ডায়মন্ড টপ আপ করতে হয়।আর এই ডায়মন্ড গুলো ব্যবহার করে এই গেইমের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস পত্র ক্রয় করা যায়।সেই অনুপাতে আমার আনকেল একজন ফ্রি ফায়ার আসক্ত মানুষ ছিলেন।সে সব ফ্রি ফায়ার গেইমের মধ্যে টপ আপ বিভিন্ন ধরনের জিনিস পত্র ক্রয় করতেন। আমিও তার খেলা মাঝে মাঝে দেখতাম। যাইহোক, হঠাৎ একদিন সে ফ্রী ফায়ার নামক গেইমের মধ্যে ডায়মন্ড টপ আপ করার জন্য তার বন্ধুর কাছে বাইকের মাধ্যমে যাচ্ছিলেন।
আর সে ছিল একজন নতুন বাইক ড্রাইভার। সবেমাত্র নতুন বাইক কিনেছে।তার বন্ধুর কাছে ডায়মন্ড টপ আপ করতে যাওয়ার পথে সে একটি ভ্যানের সাথে মারাত্মক ভাবে এক্সিডেন্ট করে এবং মেডিকেল নিয়ে যাওয়ার সাথে সাথেই সে পরলোক গমন করেন।আমি যখন শুনতে পেয়েছিলাম যে, সে আর পৃথিবীতে নেই, তখন আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছিল। কেননা, আমরা সব সময় ছোট বেলা থেকেই এক সাথে ঘোরাঘুরি করতাম।এক সাথে বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম।আর সে ছিল বাবা মায়ের একমাত্র সন্তান।তার বাবা মা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন।আর তার বিয়ের কথা ও চলছিলো।তার বাবা মা দুজনেই বৃদ্ধ লোক।
তার দুনিয়া থেকে চলে যাওয়ার কথা তার বাবা মা শুনতে পেরে অনেক বেশি ভেঙ্গে পড়ে যায়। আসলে ভেঙ্গে পড়ে যাওয়ার এ কথা। যেহেতু তাদের একমাত্র আদরের সন্তান ছিল। এখান থেকে একটি জিনিস শিক্ষা নেয়া যায়, সেটি হচ্ছে বাইক চালানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করে বাইক রাইডিং করতে হবে এবং যত গুলো অনলাইন গেইমের মধ্যে আসক্তি রয়েছে, তার সব গুলো থেকে বের হয়ে আসতে হবে। তাহলেই জীবন সুন্দর হবে।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
x promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কী ভয়ানক! মোবাইল গেম আসলেই মানুষের অনেক ক্ষতি করে। মাঝে দেখতাম পাবজি বলে একটি গেমের কারণে অনেক বাচ্চার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। এমনিতেও মোবাইল প্রয়োজনের বাইরে ব্যবহার করা মানেই ক্ষতি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব বেদনাদায়ক একটি ঘটনার উল্লেখ করলেন আপনার পোস্টে। একটি কম্পিউটার গেম যদি একটি সতেজ প্রাণ কেড়ে নেয় তার থেকে খারাপ খবর আর কিছু হয় না। দুর্ভাগ্যজনক লাগলো ঘটনাটি। তবে আমি যা বুঝলাম, সে বাইকের অ্যাকসিডেন্টে মারা গেছিল। ফলে সরাসরি গেমের সঙ্গে হয়তো তার মৃত্যুর কোন যোগ নেই। না জেনে বাইক চালালে এমন ধরনের বহু দুর্ঘটনা চোখের সামনে ঘটে যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেকোনো গেইম একটি নেশার মতো।যদি এতে আসক্ত হয়ে পড়ে কেউ তাহলে জীবন ধ্বংসের পথে এগিয়ে যায়।তেমনি এই অনলাইন গেইমে বর্তমান প্রজন্ম খুবই আসক্ত হয়ে পড়ছে।এমন ঘটনা আরো অনেক ঘটেছে, সত্যিই এটা বেশ নির্মম বিষয়।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit