আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার,২৭ অক্টোবর ২০২৩ ইং
বর্তমান ঋতু পরিবর্তন হচ্ছে তাই একটু সবাই অসুস্থ হয়ে পড়ছে। তেমনি ভাবে আমার প্রিয় মানুষটিও হঠাৎ করে অসুস্থ হয়ে যায়।আর এমনিতেই তাঁর শরীরে সব সময় বিভিন্ন ধরনের রোগ থেকেই যায়। কেন যে তার শরীরে এতো রোগ,তা আমি জানি না। কিন্তু বেশিরভাগ সময় তার শরীরে রোগ লেগেই থাকে। একটা রোগের পর আরেকটি রোগ বাসা বাঁধে তার শরীরে।সব সময় সে বিভিন্ন রোগের ঔষধ লেগেই থাকে তার জন্য। শুধু ঔষধ না, তার সাথে ডাক্তার ও আছে। কিন্তু কখনো সে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারে না। একটা রোগ থেকে মুক্তি পেলে আরেকটি রোগ তার শরীরে বাসা বাঁধে।
একদিন তার সাথে রাত বারোটা সাত মিনিট পর্যন্ত তার সাথে মেসেঞ্জারে কথা হয় আমার। তারপর সে ও ঘুমায়, তার সাথে আমিও ঘুমিয়ে পড়ি। পরদিন সকাল বেলা সে আমাকে জানায় যে,সে মেডিকেলে ভর্তি হয়েছে।তার একথা শুনে আমি কিছুক্ষণ নিশ্চুপ ছিলাম। সাথে সাথে ভাবতে শুরু করলাম যে,আজ রাতে কত সুন্দর কথা বললাম তাঁর সাথে, কিন্তু সকাল হতে হতেই শুনতেছি সে অসুস্থ। তখন আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। তারপর আমি জানতে পারলাম ঘুমানোর একঘন্টা পরে তার মাথা প্রচন্ড ব্যাথা করে,আর প্রচুর পরিমাণে শরীরে জ্বর আসে। তারপর সকাল বেলা তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে আর আমি বাসায় স্হির থাকতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমার এক বন্ধু কে করে বিষয়টি জানালাম।পরে আমি তাকে বের হতে বললাম আমার প্রিয় মানুষটি কে দেখতে যাওয়ার জন্য। কিছুক্ষণ পর আমার বন্ধু হয়ে আমাকে কল করে,পরে আমি রেডি হয়ে তার কাছে চলে যাই। তারপর আমরা দুজন বন্ধু এক হয়ে বদরগঞ্জের উদ্যেশে যাইতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই বদরগঞ্জ পৌঁছালাম। তারপর আমরা ফল বাজারে গিয়ে বিভিন্ন ধরনের ফল কিনে নিলাম। তারপর একটা রিকশা ডেকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাইতে শুরু করলাম। কিছুক্ষণ এর মধ্যেই আমরা মেডিকেলে পৌছে গেলাম। মেডিকেলে তেমন একটা ভিড় ছিল না।
তারপর তাকে কল করলাম, তারপর সে দ্বিতীয় তলায় আসতে বলে। তারপর আমরা দ্বিতীয় তলায় উঠলাম,উঠে প্রথম রুমেই তার সাথে দেখা। তারপর ফলমূল গুলো তার হাতে দিয়ে দিলাম। তারপর তাকে নিয়ে খাওয়ার রুমে চলে আসলাম, এবং সেখানে অনেক গল্প করলাম। কিছুক্ষণ এর মধ্যেই সেখানে আমার প্রিয় মানুষটির আম্মু আসলো, আন্টির সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা বলে অনেক ভালো লাগলো আন্টির সাথে। আমার প্রিয় মানুষটি কে দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। তারপর সেখান থেকে চলে আসলাম।আসার সময় আমার একটু খারাপ লাগছিল।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | Redmi 10C |
---|---|
Camera | 48 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote @bangla.witness as witness
https://twitter.com/Riyad9424187819/status/1717840557836525894?t=ALoTLum6dj-dt7OtjydzYQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাক প্রিয় মানুষ অসুস্থ হলে ভাইয়া কিছুই ভালো লাগেনা। আপনি প্রিয় মানুষকে দেখতে গিয়েছেন। তার জন্য ফলমূল কিনেছেন এবং তার সাথে আড্ডা দিয়েছেন এবং বিশেষ করে তারা আম্মুর সাথে অনেক সুন্দর ব্যবহার করেছেন। সব মিলিয়ে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। দ্রুত দোয়া করি যেন আপনার প্রিয় মানুষটি সুস্থ হয়ে যায়। অনেক অনেক শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit