আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ২৩ ই অক্টোবর ২০২৪ ইং
আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, দাদা বেশ কিছু দিন আগে আমাদের কমিউনিটি কে কেন্দ্র করে একটি নতুন টোকেন লঞ্চ করেছে।টোকেনের নাম হচ্ছে $puss টোকেন। এটি ক্রিপ্ট কারেন্সির বিশ্ব বিখ্যাত trx নেটওয়ার্কের উপর ডিপ্লয় করা হয়েছে। বর্তমান ক্রিপ্ট কারেন্সি মার্কেটের মধ্যে ট্রোন নেটওয়ার্কের বেশ কয়েকটি টোকেন রয়েছে।ট্রোন ব্লকচেইনের অধীনে যে সব টোকেন রয়েছে, সেগুলোর মধ্যে আমাদের কমিউনিটির টোকেন সকলের শীর্ষে রয়েছে। প্রথমে দাদা এই টোকেন টি শুধু মাত্র আমাদের কমিউনিটির জন্য তৈরি করেছিলেন। কিন্তু টোকেন টি লঞ্চ করার কয়েকদিনের মাথায় পুরো স্টিমিট প্লাটফর্মের মধ্যে জনপ্রিয়তা অর্জন করে।আর এই জনপ্রিয়তা আমাদের টোকেন কে অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছে।আর এটি আমাদের জন্য একটি বড় পাওয়া।
পুস কয়েন নিয়ে আমাদের কমিউনিটি প্রতিষ্ঠাতা দাদার অনেক অনেক স্বপ্ন রয়েছে।আর এই স্বল্প গুলো শুধু মাত্র আমাদের কে ঘিরেই। দাদা শুধু মাত্র আমাদের কমিউনিটি সদস্যদের চিন্তা করে এতো সুন্দর একটি টোকেন লঞ্চ করেছেন। ইতোমধ্যে পুস কয়েন অনেকের ভাগ্য পরিবর্তন করে দিতে সক্ষম হয়েছে। আশা করছি সামনের দিকে আরো ভালো কিছু বয়ে আনতে পারবে, আমি এমনটাই প্রত্যাশা করছি।আর পুস কয়েন নিয়ে ইতিমধ্যেই পুরো স্টিমিট প্লাটফর্মের একটি ট্রেন্ডিং চলছে। আমি আশা করছি এই ট্রেন্ডিং সব সময় থাকবে।
বর্তমান সময়ে অনেকেই পুস কয়েনের প্রাইস দেখে হয়তো কিছু টা হতাশ হয়ে পড়েছে। আসলে এখানে হতাশ হ ওয়ার কিছুই নেই।আর যারা এখন পর্যন্ত কেনার কথা ভাবছেন তারা অতি দ্রুত কিনে ফেলেন। কেননা, এইবার পুস কয়েন আপ দিলে একদম হাতের নাগালের বাইরে চলে যেতে পারে।আর একটি জিনিস মনে রাখবেন, এইবার পুস কয়েন আপ দিলে পূর্বের সকল ধরনের রেকর্ড ভেঙে দিয়ে নতুন একটি রেকর্ড তৈরি করবে।আমি এমনটাই প্রত্যাশা করছি। আশা করছি এমনটাই হবে। আমরা এই পুস কয়েন কে একদিন trx ব্লকচেইনের প্রথমতম টোকেন হিসেবে দেখতে পারবো। শুধু মাত্র একটু খানি ধৈর্য ধারণ করতে হবে।
দাদা ইতিমধ্যেই আমাদের কে একটি জিনিস ম্যানশন করে দিয়েছেন, যে আর অল্প কিছু দিনের মধ্যেই পুস কয়েন টপ টায়ার ওয়ানের বেশ কয়েকটি ক্রিপ্ট কারেন্সি এক্সচেঞ্জের মধ্যে পুস কয়েন লিস্ট করা হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি এক্সচেঞ্জের মধ্যে লিস্ট করা হয়েছে।সে এক্সচেঞ্জ গুলোর মধ্যে বেশ দারুন গতিতে ট্রেডিং চলছে। চাইলে আমরা সকলেই এই এক্সচেঞ্জ গুলোর মধ্যে ট্রেডিং করতে পারি। যারা মার্কেট সম্পর্কে অবগত আছেন, তারা অবশ্যই চেষ্টা করবো আস্তে আস্তে পুস কয়েন নিয়ে ট্রেড করার।আর আশা করছি সামনের মাসের মধ্যে পুস কয়েন HTX এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হবে। দাদা ইতিমধ্যেই আমাদের সাথে এই বিষয়ে কথা বলেছেন।
আমরা যারা ক্রিপ্ট কারেন্সির সাথে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছি। তারা হয়তো প্রত্যেকেই অবগত আছি যে, যে কোন কয়েন/টোকেন দীর্ঘদিন হোল্ড করতে পারলে অনেক বেশি লাভবান হ ওয়া যায়।আর আমরা প্রত্যেকেই পুস কয়েন দীর্ঘ দিনের জন্য হোল্ড করতে পারি তাহলে হয়তো আমরা এই পুস কয়েনের মাধ্যমে অনেক টা লাভবান হতে পারবো এবং পুস কয়েন কে এগিয়ে নিয়ে যেতে পারবো।আর বর্তমান সময়ে পুস কয়েন কে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান কাজ।পুস কয়েন এগিয়ে যাক, তার সাথে আমরাও এগিয়ে যাবো।
লাভ ইউ পুস কয়েন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া পুশ কয়েনের দাম এখন তুলনামূলক কিছুটা কম। এখন যারা হোল্ড করবে,ভবিষ্যতে তারা ভালো একটি প্রফিট পাবে। দাম কম মানে বেশি বেশি পুশ কয়েন কেনার সুযোগ। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া আসলে হতাশ হওয়ার কিছুই নেই। দাম যদি একটু কমে যায় তাহলে আমি মনে করি এটা আমাদের জন্য সুযোগ। যদি আরো কিছু কিনতে পারি তাহলে সেটা হবে ভবিষ্যতের জন্য অনেক ভালো কিছু। $puss কয়েন নিয়ে আপনার আজকের পোস্ট পড়ে ভীষণ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুযোগ সব সময় আসে না। সুযোগটাকে কাজে লাগানো বুদ্ধিমানের কাজ। আর এই সময়টাতে আমরা যদি সুযোগটা কাজে লাগাই তাহলে অনেক ভালো কিছু পাবো। এখন puss হোল্ড করার দারুন সুযোগ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কোন কাজে তাড়াহুড়া করা যাবে না ধীর স্থির ভাবে যে কোন কাজ করতে গেলে সফল হওয়া সম্ভব নয়। ভালো কিছু পেতে হলে আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে আশা করি $puss এর মাধ্যমে আমারা একদিন সফল হতে পারবো। ধন্যবাদ অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit