আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ০৪ ই অক্টোবর ২০২৪ ইং
আপনারা যারা আমার গতকালের পোস্ট টি পড়েছেন তারা হয়তো সকলেই অবগত আছেন যে, আমি বেশ কিছুদিন আগে দিনাজপুর গিয়েছিলাম। আসলে সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল কলেজ ভর্তি হওয়া। আমার দ্বিতীয় রিলিজ স্লিপের মধ্যে দিনাজপুর সরকারি কলেজের মধ্যে ফিলোসফি (দর্শন) সাবজেক্ট টি আসে।আমি ইতিমধ্যে রংপুর সরকারি কলেজ এবং রংপুর কারমাইকেল কলেজ ভর্তি হ ওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু কোন ভাবেই তা সম্ভব হয়নি।তাই আমাকে দ্বিতীয় রিলিজ স্লিপের মধ্যে বাহিরের বেশ কয়েকটি কলেজ চয়েস দিতে হয়েছিল।আর আমার দ্বিতীয় রিলিজ স্লিপের মধ্যে দিনাজপুর সরকারি কলেজ আসে।আর আমার বাসা থেকে দিনাজপুর সরকারি কলেজে একটু দূরে।তাই ভর্তি হ ওয়ার সময় একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়েছিলাম। পরবর্তীতে আমার বাসা থেকে আমাকে দিনাজপুর সরকারি কলেজের মধ্যে ভর্তি হতে বলে।
আমি আমার বেশ কয়েকজন বড় ভাইয়ের কাছে থেকে ফিলোসফি সাবজেক্ট এর ব্যাপারে জানতে চাইলে অনেকেই আমাকে অনেক ভয়ভীতি দেখিয়েছিল। তাদের কথা শুনে মাঝে মাঝে ইচ্ছে করছিল যে, এক বছর গ্যাফ দিয়ে পরের বছর ভর্তি হবো। কিন্তু পরবর্তীতে আমার এক বড় ভাই আমাকে ফিলোসফি বিষয় নিয়ে পড়ার জন্য পরামর্শ দেয় ।আমি মূলত তার কথা শুনেই ফিলোসফি বিষয় নিয়ে পড়ার পরিকল্পনা করি।আর আমি যদি এক বছর গ্যাফ দেই তাহলে আশেপাশের মানুষের কাছে থেকে অনেক কথা শুনতে হবে।তাই, সাবজেক্টের চিন্তা বাদ দিয়ে কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়ে নেই। সাবজেক্ট যাই হোক ভালো ভাবে পড়লে এগিয়ে যাওয়া সম্ভব।
তো আমি ভর্তি হ ওয়ার জন্য একদিন আগেই দিনাজপুর সরকারি কলেজের ফিলোসফি বিভাগের ভর্তি সংক্রান্ত বিষয় জানার জন্য , ফিলোসফি বিভাগের একজন কর্মকর্তার কাছে কল করে সকল বিষয় জানিয়ে নিলাম।আমি রাতের মধ্যে আমার ভর্তি বিষয়ে সকল প্রকার কাগজ পত্র রেডি করে রাখি। পরদিন খুব সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দিনাজপুর সরকারি কলেজের উদ্যেশে রওনা দেই। আমাদের বাসা থেকে দিনাজপুর সরকারি কলেজের দুরুত্ব প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার হবে।তাই আমি ট্রেনের মাধ্যমে দিনাজপুর গিয়েছিলাম।আর ট্রেন জার্নি আমার কাছে আরামদায়ক এবং নিরাপদ জার্নি মনে হয়।তাই আমি ট্রেনের মাধ্যমে জার্নি করার চেষ্টা করি।
আমরা অল্প কিছু সময়ের মধ্যে দিনাজপুর কলেজের সামনে এসে পৌঁছায়। আমি আমার সাথে আমার এক বন্ধু কে নিয়ে গিয়েছিলাম। আমরা কলেজ গেইটের সামনে থেকে আমার সকল ধরনের কাগজ পত্রের ফটোকপি করে নেই। কেননা, অফিসে তারা মুল কাগজ পত্র গুলো গ্ৰহণ করবে না।তাই আমি সেখানে আমার পাসপোর্ট সাইজের ছবি সহ সকল ধরনের কাগজ পত্র বের করে খামের ভেতর সাজিয়ে নেই। এরপর আমরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করি।কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ফিলোসফি বিভাগ খুজেই পাচ্ছিলাম না।আর আমরা প্রথম সেদিন এই কলেজের মধ্যে গিয়েছিলাম। পরবর্তীতে আমরা আমাদের এক বড় ভাই কে জিজ্ঞেস করে ফিলোসফি ডিপার্টমেন্টের সন্ধ্যান পেয়ে যাই।
আমরা সরাসরি ফিলোসফি ডিপার্টমেন্টের অফিস কক্ষে চলে যাই। সেখানে গিয়ে আমরা ভর্তির কথা বলি তাদেরকে।তারা আমাদের কে একটি লিস্ট বের করে দেয়। আমরা সেই লিস্টের মধ্য থেকে আমার নাম টি খুজে বের করি। এরপর তারা আমাদের কে ব্যাংকের মধ্যে ভর্তির টাকা প্রদান করে আসার জন্য বলে দেয়। আমরা আবার কলেজের বাইরে গিয়ে ব্যাংকের মধ্যে টাকা পরিশোধ করে চলে আসি । এরপর তারা আমাদের কে একটি ভর্তি ফরম দিয়ে দেয়, আমি বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে ভর্তি ফরম পূরণ করে জমা দেই। এরপর তারা আমার কাছে থেকে খাম টি নিয়ে দেখে সব কিছু কাগজপত্র ঠিক আছে কি না।পরে দেখতে পারে আমার সব কিছু কাগজপত্র ঠিক ঠাক রয়েছে। পরবর্তীতে তাঁরা আমার ভর্তি নিশ্চিত করে। ভর্তি হ ওয়ার পর আমার মনের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করছিল। আমার জন্য সকলেই দোয়া করবেন যাতে আমি একদিন ভালো কিছু করতে পারি।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Device | iPhone 11 |
---|---|
Camera | 12+12 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফিলজফি খুব ভালো সাবজেক্ট ভাই। সেদিক থেকে দেখতে হলে আপনি খুব ভালো বিষয়ে ভর্তি হয়েছেন। মানুষের যে যাই বলুক, আসলে সাফল্য পাওয়ার খিদে থাকলে যে কোন বিষয়েই তা পাওয়া যায়। আপনার অনার্স জীবনের বাকি সময়টুকুর জন্য অনেক শুভকামনা রইল। ভর্তির সমস্ত প্রসেস খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যা পড়তে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit